Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 19:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 তোমরা আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে এবং আমার পীঠস্থানের মর্যাদা রক্ষা করবে। আমি প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তোমরা আমার সমস্ত বিশ্রামবার পালন করো এবং আমার পবিত্র স্থানের সমাদর করো; আমি মাবুদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 “ ‘আমার বিশ্রামবার পালন কোরো ও আমার পবিত্র ধর্মধামের প্রতি সম্মান দেখাও। আমি তোমার ঈশ্বর সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তোমরা আমার বিশ্রামদিন সকল পালন করিও, এবং আমার ধর্ম্মধামের সমাদর করিও; আমি সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 “আমার বিশ্রামের বিশেষ দিনগুলিতে তোমরা অবশ্যই কাজ করবে না। তোমরা অবশ্যই আমার পবিত্রস্থানকে সম্মান দেবে। আমিই প্রভু!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তোমরা অবশ্যই আমার বিশ্রামদিন পালন কোরো এবং আমার সমাগম তাঁবুর পবিত্র স্থান সম্মান কোরো; আমি সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 19:30
16 ক্রস রেফারেন্স  

তোমার আমার নির্দেশিত সাব্বাথ দিনগুলি পালন করবে এবং আমার পীঠস্থানের প্রতি সম্মান প্রদর্শন করবে। জেন, আমিই প্রভু পরমেশ্বর।


পরমেশ্বরের মন্দিরে যাওয়ার সময় সতর্ক হও, সেখানে নির্বোধের মত বলিদান করতে যাওয়ার চেয়ে শিক্ষাগ্রহণ করতে যাওয়া অনেক ভাল। নির্বোধেরা জানে না যে তারা যা করছে, তা মন্দ।


তোমরা প্রত্যেকে নিজ নিজ মাতা ও পিতাকে সম্মান করবে এবং আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার সম্পর্ক কি? আমরাই সদাজাগ্রত ঈশ্বরের মন্দির, ঈশ্বর বলেছেনঃ আমি তাদের মাঝে করব অধিষ্ঠান, তাদেরই সঙ্গে চলবে আমার নিত্য আসা যাওয়া। আমি হব তাদের ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।


তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ প্রার্থনা ভবন রূপে আখ্যাত হবে’। কিন্তু তোমরা একে দস্যুর আস্তানায় পরিণত করেছ।


ঈশ্বর পুণ্যবানদের সমাজে ভয় ও ভক্তির পাত্র তারা সকলে জানায় তোমায় শ্রদ্ধা ও সম্মান।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি তোমার ভাই হারোণকে বল, সে যেন পর্দার অন্তরালে মহাপবিত্র স্থানে চুক্তি সিন্দুকের উপরে স্থিত আবরণের সম্মুখে সব সময়ে না যায়, তাহলে সে মারা যাবে। কারণ সেই আবরণের উপরে মেঘের মধ্য থেকে আমি দর্শন দেব।


সাব্বাথ দিন পবিত্র ভাবে পালন করবে।


বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?


উপরন্তু যিহুদীয়ার নেতৃবৃন্দ, পুরোহিতবৃন্দ এবং জনসাধারণ প্রতিবেশী জাতিবৃন্দের অনুকরণে প্রতিমাপূজা করে সেই মন্দিরকে অপবিত্র করে, যে মন্দির স্বয়ং প্রভু পরমেশ্বর পবিত্র করেছিলেন।


একটি মূর্তি তৈরী করে, তিনি মন্দিরে স্থাপন করলেন, যে মন্দির সম্পর্কে ঈশ্বর দাউদ ও তাঁর পুত্র শলোমনকে বলেছিলেন, জেরুশালেমের এই মন্দির হল সেই স্থান, যে স্থান আমি ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর অধিকৃত সমগ্র এলাকার মধ্যে থেকে মনোনীত করেছি। এইস্থানে হবে আমার নিত্য আরাধনা।


এইভাবে তোমরা ইসরায়েলীদের অশৌচ সম্বন্ধে সাবধান করে দেবে, কারণ তাদের অশৌচের জন্য তাদের মাঝখানে অবস্থিত আমার শিবির অশুচি হলে তাদের মৃত্যু ঘটবে।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


আবালবৃদ্ধবণিতা—সকলকে হত্যা করবে। কিন্তু সাবধান, যাদের কপালে চিহ্ন দেখবে, তাদের কাউকে স্পর্শ করবে না। নাও, আমার মন্দির থেকেই কাজ শুরু কর। মন্দিরে যে কয়জন নেতৃস্থানীয় ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তাঁদের দিয়েই শুরু হল হত্যাকাণ্ড।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন