Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 14:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 অষ্টম দিনে সে নিখুঁত দুটি মেষ শাবক, এক বছর বয়সের একটি মেষী এবং ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের জন্য তেলের ময়ান দেওয়া এক এফার দশভাগের তিনভাগ পরিমাণ ময়দা এবং এক লোগ পরিমাণ তেল নিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে অষ্টম দিনে সে নিখুঁত দু’টি ভেড়ার বাচ্চা, এক বছর বয়সের নিখুঁত একটি ভেড়ীর বাচ্চা ও শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো (এক ঐফা) সুজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তেল নেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 “অষ্টম দিনে দুটি মদ্দা মেষশাবক এবং একটি এক বছরের মেষী সে অবশ্যই আনবে, যেগুলির প্রত্যেকটি হবে নিখুঁত, সঙ্গে থাকবে শস্য-নৈবেদ্যর জন্য তেলমিশ্রিত মিহি ময়দার এক ঐফার দশ ভাগের তিন ভাগ ও এক লোগ তেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে অষ্টম দিনে সে নির্দ্দোষ দুইটী মেষশাবক, একবর্ষীয়া নির্দ্দোষ একটী মেষবৎসা ও ভক্ষ্য-নৈবেদ্যের জন্য তৈলমিশ্রিত [এক ঐফা] সূজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তৈল লইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “অষ্টম দিনে, যে লোকটার চর্ম রোগ ছিল সে নিখুঁত দুটি মেষশাবক এবং একটি এক বছর বয়সী স্ত্রী মেষশাবকও আনবে। সে অবশ্যই শস্য নৈবেদ্যর জন্য 24 কাপ তেল মেশানো গুঁড়ো ময়দা আনবে। এছাড়াও লোকটি যেন এক লোগ অলিভ তেল নিয়ে আসে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 পরে অষ্টম দিনের সে নির্দোষ দুটি মেষশাবক, এক বছরের নির্দোষ একটি মেষবত্সা ও ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো [এক ঐফা] সূজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তেল নেবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 14:10
26 ক্রস রেফারেন্স  

যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে চায়, তাহলে তাকে শস্য পেষাই করে মিহি ময়দা তৈরী করতে হবে। তার উপরে তেল ও সুগন্ধী দ্রব্য দিতে হবে।


যীশু তাকে একথা কাউকে বলতে নিষেধ করে দিয়ে বললেন, যাও, পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির বিধান অনুসারে তোমার শুচিতা লাভের জন্য নৈবেদ্য উৎসর্গ কর।


যীশু তাকে বললেন, দেখ, এ কথা কাউকে বলো না, সোজা পুরোহিতের কাছে চলে যাও। তিনি তোমাকে পরীক্ষা করে দেখুন। তারপর লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর।


যদি সেই ব্যক্তি গরীব হয় এবং এত জিনিষ সংগ্রহ করার সামর্থ্য তার না থাকে তাহলে সে নিজের প্রায়শ্চিত্তের জন্য আরতিসহ অপরাধ মোচনের বলি উৎসর্গের উদ্দেশে একটি মেষশাবক এবং ভক্ষ্য নৈবেদ্য হিসাবে তেলের ময়ান দেওয়া এক এফার দশভাগের একভাগ পরিমাণ ময়দা এবং এক লোগ পরিমাণ তেল,


তারপর পুরোহিত সেই এক লোগ তেলের কিছুটা নিয়ে নিজের বাম হাতের তালুতে ঢালবে।


তারপর পুরোহিত একটি মেষশাবক নিয়ে অপরাধ মোচনের বলিরূপে উৎসর্গ করবে এবং সেই বলি ও এক লোগ পরিমাণ তেল আরতি করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।


নিখুঁত ও নিষ্কলঙ্ক মেষরূপী খ্রীষ্টের অমূল্য রক্তেই অর্জিত হয়েছে তোমাদের মুক্তি।


আমিই স্বর্গ থেকে অবতীর্ণ সেই জীবনদায়ী খাদ্য। এই খাদ্য যে গ্রহণ করবে সে হবে চিরজীবী। যে খাদ্য আমি দান করব, তা হল আমারই দেহ। জগদ্বাসীর জীবনলাভের জন্যই আমি এই দেহ দান করব।


ঈশ্বর যে খাদ্য দেন তা স্বর্গ থেকে নেমে আসে এবং পৃথিবীতে জীবন সঞ্চার করে।


পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।


এক একটি বৃষের সঙ্গে এক এফার তিন দশমাংশ, মেষটির জন্য দুই দশমাংশ,


প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে নিম্নলিখিত অর্ঘ্য নিবেদন করবে: হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষ, প্রায়শ্চিত্তের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষী এবং স্বস্ত্যয়নের জন্য নিখুঁত একটি মেষ ও


এবং সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ ময়দা তেলের সঙ্গে মিশিয়ে ভোগ নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক নৈবেদ্যরূপে সেই ভোগ হোমানলে উৎসর্গ করবে। এর সঙ্গে পানীয় নৈবেদ্যরূপে এক হিনের চতুর্থাংশ পরিমাণ দ্রাক্ষারস উৎসর্গ করবে।


অভিষেকের সমস্ত কাজ সমাধা হলে পর অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁর পুত্রদের এবং ইসরায়েলীদের প্রবীণ নেতাদের ডাকলেন।


যদি কেউ প্রায়শ্চিত্ত বলিস্বরূপ মেষশাবক উৎসর্গ করতে চায়, তাহলে তাকে নিখুঁত একটি মেষী আনতে হবে।


সর্বপ্রকার ভক্ষ্য নৈবেদ্যে তোমরা লবণ মেশাবে। তোমাদের আরাধ্য ঈশ্বরের সঙ্গে তোমাদের সন্ধি চুক্তির প্রতীক লবণ তোমরা ভক্ষ্য নৈবেদ্যের সঙ্গে মেশাতে কোন ত্রুটি করবে না, সমস্ত নৈবেদ্যের সঙ্গেই তোমরা লবণ মেশাবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে, তা খামির দিয়ে তৈরী করবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে খামির কিম্বা মধু কখনও আহুতি দেবে না।


যদি সে তার পাল থেকে মেষ কিম্বা ছাগ হোমের জন্য উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিঁখুত একটি পুংশাবক সংগ্রহ করতে হবে।


প্রথম মেষশাবকটির সঙ্গে তুমি এক এফার দশ ভাগের এক ভাগ মিহি ময়দা এবং এক হিনের সিকি পরিমাণ খাঁটি জলপাইয়ের তেল উৎসর্গ করবে। এর সঙ্গে তুমি এক হিনের সিকি পরিমাণ দ্রাক্ষারস পানীয় নৈবেদ্যরূপে উৎসর্গ করবে।


যে পুরোহিত তাকে শুচি করবে সে ঐ সব উপকরণসহ তাকে নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত করবে।


সে যদি তার গরুর পাল থেকে হোমের জন্য বলি উৎসর্গ করতে চায় তাহলে তাকে নিখুঁত একটি পুং গোবৎস সংগ্রহ করতে হবে এবং প্রভু পরমেশ্বরের গ্রাহ্য হওয়ার জন্য সেটিকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন