Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 10:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 মোশি হারোণ ও তাঁর দুই পুত্র ইলিয়াসর ও ইথামরকে বললেন, তোমরা শোক প্রকাশের জন্য মাথার চুল অবিন্যস্ত করবে না, কিম্বা পোশাক ছিঁড়বে না, তাহলে তোমরাও মরবে আর সমগ্র জনমণ্ডলীর বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে। কিন্তু তোমাদের জ্ঞাতিবর্গ এবং ইসরায়েল কুলের সকলে প্রভু পরমেশ্বরের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জন্য শোক প্রকাশ করুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে মূসা হারুন ও তাঁর দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে বললেন, তোমরা যেন মারা না পড় ও সমস্ত মণ্ডলীর প্রতি যেন ক্রোধ প্রজ্বলিত না হয়, এজন্য তোমরা নিজ নিজ মাথার চুল এলোমেলো করে রাখবে না ও নিজ নিজ পোশাক ছিঁড়ো না; কিন্তু তোমাদের ভাইয়েরা, অর্থাৎ সমস্ত ইসরাইল-কুল, মাবুদের পাঠানো আগুনের কারণে শোক-প্রকাশ করতে পারে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 পরে হারোণ, তাঁর ছেলে ইলীয়াসর ও ঈথামরকে মোশি বললেন, “তোমাদের মাথা নেড়া কোরো না ও তোমাদের পরিধান ছিঁড়ো না, পাছে তোমরাও মারা যাও, এবং সমগ্র জনমণ্ডলীর উপরে সদাপ্রভুর ক্রোধ বর্ষিত হয়। কিন্তু তোমাদের পরিজন, ইস্রায়েলের সমগ্র সমাজ সদাপ্রভুর কৃত অগ্নিদ্বারা মৃতদের জন্য কাঁদুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে মোশি হারোণকে ও তাঁহার দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে কহিলেন, তোমরা যেন মারা না পড়, ও সমস্ত মণ্ডলীর প্রতি যেন ক্রোধ প্রজ্বলিত না হয়, এই জন্য তোমরা আপন আপন মস্তক মুক্তকেশ করিও না, ও আপন আপন বস্ত্র চিরিও না; কিন্তু তোমাদের ভ্রাতৃগণ, অর্থাৎ সমস্ত ইস্রায়েল-কুল, সদাপ্রভুর কৃত দাহ প্রযুক্ত রোদন করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তখন মোশি হারোণের অন্য পুত্র ইলীয়াসর ও ঈথামরকে বলল, “কোনো বিষন্নতা দেখিও না! তোমাদের পোশাক ছিঁড়ো না অথবা মাথার চুল এলোমেলো করো না। বিষন্নতা না দেখালে তোমরা নিহত হবে না। এবং প্রভু বাকী সকলের ওপর ক্রুদ্ধ হবেন না। ইস্রায়েলের সমস্ত মানুষ তোমাদের আত্মীয়। প্রভু নাদব ও অবীহূকে দগ্ধ করেছেন—এ নিয়ে তারা শোক করতে পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে মোশি হারোণকে ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, তোমরা যেন মারা না পড় ও সব মণ্ডলীর প্রতি যেন রাগ না হয়, এই জন্য তোমরা নিজের নিজের মাথা ন্যাড়া কোরো না ও নিজের নিজের কাপড় ছিঁড় না; কিন্তু তোমাদের ভাইয়েরা, অর্থাৎ সমস্ত ইস্রায়েল-কুল, সদাপ্রভুর করা আগুনে শোক করুক।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 10:6
23 ক্রস রেফারেন্স  

তাহলে তোমরা আজ আবার কেন প্রভু পরমেশ্বরের পথ পরিত্যাগ করছ? তোমরা আজ প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলে কাল তিনি সমগ্র ইসরায়েলী সমাজের প্রতি ক্রুদ্ধ হবেন।


ইসরায়েলীরা কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশে সমর্পিত বস্তু সম্পর্কে নিষেধাজ্ঞা লঙ্ঘন কল। যিহুদা গোষ্ঠীর সেরাহ্-র পুত্র ছিল সাব্‌দি, সাব্‌দির পুত্র কার্‌মি। এই কার্‌মির পুত্র আখন নিষিদ্ধ বস্তুর কিছু অংশ অপহরণ করল, ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল।


তাঁরা তখন মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, হে ঈশ্বর, সর্বজীবের জীবনেশ্বর তুমি, একজনের পাপের জন্য তুমি কি সমগ্র জনমণ্ডলীর উপর ক্রুদ্ধ হবে?


ইসরায়েলী জনমণ্ডলী যেন ঐশ্বরিক রোষের সম্মুখীন না হয়, সেইজন্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের আবাস শিবিরের চারিদিকে লেবীয়রা ছাউনি ফেলবে এবং তাদেরই উপরে এই আবাস শিবিরের রক্ষণাবেক্ষণের দায়ইত্ব থাকবে।


ইসরায়েলের উপর প্রভু পরমেশ্বর আবার ক্রুদ্ধ হলেন। তাই তিনি দাউদের মনে প্ররোচনা দিয়ে বললেন, যাও ইসরায়েল ও যিহুদীয়ার লোকগণনা কর।


সেরাহ্-র পুত্র আখন নিষিদ্ধ বস্তু সম্পর্কে নির্দেশ অমান্য করেছিল, তার ফলে কি সমগ্র ইসরায়েলী সমাজের প্রতি ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয় নি? সে লোকটা তো নিজের অপরাধে শুধু নিজেই ধ্বংস হয় নি।


কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তির পরণে ছিন্নবসন থাকবে এবং তার মাথার চুল অবিন্যস্ত থাকবে। সে তার ওষ্ঠ আবৃত করে রাখবে এবং ‘ অশুচি, অশুচি’ বলে চীৎকার করবে।


তার জন্য তোমরা নিজেরাই পবিত্রস্থানের ও বেদীর যাবতীয় কাজকর্ম করবে যেন ইসরায়েলীদের প্রতি পুনরায় এইভাবে রোষ বর্ধিত না হয়।


তোমাদের প্রিয় সন্তানদের জন্য তোমরা শোকে মস্তক মুণ্ডন কর, নির্মূল কর কেশ রোমহীন শকুনের মত। কারণ তোমাদের কাছ থেকে শত্রুরা তাদের কেড়ে নিয়ে যাবে নির্বাসনে।


হে জেরুশালেমের অধিবাসী, শোক কর, কেটে ফেলে দাও তোমাদের মাথার চুল, পর্বতশিখরে অন্ত্যেষ্টিক্রিয়ার গান গাও, কারণ আমি, প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছি, প্রত্যাখ্যান করেছি আমার প্রজাদের।


ইসরায়েলীরা পাপ করেছে, তারা আমার সন্ধির শর্ত লঙ্ঘন করেছে, গ্রহণ করেছে নিষিদ্ধ বস্তু। তারা সেগুলি চুরি করে নিজেদের জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রেখেছে।


সে নিজের পিতামাতার সম্বন্ধে বলেছিল, ‘আমি তাদের মানি না।’ নিজের ভাইদের সে করেনি স্বীকার, আপন সন্তানদেরও করেছে উপেক্ষা কারণ এরা পালন করেছে তোমার বাক্য, রক্ষা করেছে তোমার সঙ্গে সম্বন্ধের শর্ত।


যাঁরা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তাঁদের মধ্যে দুইজন, নুনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব নিজেদের পরণের বস্ত্র ছিঁড়ে ইসরায়েলী জনমণ্ডলীকে সম্বোধন করে বললেন,


তারপর পুরোহিত ঐ নারীকে প্রভু পরমেশ্বরের সম্মুখে দাঁড় করিয়ে তার মাথার চুল খুলে দেবে এবং অপরাধের প্রতিবিধানকল্পে উৎসর্গিত ভােগ অর্থাৎ সেই ঈর্ষা প্ররোচিত ভােগ তার হাতে দেবে। পুরোহিতের নিজের হাতে থাকবে অভিশাপের প্রতীকস্বরূপ তিক্ত জল, যার দ্বারা সত্য উদ্ঘাটন করা হবে।


প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, ইসরায়েলীদের তুমি বল: তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি। যদি আমি তোমাদের সঙ্গে যাই তাহলে মুহূর্তে হয়তো আমি তোমাদের সমূলে ধ্বংস করে ফেলব। তোমরা এখন সমস্ত অলঙ্কার খুলে ফেল, তারপর তোমাদের সম্পর্কে কি করা যায় তা আমি স্থির করব।


হারোণ বিবাহ করেছিলেন ইলিশেবাকে। ইনি ছিলেন অম্মিনাদবের কন্যা ও নাহ্‌শোনের ভগিনী। এঁর গর্ভে নাদব, অবিহু, ইলিয়াসর ও ইথামরের জন্ম হয়।


হারোণ ও তার পুত্র ইলিয়াসরকে নিয়ে তুমি হোর পর্বতে যাও,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন