Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 কেউ যদি এই সব প্রাণীর মৃতদেহের কোন অংশ বহন করে, তাহলে তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আর যে কেউ তাদের মৃতদেহের কোন অংশ বহন করবে, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 যে কেউ তাদের মৃতদেহ তুলে ধরবে, তাকে তার পরিধান ধুতেই হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আর যে কেহ তাহাদের শবের কোন অংশ বহন করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 যদি কোন ব্যক্তি সেই মৃত পোকামাকড়দের স্পর্শ করে, তাহলে সে অবশ্যই তার কাপড়-চোপড় ধুয়ে ফেলবে। সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে অশুচি হয়ে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 আর যে কেউ তাদের মৃতদেহের কোনো অংশ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:25
34 ক্রস রেফারেন্স  

সপ্তম দিনে তোমরা নিজেদের পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলবে, তাহলে শুচি হবে, তখন তোমরা ছাউনিতে ফিরে আসবে।


যে তার বিছানা স্পর্শ করবে, তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।


শুচীকৃত ব্যক্তি তারপর তার কাপড়চোপড় ধুয়ে ফেলবে এবং চুল কামিয়ে ফেলে জলে স্নান করবে। তখন সে শুচি হবে এবং শিবির এলাকায় প্রবেশ করতে পারবে। কিন্তু সাতদিন তাকে নিজের তাঁবুর বাইরে থাকতে হবে।


কেউ যদি সেই মৃত পশুর মাংস খায় তাহলে তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। কেউ যদি সেই পশুর মৃতদেহ বহন করে, তবে তাকেও পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।


যে ব্যক্তি ঐ গাভীর ভস্মাবশেষ সংগ্রহ করবে তাকেও কাপড় ধুয়ে ফেলতে হবে এবং সেও সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।


যে ব্যক্তি সেগুলি পোড়াবে তাকে জামা কাপড় ধুয়ে স্নান করতে হবে। তারপর সে ছাউনিতে প্রবেশ করতে পারবে।


আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”


তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।


বাপ্তিষ্ম এই ঘটনার প্রতিরূপ যার দ্বারা তোমরা এখন উদ্ধার লাভ কর। এই বাপ্তিষ্ম দেহের মলিনতা অপসারণের জন্য নয় কিন্তু এ হচ্ছে ঈশ্বরের কাছে নিষ্কলুষ আত্মনিবেদন স্বরূপ, যীশু খ্রীষ্টের পুনরুত্থানের গুণেই এসব কার্যকরী হয়।


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


কারণ এগুলি কেবলমাত্র খাদ্য, পানীয় এবং দ্রাক্ষালনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। নূতন বিধিনিয়ম প্রবর্তনের কাল না আসা পর্যন্তই এই সব বাহ্যিক নিয়মাবলীর স্থায়িত্ব।


তাহলে আর দেরী কেন? ওঠ, তাঁর নামে বাপ্তিষ্ম গ্রহণ কর। স্মরণ কর তাঁর নাম। ধুয়ে যাক তোমার সর্বপাপ।’


যীশু বললেন, আমি যদি তোমার পা না ধুয়ে দিই তাহলে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক থাকবে না।


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


এসোব লতা দিয়ে শোধন কর আমায়, তাহলে আমি হব নির্মল। ধৌত কর আমায় আমি হব তুষারের চেয়েও শুভ্র।


নিঃশেষে ধৌত কর যত অধর্ম আমার, পাপ থেকে শুচি কর আমায়।


তৃতীয় ও সপ্তম দিনে ঐ শুচি ব্যক্তি অশৌচগ্রস্ত লোকের উপর সেই জল ছিটিয়ে দেবে এবং সপ্তম দিনে সে তাকে শুদ্ধ করবে। সেই লোক তখন তার পরণের কাপড় ধুয়ে ফেলবে এবং স্নান করবে। সন্ধ্যাবেলায় সে শুচি হবে।


যে ব্যক্তি সেই গাভীটিকে পোড়াবে সেও কাপড় ধুয়ে ফেলবে ও স্নান করবে। সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।


প্রমেহরোগীর রোগ নিরাময় হলে সে শুদ্ধির জন্য সাতদিন অপেক্ষা করবে। তারপর সে তার জামা কাপড় ধুয়ে ফেলবে এবং স্রোতের জলে স্নান করে শুচি হবে।


যে সেই বাড়িতে শোবে, তাকে কাপড়চোপড় ধুয়ে ফেলতে হবে। ঐ বাড়িতে যে খাওয়াদাওয়া করবে তাকেও কাপড়চোপড় ধুয়ে ফেলতে হবে।


যে সেগুলির শব বহন করবে তাকে তার পরিধয়ে বস্ত্র ধুয়ে ফেলতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে। এই সব জন্তু তোমাদের কাছে অশুচি।


মোশি পাহাড় থেকে নেমে এলেন ইসরায়েলীদের কাছে এবং তাদের শুচি করলেন। তারা তাদের জামাকাপড় সব ধুয়ে ফেলল।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ফিরে গিয়ে আজ ও আগামীকাল ইসরায়েলীদের শুচি কর। তারা তাদের পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলুক।


নিম্নবর্ণিত কার্যের দ্বারা তোমরা অশুচি হবে: কেউ যদি উল্লিখিত প্রাণীদের মৃতদেহ স্পর্শ করে তা হলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।


যে সব জন্তুর খুর আংশিকভাবে খণ্ডিত, সম্পূর্ণরূপে নয় অথচ যারা জাবর কাটে না সেগুলিকে তোমরা অশুচি গণ্য করবে। যে তাদের স্পর্শ করবে সে অশুচি হবে।


সপ্তম দিনে পুরোহিত তাকে আবার পরীক্ষা করে দেখবে। যদি আক্রান্ত স্থান বিবর্ণ হয় এবং গাত্রচর্মের ক্ষত আর ছড়িয়ে না পড়ে, তাহলে পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে। সেই ক্ষত একপ্রকার উদ্ভেদ মাত্র। সেই ব্যক্তি তার পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলার পর শুচি হবে।


যে ব্যক্তি বিসর্জনের ছাগটিকে ছেড়ে দিয়ে আসবে, তাকে তার পরিধেয় বস্ত্র ধুয়ে স্নান করতে হবে। তারপর সে ইসরায়েলী ছাউনিতে প্রবেশ করতে পারবে।


ঐ বাড়ি বন্ধ থাকার সময়ে যদি কেউ ঐ বাড়িতে প্রবেশ করে, তাহলে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।


পুরোহিত সেগুলির একটি প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে। এইভাবে পুরোহিত সেই ব্যক্তির প্রমেহ রোগের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে।


আর স্বজাতীয় কিম্বা বিজাতীয়দের মধ্যে যে স্বাভাবিক ভাবে মৃত কিম্বা অন্য পশুর দ্বারা নিহত পশুর মাংস খাবে, তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে, পরে সে শুচি হবে।


সেই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে এবং স্নান না করে সে প্রসাদ গ্রহণ করতে পারবে না।


এরপর পুরোহিত তার পরণের কাপড় ধুয়ে ফেলবে ও স্নান করবে। এবার সে ছাউনিতে প্রবেশ করতে পারবে কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যা পর্যন্ত পুরোহিতের অশৌচ থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন