Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 13:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 দেহের কোথাও ফোড়া হয়ে ভাল হয়ে যাওয়ার পর যদি ফোড়ার জায়গায় সাদা কোন স্ফীতি কিম্বা সাদা বা গোলাপী রং-এর দাগ হয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর শরীরের চামড়ায় স্ফোটক হয়ে ভাল হলে পর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “যখন কারোর চামড়ায় একটি ফোঁড়া থাকে এবং তা সেরে যায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর শরীরের চর্ম্মে স্ফোটক হইয়া ভাল হইলে পর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 “কোন ব্যক্তির চামড়ার ওপর ফোঁড়া হতে পারে এবং সে ফোঁড়া সেরে যেতে পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর শরীরের চামড়ায় ঘা হয়ে ভাল হলে পর,

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 13:18
9 ক্রস রেফারেন্স  

সূক্ষ্ম ধূলিকণার মত সেই ছাই তখন সারা মিশরে ছড়িয়ে পড়বে এবং দেশের সর্বত্র তা মানুষ ও পশুর দেহে বিষাক্ত ফোনা সৃষ্টি করবে।


শয়তান প্রভুর কাছ থেকে চলে গেল এবং ইয়োবের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ দূষিত ক্ষতে ভরিয়ে দিল।


নবী যিশাইয় রাজার পরিচারকদের বললেন, ডুমুরের মলম তৈরী করে রাজার ফোঁড়ার উপরে লাগিয়ে দাও, তাহলে উনি সুস্থ হবেন।


তিনি বললেন, তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ সম্পূর্ণভাবে পালন কর, আমার দৃষ্টিতে যা ন্যায়সঙ্গত তা-ই কর, আমার নির্দেশ মেনে চল এবং আমার সমস্ত বিধি পালন কর, তা হলে মিশরীদের যে সব ব্যাধি দিয়ে আমি আঘাত করেছিলাম, সেই সব ব্যাধির আক্রমণ আমি তোমাদের উপর ঘটতে দেব না। আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরোগ্যদাতা।


যদি তার ক্ষত সাদা হয়ে থাকে তবে পুরোহিত সেই রোগাক্রান্ত ব্যক্তিকে শুচি বলে ঘোষণা করবে । সেই ব্যক্তি শুচি।


তবে পুরোহিতকে তা দেখাতে হবে।


সেই জায়গার লোম যদি সাদা হয় এবং দাগ যদি গাত্রচর্ম থেকে গভীর হয় তবে তা অগ্নিদাহ থেকে উদ্ভূত কুষ্ঠব্যাধি। অতএব পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ তা কুষ্ঠরোগের ক্ষত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন