Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 14:56 - পবিএ বাইবেল CL Bible (BSI)

56 সর্বপ্রকার স্ফীতি, উদ্ভেদ ও দাগের জন্য এই ব্যবস্থা। চর্মরোগ সংক্রান্ত শৌচাশৌচ বিচারের জন্য এই বিধান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

56 এবং শোথ, স্ফোটক ও চিক্কন চিহ্নের;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

56 এবং কোনো আব, ফুসকুড়ি অথবা উজ্জ্বল দাগের জন্য,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

56 এবং শোথ, পামা ও চিক্কণ চিহ্নের;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

56 এগুলো চামড়ার ওপরকার ফোঁড়া, খোস-পাঁচড়া বা দগদগে দাগের নিয়মকানুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

56 এবং শোথ, ফুসকুড়ি ও স্বেতির দাগের;

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 14:56
3 ক্রস রেফারেন্স  

যদি কোন ব্যক্তির গাত্রচর্মে কোন স্ফীতি, উদ্ভেদ বা কোন দাগ দেখা দেয় এবং তা তার দেহে কুষ্ঠরোগের মত দাগ সৃষ্টি করে তাহলে সেই ব্যক্তিকে পুরোহিত হারোণ কিম্বা তার পুরোহিত-পুত্রদের কারও কাছে নিয়ে যেতে হবে।


পুরোহিত তার দেহের সেই দাগ পরীক্ষা করে দেখবে। যদি আক্রান্ত স্থানের লোম সাদা হয় এবং সেই দাগ গাত্রচর্মের চেয়ে গভীর হয় তাহলে তা কুষ্ঠক্ষত। পুরোহিত তা দেখার পর সেই ব্যক্তিকে অশুচি বলে ঘোষণা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন