লেবীয় পুস্তক 11:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 খেচরদের মধ্যে নিম্নবর্ণিত পাখিগুলি হবে তোমাদের ঘৃণার বস্তু। এগুলি অখাদ্য এবং ঘৃর্ণাহ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর পাখিদের মধ্যে এসব তোমাদের পক্ষে ঘৃণার বস্তু হবে; এসব অখাদ্য, এসব ঘৃণার বস্তু; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “ ‘এই পাখিগুলিকে তোমাদের ঘৃণা করতে হবে এবং তাদের মাংস তোমরা ভক্ষণ করবে না, কারণ সেগুলি ঘৃণার্হ: এগুলি ঈগল, শকুন, কালো শকুন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর পক্ষিগণের মধ্যে এই সকল তোমাদের পক্ষে ঘৃণার্হ হইবে; এ সকল অখাদ্য, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “ঈশ্বর যে সব পাখী খাওয়ার পক্ষে অনুপযুক্ত বলেছেন, তোমরা অবশ্যই সেইসব পাখীদের অখাদ্য বলে গণ্য করবে। এই পাখীগুলি তোমরা খাবে না: ঈগল, শকুনি, শিকারী পাখী, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন, অধ্যায় দেখুন |