Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 22:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তারা কোন লোককে পবিত্র প্রসাদ খেতে দিয়ে তাকে অপরাধী ও দণ্ডার্হ করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 এবং তাদেরকে ওদের পবিত্র বস্তু ভোজন দ্বারা দোষ-কোরবানীর দায়ে ভারগ্রস্ত করবে না; কেননা আমি মাবুদ তাদের পবিত্রকারী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 পবিত্র খাদ্য লোকদের ভোজন করতে দেবে না, যেন এর বিনিময়ে তাদের ওপরে অপরাধ না বর্তায়। আমি সদাপ্রভু, যিনি তাদের পবিত্র করেন।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 এবং তাহাদিগকে উহাদের পবিত্র বস্তু ভক্ষণ দ্বারা দোষজনক অপরাধরূপ ভারে ভারগ্রস্থ করিবে না; কেননা আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 যদি যাজকরা সেই সমস্ত পবিত্র নৈবেদ্যগুলিকে অপবিত্র হিসেবে বিবেচনা করে এবং সেগুলি খায়, তাহলে তা পাপ হিসেবে ধরা হবে। আমি প্রভু তাদের পবিত্র করি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 এবং তাদেরকে ওদের পবিত্র বস্তু খাওয়ার জন্য দোষজনক অপরাধ স্বরূপ ভারগ্রস্ত করবে না; কারণ আমি সদাপ্রভু তাদের পবিত্রকারী।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 22:16
15 ক্রস রেফারেন্স  

পুরোহিতেরা আমার নির্দেশ পালন করবে, নচেৎ তারা দোষী হবে এবং আমার নাম কঙ্কলিত করার জন্য তাদের মৃত্য হবে। আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।


আমাদের পাপরাশি তিনি নিজের দেহে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, যেন আমরা পাপময় জীবনের মৃত্যু ঘটিয়ে ধর্মনিষ্ঠ জীবনে উত্তীর্ণ হই। তাঁর মৃত্যু আমাদের এনে দিয়েছে পরিত্রাণ*।


অপরাধের পঙ্কে আমি ডুবে আছি, আমার পক্ষে গুরুভার সেই বোঝা।


তোমরা আমার অনুশাসন পালন কর, আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের পবিত্র করি।


যদি তৃতীয় দিনে স্বস্ত্যয়ন বলির মাংস ভোজন করা হয় তবে সেই বলি গ্রাহ্য হবে না বা উৎসর্গকারীর পক্ষে তা গণ্য করা হবে না। তা ঘৃণ্য বস্তুরূপে পরিগণিত হবে এবং যে তা ভক্ষণ করবে, সে অপরাধী হবে।


নির্বোধ ও অন্ধের দল! বল দেখি, কোনটি বড়? সোনা, না সোনাকে যে পবিত্র করেছে সেই মন্দির?


এটি হারোণের কপালের উপরে থাকবে। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে নৈবেদ্য উৎসর্গ করবে, আনুষ্ঠানিকভাবে তার কোন ত্রুটি থাকলে হারোণ তার দায় বহন করবে। উৎসর্গিত নৈবেদ্য যাতে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হয় তার জন্য হারোণ সর্বদা সোনার চাকতি শিরে ধারণ করবে।


তোমরা কেন সেই প্রায়শ্চিত্ত বলির মাংস পবিত্রস্থানে ভোজন কর নি? তা মহাপবিত্র। জনমণ্ডলীর অপরাধ বহন করে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করার জন্য সেটিকে তিনি তোমাদের দিয়েছেন।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


প্রভু পরমেশ্বর হারোণকে বললেন, তুমি, তোমার পুত্রেরা এবং তোমার পিতৃকুলের লোকজন সকলে মিলে পবিত্র পীঠস্থানের দোষত্রুটির দায়দায়িত্ব বহন করবে এবং তুমি ও তোমার পুত্রেরা পৌরোহিত্যের ত্রুটির জন্য দায়ী হবে।


তা থেকে সেরা অংশ অর্ঘ্যরূপে নিবেদন করার পর সে সম্পর্কে তোমাদের আর কোন দায়দায়িত্ব থাকবে না। ইসরায়েলীদের উৎসর্গিত পবিত্র বস্তু অশুচি করার দায়ে তোমাদের মৃত্যু হবে না।


তোমরা তাকে পবিত্র রাখবে, কেননা সে তোমাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে। তোমরা তাকে পবিত্র বলে গণ্য করবে, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র করি, আমি পবিত্র।


স্বজাতীয়দের মধ্যে তার বংশধরদের হেয় করার মত কোন কাজ সে করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাকে পবিত্র করেছি।


কিন্তু সে পবিত্র স্থানের পর্দা বা বেদীর কাছে যেতে পারবে না, কেননা তার খুঁত আছে। সে আমার পবিত্র পীঠস্থান অপবিত্র করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর সেই স্থান পবিত্র করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন