Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 19:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তোমরা যখন নিজেদের ক্ষেতের ফসল সংগ্রহ করবে, তখন ক্ষেতের সীমানার শস্য নিঃশেষে কেটে নিও না, কিম্বা ক্ষেতে পড়ে থাকা শস্য কুড়িও না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর তোমরা যখন নিজ নিজ ভূমির শস্য কাটো, তখন তুমি ক্ষেতের কিনারার শস্য কেটো না এবং তোমার ক্ষেতে পড়ে থাকা শস্য কুড়াবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “ ‘তোমাদের জমির ফসল কাটার সময় একেবারে ফসলের গোড়া কাটবে না, অথবা জমিতে পড়ে থাকা ফসল সংগ্রহ করবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর তোমরা যখন আপন আপন ভূমির শস্য কাট, তখন তুমি ক্ষেত্রের কোণস্থ শস্য নিঃশেষে কাটিও না, এবং তোমার ক্ষেত্রে পতিত শস্য কুড়াইও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “যখন তোমরা শস্য কাটো, তখন তোমাদের ক্ষেত্রের কোণ পর্যন্ত শস্য কেটো না। শস্য যদি মাটিতে পড়ে যায়, তোমরা তা কুড়িয়ে নিও না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আর তোমরা যখন নিজেদের ভূমির শস্য কাট, তখন তুমি ক্ষেত্রের কোণে অবস্থিত শস্য সম্পূর্ণ কেটো না এবং তোমার ক্ষেতে পড়ে থাকা শস্য কুড়িও না।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 19:9
9 ক্রস রেফারেন্স  

ফসল কাটার সময় তোমরা ক্ষেতের সীমানার ফসল নিঃশেষে কাটবে না এবং ফসল কাটার পর ঝরে পড়া শীষ কুড়াবে না। গরীব দুঃখী ও প্রবাসীদের জন্য তা ছেড়ে দেবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।


তারপর আবার সে শীষ কুড়াতে চলে গেল। সে চলে গেলে বোয়স তাঁর ভৃত্যদের আদেশ দিয়ে বললেন, যেখানে শস্য আঁটি বেঁধে রাখা আছে সেখানেও ওকে শীষ কুড়াতে দিও, বারণ করো না বা কিছু বলো না। তাছাড়া আঁটি থেকে তার জন্য কিছু শীষ বার করে রেখ, সে কুড়িয়ে নেবে।


একদিন রূথ নয়মীকে বললেন, মা, ক্ষেত মজুরদের রেখে দেওয়া যবের শীষ মাঠ থেকে কুড়িয়ে আনতে আমাকে অনুমতি দিন। মাঠে নিশ্চয়ই এমন কাউকে পাব যে আমাকে তার পরে পরে শীষ কুড়াতে দেবে। নয়মী বললেন, বেশ যাও।


তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব সেই দেশে গিয়ে তোমরা যখন শস্য আহরণ করবে, তখন সংগৃহীত শস্যের প্রথম আঁটিটা পুরোহিতের কাছে নিয়ে যাবে।


সেদিন যে উপবাস না করবে, সে সমাজচ্যুত হবে।


এবং ভোক্তা তার কৃত অপরাধের জন্য দায়ী হবে, কারণ সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তু অশুচি করেছে। সেই ব্যক্তি সমাজচ্যুত হবে।


তোমাদের দ্রাক্ষাকুঞ্জের ফল নিঃশেষে সংগ্রহ করবে না বা ঝরে পড়া আঙুর কুড়াবে না। গরীব ও প্রবাসীদের জন্য তা ছেড়ে দেবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


তখন বোয়স রূথকে বললেন, তোমায় একটা কথা বলি শোন। এই ক্ষেত ছাড়া অন্য কোথাও শীষ কুড়াতে যেও না। এখানে মেয়েদের সঙ্গে কাজ কর,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন