Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 2:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তোমরা যদি কড়াইয়ে রান্না করা কোন ভক্ষ্য বস্তু নিবেদন কর, তাহলে মিহি ময়দার সঙ্গে তেল মিশিয়ে সেটি তৈরী করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 যদি তুমি কড়াইতে পাক-করা শস্য-উৎসর্গ দাও তবে তেলে পাক-করা মিহি সুজি দিতে হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যদি তোমার শস্য-নৈবেদ্য একটি পাত্রে রান্না করা হয়, তা মিহি ময়দা ও জলপাই তেল সহযোগে রান্না করতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর যদি তুমি কটাহে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলপক্ব সূক্ষ্ম সূজি দিতে হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যদি তুমি কড়ায় ভাজা শস্য নৈবেদ্য নিয়ে আসো, তখন যেন তা তেল মেশানো গুঁড়ো ময়দা দিয়ে তৈরী হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর যদি চাটুতে রান্না করা শস্য নৈবেদ্য উপহার দাও, তবে তেল ও সূক্ষ্ম সূজি দিয়ে তৈরী করে দিতে হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 2:7
5 ক্রস রেফারেন্স  

তন্দুরে, কড়াইয়ে কিম্বা চাটুতে তৈরী ভক্ষ্য নৈবেদ্য নিবদনকারী পুরোহিতের প্রাপ্য হবে।


তারপর সেগুলি ভেঙ্গে টুকরো করে তার উপর তেল ঢেলে দেবে, তখন সেটি হবে ভক্ষ্য নৈবেদ্য।


এই সব দ্রব্যের সংমিশ্রণে যে নৈবেদ্য তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দশে প্রস্তুত করবে সেটি যাজককে দেবে। সে ঐ নৈবেদ্য বেদীর কাছে নিয়ে যাবে।


প্রভুর উপস্থিতির প্রতীক রুটি, খামিরবিহীন রুটি, ভোগ নৈবেদ্যের রুটি, সেঁকা রুটির নৈবেদ্য ও জলপাই তেলের ময়ান দেওয়ার জন্য প্রয়োজনীয় ময়দার ব্যবস্থা করা, মন্দিরে উৎসর্গের জন্য সমস্ত নৈবেদ্য ওজন ও পরিমাপ করা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন