Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 21:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণ বংশের পুরোহিতদের বল, তাদের জ্ঞাতিবর্গের কারও মৃত্যু হলে তাদের অশৌচ হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আর মাবুদ মূসাকে বললেন, তুমি হারুনের পুত্র ইমামদেরকে বল, আত্মীয়-স্বজনের মৃতের জন্য তারা কেউ নাপাক হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণের ছেলে যাজকদের জানাও, তাদের বলো, ‘কোনো যাজক তার কোনো মৃত আপনজনের পক্ষে আনুষ্ঠানিকভাবে যেন নিজেকে অশুচি না করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারোণের পুত্র যাজকগণকে কহ, তাহাদিগকে বল, স্বজাতীয় মৃতের জন্য তাহারা কেহ অশুচি হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু মোশিকে বললেন, “হারোণের পুত্রদের অর্থাৎ‌ যাজকদের এই বিষয়গুলি বলো: একজন যাজক অবশ্যই কোন মৃত ব্যক্তিকে স্পর্শ করে নিজেকে অশুচি করবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আর সদাপ্রভু মোশিকে বললেন, তুমি হারোণের ছেলে যাজকদের কে বল, তাদেরকে বল, স্বজাতীয় মৃতের জন্য তারা কেউ অশুচি হবে না।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 21:1
12 ক্রস রেফারেন্স  

পুরোহিতেরা কোন শব স্পর্শ করে আচারগত ভাবে অশৌচ পালন করবে না, তবে তা যদি তার পিতামাতা, তার সন্তান বা ভাই বা তার অবিবাহিত বোন হয়, তাহলে তাকে অশৌচ পালন করতে হবে।


ছাউনির মধ্যে কোন লোক মারা গেলে সেই ছাউনিতে যারা প্রবেশ করবে এবং সেখানে যারা বাস করে তারা সকলেই সাতদিন অশুচি থাকবে।


সে মন্দির ছেড়ে বাইরে যাবে না এবং আপন ঈশ্বরের মন্দির অপবিত্র করবে না। কারণ সে ঈশ্বরনির্দিষ্ট অভিষেক তৈল সিঞ্চনে পবিত্রীকৃত হয়েছে। আমি প্রভু পরমেশ্বর।


মৃতব্যক্তির উদ্দেশে শোক প্রকাশের জন্য তোমরা দেহের কোন অংশ ক্ষতবিক্ষত করবে না কিম্বা শরীরে উল্কি ধারণ করবে না। আমি প্রভু পরমেশ্বর।


তবেই বুঝবে, লেবির বংশের সঙ্গে স্থাপিত আমার সন্ধি বজায় রাখার উদ্দেশ্যই আমি তোমাদের কাছে এই নির্দেশ পাঠিয়েছিলাম।


হে যাজককুল শোন, তোমাদের প্রতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ:


‘হে যাজকসমাজ, ইসরায়েলকুল ওনৃপতিবৃন্দ, তোমরা শোন, কারণ এ দণ্ডাজ্ঞা তোমাদেরই। তোমরাই মিস্‌পাতে ফাঁদ পেতেছ,জাল বিস্তার করেছ তাবোর-এ।


খোলা মাঠে যদি কেউ অস্ত্রের আঘাতে নিহত বা স্বাভাবিক ভাবে মৃত ব্যক্তির শব স্পর্শ করে, কিংব মানুষের হাড় বা কবর স্পর্শ করে তবে সে সাত দিন অশুচি থাকবে।


তুমি ইসরায়েলীদের নির্দেশ দাও যেন তারা তাদের ছাউনি থেকে কুষ্ঠ ও প্রমেহ রোগগ্রস্ত সমস্ত লোককে এবং মৃতের সংস্পর্শে অশুচি লোকদের বার করে দেয়।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে যতদিন ব্রত পালন করবে ততদিন সে কোন মৃতদেহের কাছে যাবে না।


কেউ যদি মৃতদেহ স্পর্শ করে তবে সাতদিন সে অশুচি থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন