Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 22:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন কৃতজ্ঞতা নিবেদনের বলি উৎসর্গ করবে, তখন তা যাতে গ্রাহ্য হয় সেইভাবে উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 আর যে সময়ে তোমরা মাবুদের উদ্দেশে শুকরিয়া-কোরবানী করবে, সেই সময় গ্রাহ্য হবার জন্যই তা কোরবানী করো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 “যখন সদাপ্রভুর উদ্দেশে তোমরা ধন্যবাদের উপহার বলি দেবে, এমনভাবে সেই বলি দিতে হবে, যেন তোমাদের পক্ষে তা গৃহীত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 আর যে সময়ে তোমরা সদাপ্রভুর উদ্দেশে স্তবার্থক বলি উৎসর্গ করিবে, তৎকালে গ্রাহ্য হইবার জন্যই তাহা উৎসর্গ করিও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 “যদি তোমরা কিছু বিশেষ ধরণের ধন্যবাদসূচক নৈবেদ্য প্রভুকে দিতে চাও, তাহলে তোমরা সেই উপহার দানের ব্যাপারে স্বাধীন। কিন্তু অবশ্যই তোমরা এটা এমনভাবে করবে যা ঈশ্বরকে খুশী করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 আর যে দিনের তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে স্তবার্থক বলি উৎসর্গ করবে, সেইদিনের গ্রাহ্য হবার জন্যই তা উৎসর্গ কোরো।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 22:29
9 ক্রস রেফারেন্স  

তোমার উদ্দেশে আমি করব নিবেদন ধন্যবাদের নৈবেদ্য আমি করব প্রভুর জয়গান।


কৃতজ্ঞতার অর্ঘ্য উৎসর্গ করুক তারা আনন্দগানে বর্ণনা করুক তাঁর কীর্তি।


কৃতজ্ঞতার নিদর্শনরূপে নিবেদন করখামির মেশানো ভোগ, সাড়ম্বরে ঘোষণা কর তোমাদের স্বতঃস্ফূর্তঅর্ঘ্যের কথা। হে ইসরায়েলকুল! এই সব করতেই তোমরা ভালবাস। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন এ কথা।


তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।


তাই এস, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে নিরন্তর প্রশস্তির নৈবেদ্য উৎসর্গ করি, আর্থাৎ আমাদের ওষ্ঠাধরে সর্বদা তাঁর প্রতি আস্থা প্রকাশ করি।


আবেদনসহ তোমরা ফিরে এস, ফিরে এস প্রভু পরমেশ্বরের কাছে,তাঁর কাছে বল:আমাদের সব অপরাধ মার্জনা কর, আমাদের যা ভাল তা-ই গ্রহণ কর, আমাদের ওষ্ঠাধর নিবেদন করবে তোমার স্তুতি।


সেই দিনই সেই বলির প্রসাদ ভক্ষণ করতে হবে, পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না। আমি প্রভু পরমেশ্বর,


প্রভু পরমেশ্বরের শান্তি স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার বিধি এই:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন