লেবীয় পুস্তক 13:44 - পবিএ বাইবেল CL Bible (BSI)44 পুরোহিত তাকে অবশ্যই অশুচি বলে ঘোষণা করবে, কারণ তার মাথায় কুষ্ঠ হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 ইমাম তাকে অবশ্য নাপাক বলবে; তার ঘা তার মাথার উপর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 তাহলে মানুষটি রোগগ্রস্ত ও অশুচি। তার মাথায় ক্ষতের কারণে যাজক তাকে অশুচি ঘোষণা করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 যাজক তাহাকে অবশ্য অশুচি বলিবে; তাহার ঘা তাহার মস্তকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 তাহলে বুঝতে হবে লোকটির মাথার খুলিতে কুষ্ঠ হয়েছে, লোকটা অশুচি। যাজক অবশ্যই লোকটিকে অশুচি ঘোষণা করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী44 যাজক তাকে অবশ্য অশুচি বলবে; তার তার মাথায় ঘায়ের কারণে। অধ্যায় দেখুন |