Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 16:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 ছাগটি তাদের সমস্ত অধর্ম বহন করে মরু প্রান্তরে চলে যাবে, সেই ব্যক্তি সেটিকে সেখানে ছেড়ে দিয়ে আসবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর ঐ ছাগল নিজের উপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুভূমিতে ছেড়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 ছাগটি তাদের সব পাপ বহন করে এক নির্জন জায়গায় নিয়ে যাবে ও তত্ত্বাবধায়ক ছাগটিকে মরুপ্রান্তরে ছেড়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর ঐ ছাগ নিজের উপরে তাহাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বহিয়া লইয়া যাইবে; আর সেই ব্যক্তি ছাগটীকে প্রান্তরে ছাড়িয়া দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 সুতরাং ছাগলটা নিজের ওপর সমস্ত মানুষের পাপ বয়ে নিয়ে খোলা মরুভূমিতে চলে যাবে। যে মানুষটি ছাগলটিকে নিয়ে যাবে সে তাকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আর ঐ ছাগল নিজের ওপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুপ্রান্তে ছেড়ে দেবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 16:22
13 ক্রস রেফারেন্স  

আমাদের পাপরাশি তিনি নিজের দেহে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, যেন আমরা পাপময় জীবনের মৃত্যু ঘটিয়ে ধর্মনিষ্ঠ জীবনে উত্তীর্ণ হই। তাঁর মৃত্যু আমাদের এনে দিয়েছে পরিত্রাণ*।


তেমনি অনেকের পাপ মোচনের জন্য খ্রীষ্টকে একবারই বলিদান করা হয়েছে। দ্বিতীয়বার তিনি আবির্ভূত হবেন। এবার আর পাপস্খালন নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় রয়েছে তাদের পরিত্রাণের জন্য।


পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।


শাস্ত্রে আছে, কাষ্ঠদণ্ডে যাকে ঝোলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রীষ্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন।


আরও একবার তুমি আমাদের প্রতিকরুণা প্রদর্শন করবে, আমাদের সমস্ত পাপের রাশিপদতলে দলিত করে নিক্ষেপ করবে অতল সাগরগর্ভে।


উদয়াচল থেকে অস্তাচল যত দূর তত দূরে সরিয়ে দিয়েছেন তিনি আমাদের সকল অপরাধ।


আমাদের পাপ অনুযায়ী শাস্তি তিনি দেন না, আমাদের অধর্মাচরণ অনুযায়ী দেন না প্রতিফল।


তার সমস্ত পাপ ক্ষমা করা হবে এবং সে জীবন লাভ করবে কারণ সে ন্যায্য কাজই করেছে।


হারোণ জীবিত ছাগটির মাথায় দুহাত রেখে ইসরায়েলীদের কৃত সমস্ত অপরাধ, অধর্ম ও তাদের সর্ববিধ পাপ স্বীকার করে ঐ ছাগের মস্তকে অর্পণ করবে এবং ছাগটিকে নিয়ে যাবার জন্য নিযুক্ত লোকের দ্বারা সেটিকে বিজন প্রান্তরে পাঠিয়ে দেবে।


তারপর হারোণ সম্মিলন শিবিরে প্রবেশ করবে। পবিত্রস্থানে প্রবেশ করার সময় যে সব রেশমী পেশাক সে পরেছিল সব খুলে সেখানে রাখবে।


এবার বাঁ দিকে কাত হয়ে শোও। আমি তোমার উপর ইসরায়েল জাতির অপরাধ বর্তাব। 390 দিন তুমি সেইভাবেই থাকবে এবং তাদের অপরাধের এক একটি বছরের জন্য এক একটি দিন দণ্ডভোগ করবে।


এবং রোগমুক্ত ব্যক্তির দেহে ঐ রক্ত সাতবার ছিটিয়ে দেবে, তারপর তাকে শুচি বলে ঘোষণা করবে। পরে সে জীবিত পাখিটিকে খোলা মাঠে ছেড়ে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন