Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 11:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা ইসরায়েলীদের বল, ভূচর পশুদের মধ্যে এই সব পশু তোমাদের ভক্ষ্য হবে:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তোমরা বনি-ইসরাইলকে বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এসব জীব তোমাদের খাদ্য হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “তোমরা ইস্রায়েলীদের বলো, ‘ভূচর সব পশুর মধ্যে সমস্ত জীব তোমাদের খাদ্য হবে:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা ইস্রায়েল-সন্তানগণকে বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এই সকল জীব তোমাদের খাদ্য হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইস্রায়েলের লোকদের বলো: এই সমস্ত জন্তু তোমরা আহার করতে পারো:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “তোমরা ইস্রায়েল সন্তানদের বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এই সব জীব তোমাদের খাদ্য হবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 11:2
22 ক্রস রেফারেন্স  

কারণ এগুলি কেবলমাত্র খাদ্য, পানীয় এবং দ্রাক্ষালনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। নূতন বিধিনিয়ম প্রবর্তনের কাল না আসা পর্যন্তই এই সব বাহ্যিক নিয়মাবলীর স্থায়িত্ব।


মুখের মধ্যে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে তোলে।


সেগুলি তোমাদের পক্ষে ঘৃণ্য, তোমরা সেগুলি খাবে না এবং সেগুলির মৃতদেহও তোমরা ঘৃণ্য মনে করবে।


নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।


দানিয়েল স্থির করলেন রাজার দেওয়া এই আহার্য গ্রহণ করে তিনি নিজেকে অশুচি করবেন না। তিনি এই বিষয়ে অস্পনসের অনুমতি চাইলেন।


আমি তখন বললাম: হে প্রভু পরমেশ্বর, এভাবে আমি নিজেকে অশুচি করতে পারব না। শিশুকাল থেকে আমি কখনও মরা জন্তু বা অন্য পশুর মারা জন্তুর মাংস খাইনি। অশুচি কোন খাবার আমি কোনদিন খাইনি।


তোমাদের ভক্ষ্য কোন পশু মারা গেলে তার মৃতদেহ যদি কেউ স্পর্শ করে তাহলে সে সন্ধ্যা পর্যন্ত অশুতি থাকবে।


তার মধ্যে রাখা কোন খাদ্যসামগ্রীর উপরে যদি জল পড়ে তবে তা-ও অশুচি হবে। এই রকম পাত্রে রাখা সব রকম পানীয়ও হবে অশুচি।


ভূচর সরীসৃপদের মধ্যে এইগুলি তোমাদের পক্ষে অশুচি: সবজাতের বেঁজী, ইঁদুর, টিকটিকি


কিন্তু চার পায়ে হাঁটা পতঙ্গদের মধ্যে যেগুলি জোড়া পায়ে মাটির উপরে লাফিয়ে বেড়ায় সেগুলি তোমরা খেতে পার।


খেচরদের মধ্যে নিম্নবর্ণিত পাখিগুলি হবে তোমাদের ঘৃণার বস্তু। এগুলি অখাদ্য এবং ঘৃর্ণাহ।


জলচর প্রাণীদের মধ্যে তোমরা নিম্নবর্ণিত প্রাণীসমূহ ভক্ষণ করতে পার। জলাশয়ে, সমুদ্রে কিম্বা নদীতে যে সব প্রাণী থাকে তাদের মধ্যে যেগুলির পাখনা এবং আঁশ আছে সেগুলি তোমাদের খাদ্য হবে।


কিন্তু যে সব পশু শুধু জাবর কাটে কিম্বা যেগুলির খুর শুধু দ্বিখণ্ডিত সেই পশু তোমাদের ভক্ষ্য হবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ তা জাবর কাটে বটে, কিন্তু তার খুর দ্বিখণ্ডিত নয়।


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন,


যে সব পশুর খুর দ্বিখণ্ডিত এবং যেগুলি জাবর কাটে সেই সব পশু তোমাদের ভক্ষ্য হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন