Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 18:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক দ্বারা নিজেকে অশুচি করবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর তুমি তোমার স্বজাতির লোকদের স্ত্রীদের সঙ্গে সহবাস করে নিজেকে নাপাক করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 “ ‘তোমার প্রতিবেশীর স্ত্রী সঙ্গে যৌন সম্পর্ক রেখে তার দ্বারা নিজেকে অশুচি করবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর তুমি আপন স্বজাতীয়ের স্ত্রীতে গমন করিয়া আপনাকে অশুচি করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 “এবং তোমাদের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমরা অবশ্যই যৌন সংসর্গ করবে না। এটা তোমাদের অপবিত্র করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আর তুমি নিজের প্রতিবেশীর স্ত্রীর কাছে গিয়ে নিজেকে অশুচি কর না।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 18:20
17 ক্রস রেফারেন্স  

পরস্ত্রীর সঙ্গে ব্যভিচারে কেউ লিপ্ত হলে, সেই ব্যভিচারী ব্যক্তি ও ব্যভিচারিণী নারী উভয়েরই অবশ্য প্রাণদণ্ড হবে।


বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী,


মানুষের স্বভাব সবাই জানে। ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা,


তুমি বলে থাক, ‘ব্যভিচার করো না’ কিন্তু তুমি নিজে কি ব্যভিচারী নও? তুমি প্রতিমা পূজা ঘৃণা কর কিন্তু তুমি কি তাদের মন্দিরের সম্পদ ঘরে আন না?


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


তুমি মনে মনে তার রূপের লালসা করো না, তার কটাক্ষের ফাঁদে ধরা দিও না।


তার শোকের আবেগ কমে গিয়ে অশৌচকাল কেটে গেলে দাউদ লোক দিয়ে তাকে নিজের প্রাসাদে আনালেন ও তাকে বিবাহ করলেন। তাঁদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করল। দাউদের এইসব কাজে প্রভু পরমেশ্বর অসন্তুষ্ট হলেন।


কিন্তু যদি কোন ব্যক্তি অপরের বাগদত্তা কোন কুমারীকে খোলা মাঠে পেয়ে বলপূর্বক তার সতীত্বনাশ করে তাহলে শুধু সেই ব্যক্তিরই মৃত্যুদণ্ড হবে।


কোন ব্যক্তি যদি পরস্ত্রীর সঙ্গে ব্যভিচাররত অবস্থায় ধরা পড়ে তাহলে সেই পুরুষ এবং সেই নারী উভয়েরই মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে অনাচার লোপ করবে।


স্বামীর অগোচরে সে যদি কোন পুরুষের সঙ্গে সহবাস করে অসতী হওয়া সত্ত্বেও প্রত্যক্ষ সাক্ষ্যের অভাবে তার অপরাধ গোপন থাকে,


সে কখনও ইসরায়েলীদের পূজিত মূর্তির আরাধনা করেনা অথবা নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির মাংস গ্রহণ করেনা। প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করেনা অথবা রজঃস্বলা নারীকে স্পর্শ করে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন