Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 18:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তোমরা কেউ আপন পিতা বা মাতার সম্ভ্রম হানি করবে না। নিজের মায়ের সঙ্গে দৈহিক সংসর্গ করবে না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তুমি তোমার পিতাকে অসম্মান করো না, অর্থাৎ তোমার মাতার ইজ্জত নষ্ট করো না; সে তোমার মা; তার সঙ্গে সহবাস করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “ ‘তোমাদের মায়ের সাথে যৌন সম্পর্ক রেখে তুমি তোমার বাবাকে অশ্রদ্ধা করো না। তিনি তোমার মা; তাঁর সাথে কোনো যৌন সম্পর্ক রেখো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তুমি আপন পিতার আবরণীয় অর্থাৎ আপন মাতার আবরণীয় অনাবৃত করিও না; সে তোমার মাতা; তাহার আবরণীয় অনাবৃত করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 “তোমরা অবশ্যই তোমাদের পিতার অপমান করবে না। পিতা বা মাতার সঙ্গে যৌন সংসর্গ করবে না। সেই মহিলা তোমার মা, সুতরাং তার সঙ্গে তোমার অবশ্যই যৌন সংসর্গ থাকবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তুমি নিজের বাবার আবরণীয় অর্থাৎ নিজের মায়ের আবরণীয় অনাবৃত কর না; সে তোমার মা; তার আবরণীয় অনাবৃত কর না।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 18:7
7 ক্রস রেফারেন্স  

যে ব্যক্তি তার বিমাতার সঙ্গে অবৈধ সংসর্গ করে তার পিতাকে কলঙ্কগ্রস্ত করবে, তার এবং সেই নারীর অবশ্যই প্রাণদণ্ড হবে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।


কেউ কেউ সৎমাকে নিয়ে সংসার করে। রজঃস্বলা নারীকে ধর্ষণ করে।


যদি কোন ব্যক্তি কোন নারী এবং তার কন্যা, উভয়কেই স্ত্রীরূপে গ্রহণ করে, তবে তা হবে গর্হিত কর্ম। সেই ব্যক্তি এবং ঐ দুই নারী- সকলকেই আগুনে পুড়িয়ে মারতে হবে যেন এই ধরণের দুষ্কর্ম তোমাদের মধ্যে আর অনুষ্ঠিত না হয়।


তোমরা রক্ত-সম্পর্কের কোন আত্মীয়ের সঙ্গে যৌনসংসর্গে লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর।


‘বিমাতার সঙ্গে যে সহবাস করে, অভিশপ্ত হোক সে, কারণ সে তার পিতাকে লজ্জার পাত্র করে।’ জনতা বলবে ‘আমেন’।—


সুতরাং এস, আমরা পিতাকে দ্রাক্ষারসের সুরা খাওয়াই ও তাঁর সঙ্গে সহবাস করি, তা হলে আমরা আমাদের পৈতৃক বংশ রক্ষা করতে পারব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন