Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 15:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তার প্রমেহ রোগজনিত অশৌচের বিধি এই: তার রেতঃ স্খলন হোক না হোক সে অশুচি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তার প্রমেহের জন্য নাপাকীতার নিয়ম এই রকম: তার শরীর থেকে প্রমেহ ক্ষরুক, কিংবা আট্‌কে থাকুক, এ তার নাপাকীতা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তার দেহ থেকে ক্ষরণ অব্যাহত বা বদ্ধ থাকলে সেটি তাকে অশুচি করবে। এইভাবে তার ক্ষরণ অশুচিতা নিয়ে আসবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহার প্রমেহ জন্য অশৌচের বিধি এই, তাহার শরীর হইতে প্রমেহ ক্ষরুক, কিম্বা শরীরে বদ্ধ হউক, এ তাহার অশৌচ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তার শরীর থেকে সেটা সাবলীলভাবে বেরিয়ে আসুক বা প্রবাহ বন্ধ হোক্ তাতে কিছু আসে যায় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তার সংক্রামক তরলের জন্য অশুচির বিধি এই; তার শরীর থেকে প্রমেহ বের হোক, কিংবা শরীরে বন্ধ হোক, এ তার অশুচি।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 15:3
5 ক্রস রেফারেন্স  

অশ্ব ও গর্দভের মত বীর্যবান কামোম্মত্ত পুরুষদের প্রতিই তার আসক্তি ছিল অতিমাত্রায়।


তোমার কামুক প্রতিবেশী মিশরীদের শয্যাসঙ্গিনী হয়েছ। মাত্রাহীন ব্যভিচার করে তুমি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছ।


অষ্টম দিনে সেই শিশুর সুন্নত করতে হবে।


তোমরা ইসরায়েলীদের বল, কোন ব্যক্তির প্রমেহ রোগ হলে সে অশুচি হবে।


প্রমেহরোগী যে বিছানায় শোবে সেই বিছানা অশুচি, যে আসনে বসবে তাও অশুচি হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন