Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 14:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 শুচীকৃত ব্যক্তি তারপর তার কাপড়চোপড় ধুয়ে ফেলবে এবং চুল কামিয়ে ফেলে জলে স্নান করবে। তখন সে শুচি হবে এবং শিবির এলাকায় প্রবেশ করতে পারবে। কিন্তু সাতদিন তাকে নিজের তাঁবুর বাইরে থাকতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তখন যাকে পাক-সাফ করা হবে সেই ব্যক্তি নিজের কাপড় ধুয়ে ফেলবে ও সমস্ত চুল কামিয়ে নিয়ে পানিতে গোসল করবে, তাতে সে পাক-সাফ হবে; তারপর সে শিবিরে প্রবেশ করতে পারবে, কিন্তু সাত দিন তার তাঁবুর বাইরে থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 “ওই রোগী শুচি হওয়ার জন্য অবশ্যই তার পরিধান ধুয়ে নেবে, তার মাথার সমস্ত চুল নেড়া করবে ও জলে স্নান করবে। এবারে সে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ হবে। এরপরে সে শিবিরে আসতে পারে, কিন্তু সাত দিনের জন্য তাকে তাঁবুর বাইরে থাকতে হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তখন সেই শোধ্যমান ব্যক্তি আপন বস্ত্র ধৌত করিয়া ও সমস্ত কেশ মুণ্ডন করিয়া জলে স্নান করিবে, তাহাতে সে শুচি হইবে; তৎপরে সে শিবিরে প্রবেশ করিত পারিবে, কিন্তু সাত দিন আপন তাম্বুর বাহিরে থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “তারপর লোকটি তার পোশাক পরিচ্ছদ ধুয়ে ফেলবে, তার মাথার সমস্ত চুল কামিয়ে ফেলবে এবং স্নান করে শুচি হবে। লোকটি এবার শিবিরের মধ্যে যেতে পারবে; কিন্তু সে অবশ্যই সাতদিন তার তাঁবুর বাইরে কাটাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন সেই শুচি ব্যক্তি নিজের পোশাক ধুয়ে ও সমস্ত চুল ন্যাড়া করে জলে স্নান করবে, তাতে সে শুচি হবে; তারপরে সে শিবিরে প্রবেশ করতে পারবে, কিন্তু সাত দিন নিজের তাঁবুর বাইরে থাকবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 14:8
19 ক্রস রেফারেন্স  

কেউ যদি এই সব প্রাণীর মৃতদেহের কোন অংশ বহন করে, তাহলে তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।


বাপ্তিষ্ম এই ঘটনার প্রতিরূপ যার দ্বারা তোমরা এখন উদ্ধার লাভ কর। এই বাপ্তিষ্ম দেহের মলিনতা অপসারণের জন্য নয় কিন্তু এ হচ্ছে ঈশ্বরের কাছে নিষ্কলুষ আত্মনিবেদন স্বরূপ, যীশু খ্রীষ্টের পুনরুত্থানের গুণেই এসব কার্যকরী হয়।


এইভাবে তাদের শুচি করবে: তুমি তাদের উপর শুদ্ধি জল ছিটিয়ে দেবে, তারপর তারা সর্বাঙ্গ ক্ষৌরি করে জামা কাপড় ধুয়ে ফেলবে। এইভাবে তারা নিজেদের শুচি করবে।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


রাজা উৎসিয় এই রোগের জন্য আনুষ্ঠানিক ভাবে অপবিত্র হওয়ায় জীবনের বাকী দিনগুলি স্বগৃহে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কাটিয়ে দিলেন। মন্দিরে যাবার অধিকার তাঁর ছিল না। তাঁর পুত্র যোথাম রাজপরিবার ও দেশের শাসনভার গ্রহণ করলেন।


পরে পুরোহিত হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য বেদীর উপরে উৎসর্গ করবে এবং সেই ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে। তাহলে সে শুচি হবে।


সপ্তম দিনে সে মাথার চুল, দাঁড়ি, ভ্রূ ও সর্বাঙ্গের লোম কামিয়ে ফেলবে এবং কাপড়চোপড় ধুয়ে স্নান করে শুচি হবে।


মোশি হারোণ ও তাঁর পুত্রদের এনে স্নান করালেন।


মোশি পাহাড় থেকে নেমে এলেন ইসরায়েলীদের কাছে এবং তাদের শুচি করলেন। তারা তাদের জামাকাপড় সব ধুয়ে ফেলল।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ফিরে গিয়ে আজ ও আগামীকাল ইসরায়েলীদের শুচি কর। তারা তাদের পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলুক।


প্রমেহরোগীর রোগ নিরাময় হলে সে শুদ্ধির জন্য সাতদিন অপেক্ষা করবে। তারপর সে তার জামা কাপড় ধুয়ে ফেলবে এবং স্রোতের জলে স্নান করে শুচি হবে।


তার উপস্থিতিতে কোন লোক যদি হঠাৎ মারা যায় এবং তার ফলে তার মাথার উৎসর্গিত চুল অশুচি হয় তাহলে সে শুদ্ধির দিনে অর্থাৎ সপ্তম দিনে মাথা মুড়িয়ে ফেলবে।


তাহলে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং সেই নারী তার মাথা মুড়িয়ে ফেলবে ও নখ কাটবে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন