Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 সব জাতের পঙ্গপাল, গঙ্গাফড়িং, ঝিঁঝি পোকা এবং সাধারণ ফড়িং তোমাদের খাদ্য হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 ফলত স্ব স্ব জাত অনুসারে পঙ্গপাল, স্ব স্ব জাত অনুসারে বাঘাফড়িং, স্ব স্ব জাত অনুসারে ঝিঁঝি এবং স্ব স্ব জাত অনুসারে অন্য ফড়িং তোমাদের খাদ্য হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 যে কোনো ধরনের পঙ্গপাল, বাঘাফড়িং, ঝিঁঝি অথবা অন্য ধরনের ফড়িং তোমরা ভোজন করতে পারো,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 ফলতঃ আপন আপন জাতি অনুসারে পঙ্গপাল, আপন আপন জাতি অনুসারে বাঘাফড়িঙ্গ, আপন আপন জাতি অনুসারে, ঝিঁঝি, এবং আপন আপন জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সকল তোমাদের খাদ্য হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 সমস্ত রকম পঙ্গপাল, সমস্ত রকমের ডানাওযালা পঙ্গপাল, সমস্ত রকমের ঝিঁঝি পোকা আর সব জাতের গঙ্গা ফড়িং তোমরা খেতে পারো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:22
10 ক্রস রেফারেন্স  

যোহন পরতেন উঠের লোমের পোষাক। তাঁর কোমরে বাঁধা থাকত চামড়ার কটিবন্ধ। তাঁর খাদ্য ছিল পঙ্গপান আর বনমধু।


যোহন পরতেন উটের লোমের তৈরী পোষাক আর চামড়ার কটিবন্ধ। পঙ্গপাল ও বনমধু ছিল তাঁর খাদ্য।


এ বিষয়ে আমাদের অনেক কথা বলার আছে কিন্তু তা ব্যাখ্যা করা দুরূহ, কারণ তোমাদের বোধবুদ্ধি স্থূল হয়ে পড়েছে।


আমাদের মধ্যে যাদের বিশ্বাস দৃঢ় তাদের উচিত নিজেদের কথা না ভেবে যারা দুর্বল তাদের সাহায্য করা।


যার বিশ্বাস দুর্বল তাকে সাদরে গ্রহণ করো, কিন্তু তার ব্যক্তিগত মতামত সম্পর্কে তার সঙ্গে তর্ক করো না।


ক্লান্ত বাহুতে দাও শক্তি দুর্বল কম্পিত পদে দাও সবল দৃঢ়তা


কিন্তু চার পায়ে হাঁটা পতঙ্গদের মধ্যে যেগুলি জোড়া পায়ে মাটির উপরে লাফিয়ে বেড়ায় সেগুলি তোমরা খেতে পার।


কিন্তু অন্যান্য সর্বপ্রকার চতুষ্পদ পতঙ্গ তোমাদের পক্ষে ঘৃর্ণাহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন