Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 14:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পুরোহিত স্রোতের জলের উপরে মাটির পাত্রের মধ্যে একটি পাখি হনন করার আদেশ দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 এসব নিতে হুকুম করবে। আর ইমাম মাটির পাত্রে স্রোতের পানির উপরে একটি পাখি জবেহ্‌ করতে হুকুম করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 পরে যাজক মাটির পাত্রে টাটকা জলের উপরে একটি পাখিকে হত্যা করতে আদেশ দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর যাজক মাটীর পাত্রে স্রোতোজলের উপরে একটী পক্ষী হনন করিতে আজ্ঞা করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তারপর যাজক অবশ্যই আদেশ দেবে মাটির পাত্রে জলের ঢেউয়ে একটি পাখীকে হত্যা করার জন্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আর যাজক মাটির পাত্রে বিশুদ্ধ জলের ওপরে একটি পাখি হত্যা করতে আজ্ঞা করবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 14:5
8 ক্রস রেফারেন্স  

সন্তানেরা একই রক্তমাংস সম্ভূত, সুতরাং তিনি নিজেও সেই রক্তমাংসের স্বভাব পরিগ্রহ করলেন যেন মৃত্যুবরণের মধ্যে দিয়ে তিনি মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করেন এবং


তারপর স্রোতের জলের উপরে একটি মাটির পাত্র রেখে তার মধ্যে সে একটি পাখি হনন করবে।


কারণ তিনি দুর্বলের মত ক্রুশে বিদ্ধ হলেও ঈশ্বরের পরাক্রমে জীবিত। আমরা তাঁরই দুর্বলতার অংশীদার। কিন্তু ঈশ্বরের পরাক্রমে আমরা তাঁরই সঙ্গে তোমাদের জন্য জীবনধারণ করব।


আমরা জানি আমাদের এই মর্ত্য দেহরূপ পার্থিব শিবির যদি ধ্বংস হয়ে যায় তাহলেও ঈশ্বর নিরূপিত এক শিবির আমাদের জন্য রয়েছে। এ শিবির হস্তনির্মিত নয়, কিন্তু চিরস্থায়ী ও স্বর্গে অবস্থিত।


কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।


তখন সে একটা মাটির পাত্রে পবিত্র জল নিয়ে প্রভু পরমেশ্বরের শিবিরের মেঝে থেকে ধুলো নিয়ে সেই জলে মিশাবে।


তাহলে পুরোহিত সেই ব্যক্তির শুদ্ধির জন্য দুটি জীবন্ত শুচি পাখি, এরস কাষ্ঠ, লাল সুতো এবং এসোব পল্লব সংগ্রহ করে আনার নির্দেশ দেবে।


তারপর স্রোতের জলের উপরে যে পাখিটি হনন করা হয়েছে, পুরোহিত তারই রক্তে অন্য জীবিত পাখিটি, এরসকাষ্ঠ, লাল সুতো এবং এসোব পল্লব সিঞ্চিত করবে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন