Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:43 - পবিএ বাইবেল CL Bible (BSI)

43 বুকে ভর দিয়ে চলা কোন কীট স্পর্শ করে তোমরা নিজেদের ঘৃর্ণাহ করো না, সেগুলির দ্বারা নিজেদের অপবিত্র করো না, তাহলে তোমরা অশুচি হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 মাটির উপরে ঘুরে বেড়ানো কোন কীট দ্বারা তোমরা নিজেদের ঘৃণার বস্তু করো না ও সেই সবের দ্বারা নিজেদের নাপাক করো না, পাছে তা দ্বারা নাপাক হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 এই পতঙ্গগুলির মধ্যে থেকে কোনো কিছুর দ্বারা তোমরা নিজেদের অশুচি করো না। তাদের কাজে লাগিয়ে অথবা তাদের দ্বারা তোমরা অশুচি হোয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 কোন উরোগামী কীট দ্বারা তোমরা আপনাদিগকে ঘৃণার্হ করিও না, ও সেই সকলের দ্বারা আপনাদিগকে অশুচি করিও না, পাছে তদ্দ্বারা অশুচি হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 ঐ সমস্ত প্রাণী তোমাদের যেন নোংরা না করে। তোমরা অশুচি হয়ো না,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 কোনো বুকে হেঁটে চলা কীটের মাধ্যমে তোমরা নিজেদেরকে ঘৃণিত কোরো না ও সেই সবের মাধ্যমে নিজেদেরকে অশুচি কোরো না, পাছে তার মাধ্যমে অশুচি হও।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:43
5 ক্রস রেফারেন্স  

সুতরাং তোমরা শুচি ও অশুচি পশু পক্ষীর পার্থক্য নির্ণয় করবে। আমি যে সব পশু, পাখি, ভূচর সরীসৃপ ও কীট-পতঙ্গকে অশুচি বলে নির্ধারণ করেছি তাদের সংস্পর্শে গিয়ে তোমরা নিজেদের ঘৃণাস্পদ করো না।


ঈশ্বর বললেন, জলরাশি পূর্ণ হোক নানা জাতির জলচর প্রাণীতে এবং পৃথিবীর উপরে আকাশে উড়ে বেড়াক পক্ষীকুল ।


ফলে ভূচর সমস্ত প্রাণী, পাখি, গৃহপালিত ও বন্য পশু, সরীসৃপ ও সমস্ত মানুষ মারা গেল।


কিম্বা অশুচি কীটপতঙ্গের স্পর্শে বা অশৌচগ্রস্ত কোন ব্যক্তির সংস্পর্শে যে অশুচি হয়েছে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন