Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 10:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তখন মূসা হারুনকে বললেন, মাবুদ তো এ-ই বলে— ছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্যই পবিত্ররূপে মান্য হব ও সমস্ত লোকের সম্মুখে মহিমান্বিত হবো। তখন হারুন নীরব হয়ে রইলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন: “ ‘যারা আমার নিকটবর্তী হয়, তাদের আমি আমার পবিত্রতা দেখাব ও সব মানুষের দৃষ্টিতে আমি সম্মানিত হব।’ ” হারোণ নীরব থাকলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন মোশি হারোণকে কহিলেন, সদাপ্রভু ত ইহাই বলিয়াছিলেন, তিনি কহিয়াছিলেন, যাহারা আমার নিকটবর্ত্তী হয়, তাহাদের মধ্যে আমি অবশ্য পবিত্ররূপে মান্য হইব, ও সকল লোকের সম্মুখে গৌরবান্বিত হইব। তখন হারোণ নীরব হইয়া রহিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন মোশি হারোণকে বলল, “প্রভু বলেন, ‘যে সমস্ত যাজক আমার নিকটে আসে, তারা অবশ্যই আমাকে শ্রদ্ধা করবে। আমি অবশ্যই তাদের কাছে পবিত্র হিসেবে মান্য হবো এবং সমস্ত মানুষের কাছে অবশ্যই মহিমান্বিত হবো।’” তাই তার পুত্রদের মৃত্যু নিয়ে হারোণ নীরব রইল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তখন মোশি হারোণকে বললেন, সদাপ্রভু তো এটাই বলেছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্য পবিত্রভাবে মান্য হব ও সব লোকের সামনে গৌরবান্বিত হব। তখন হারোণ চুপ করে থাকলেন।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 10:3
46 ক্রস রেফারেন্স  

এমন কি যাজক, যারা পরমেশ্বরের সান্নিধ্যে যেতে পারে, তারাও নিজেদের শুচি করবে, তা না হলে প্রভু পরমেশ্বর তাদের ধ্বংস করবেন।


তিনি বলেছেন আমায়, হে ইসরায়েল, তুমি আমার দাস, তোমারই কারণে মানুষ দেবে আমায় গৌরব ও মহিমা।


তারা তাদের ঈশ্বরের উদ্দেশে পবিত্র হবে এবং তাদের ঈশ্বরের নাম কঙ্কলিত করবে না। কারণ তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে, তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে, সেইজন্য তাদের পবিত্র হতে হবে।


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, তোমরা আমাকে বিশ্বাস করলে না ইসরায়েলীদের সাক্ষাতে আমার পবিত্রতার মর্যাদা রক্ষা করলে না, এইজন্য আমি তাদের যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই জনমণ্ডলীকে নিয়ে যেতে পারবে না।


অতএব ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ঘোষণা এই: আমি তোমার পরিবার এবং তোমার পিতৃকুলকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা চিরকাল যাজকরূপে আমার সেবক হয়ে থাকবে। কিন্তু এখন প্রভু পরমেশ্বর বলেন, সেই প্রতিশ্রুতি আমি প্রত্যাহার করলাম। যারা আমাকে মান্য করবে আমিও তাদের গৌরবান্বিত করব, আর যারা আমাকে অবজ্ঞা করবে তারা হবে অবমানিত।


কারণ সীন প্রান্তরে কাদেশ-এর মরিবা জলস্রোতের কাছে ইসরায়েলীদের সামনে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পার নি, ইসরায়েলীদের কাছে আমার পবিত্রতার মর্যাদা রক্ষা কর নি।


বার হয়ে এস ব্যাবিলন থেকে তোমরা যারা মন্দিরে ব্যবহারের দ্রব্যসামগ্রী বহন করে থাক! স্ স্পর্শ করো না কোন অশুচি বস্তু। শুচিশুদ্ধ রাখ নিজেদের, ত্যাগ কর তাদের সংস্পর্শ!


ঈশ্বর পুণ্যবানদের সমাজে ভয় ও ভক্তির পাত্র তারা সকলে জানায় তোমায় শ্রদ্ধা ও সম্মান।


বেৎ-শেমেশের অধিবাসীরা বলল এই পবিত্র ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুকে কে দাঁড়াতে পারে? তিনি আমাদের কাছ থেকে কার কাছে যাবেন? তখন তারা কিরিয়াত-জিয়ারিমের অধিবাসীদের কাছে দূত পাঠিয়ে বলল, ফিলিস্তিনীরা প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুক ফিরিয়ে দিয়েছে, তোমরা এসে সেটি তোমাদের নগরে নিয়ে যাও।


ইত্যাদি খুঁতবিশিষ্ট কোন পুরুষ পুরোহিত হারোণের বংশধরদের মধ্যে থাকলে, সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করতে বেদীর কাছে যাবে না। খুঁত থাকার জন্য সে ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে পারবে না।


সাতদিন পর্যন্ত তোমরা দিনরাত সম্মিলন শিবিরের দ্বারে থাকবে এবং প্রভু পরমেশ্বর তোমাদের যে দায়িত্ব দিয়েছেন তা পালন করবে, অন্যথায় তোমাদের মৃত্যু অবধারিত। প্রভু পরমেশ্বরের কাছ থেকে, এই নির্দেশই আমি পেয়েছি।


নানা দেশে ছড়িয়ে আছে যে তোমরা, সেইসব দেশ থেকে তোমাদের একত্র করে দেশে ফিরিয়ে আনব। সেদিন তোমাদের নিবেদিত হোমবলি আমি সাদরে গ্রহণ করব। আমিই হব তোমাদের একমাত্র আরাধ্য ঈশ্বর, জাতিবৃন্দ তা দেখবে।


পুরোহিতেরা আমার নির্দেশ পালন করবে, নচেৎ তারা দোষী হবে এবং আমার নাম কঙ্কলিত করার জন্য তাদের মৃত্য হবে। আমি প্রভু পরমেশ্বর, আমিই তাদের পবিত্র করেছি।


তুমি হারোণকে বল, তার বংশধরদের মধ্যে যার শরীরে খুঁত থাকবে সে যেন কোন কালে ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন না করে।


স্বজাতীয়দের মধ্যে তার বংশধরদের হেয় করার মত কোন কাজ সে করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাকে পবিত্র করেছি।


তোমরা তাকে পবিত্র রাখবে, কেননা সে তোমাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে। তোমরা তাকে পবিত্র বলে গণ্য করবে, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র করি, আমি পবিত্র।


সেই দিব্যপুরুষ আমাকে বললেন, এই দুটি বাড়িই পবিত্র। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত পবিত্রতম নৈবেদ্য পুরোহিতেরা এই বাড়ি দুটিতেই গ্রহণ করে। বাড়ি দুটি পবিত্র বলেই পুরোহিতেরা পবিত্রতম নৈবেদ্য: শস্য নৈবেদ্য, পাপস্খালক ও প্রায়শ্চিত্ত এবং মানত শোধের নৈবেদ্য সেখানে রাখে।


মৌন আমি আজ, খুলতে পারি না মুখ, কারণ তুমিই করেছ এ দশা আমার।


বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?


যে তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশী ভালবাসে সে আমার শিষ্য হবার যোগ্য নয়, যে নিজের পুত্রকন্যাকে আমার চেয়ে বেশী ভালবাসে সেও আমার যোগ্য নয়।


তাদের গিয়ে বল, আমি সর্বাধিপতি প্রভু তাদের সম্বন্ধে এই কথা বলছি: হে সীদোন, আমি তোমার শত্রু। তোমার প্রতি আমি যে কাজ করব,তার জন্য লোকে আমার প্রশংসা করবে। তোমার অধিবাসীদের সমুচিত দণ্ড দিয়ে আমি যখন দেখিয়ে দেব যে আমি কত পবিত্র তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


ইয়োব তাঁকে বললেন, তুমি মূর্খের মত কথা বলছ, ঈশ্বরের হাত থেকে আমরা কি শুধু মঙ্গলই গ্রহণ করব? অমঙ্গল কিছুই গ্রহণ করব না?এতসব দুর্বিপাকের যন্ত্রণার মধ্যেও ইয়োব ঈশ্বরের বিরুদ্ধে কোন কথা বললেন না, নিন্দা করলেন না।


তখন অন্তরীক্ষে শোনা গেল দৈববাণী: আমি মহিমান্বিত করেছি সে নাম এবং মহিমান্বিত করব আবার!


তখন শমুয়েল তাঁকে সব কথা বললেন, কিছুই গোপন করলেন না। এলি বললেন, তিনি প্রভু পরমেশ্বর, তাঁর বিবেচনায় যা ভাল তিনি তাই করুন।


আমি ফারাও-এর বুদ্ধি বিকল করে দেব, সে ইসরায়েলীদের আক্রমণ করতে ছুটে যাবে, তখন আমি ফারাও ও তার সেনাবাহিনীকে আক্রমণ করে পরাস্ত করব। তখন লোকে আমার মহিমা বুঝতে পারবে। মিশরীরা তখন জানতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করল।


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


এ ঘটনা ঘটবে শেষের সেই দিনে, যে দিন তাঁর ভক্তদের মাঝে গৌরবান্বিত হওয়ার জন্য আবির্ভূত হবেন তিনি। বিশ্বাসীরা সকলেই তখন চমৎকৃত হবে, কারণ তোমাদের কাছে আমাদের প্রচারিত সুসমাচার তারা বিশ্বাস করেছে।


আমার নামের মহিমার জন্য যা কিছু তোমরা প্রার্থনা করবে আমি তা পূর্ণ করব যেন পুত্রের মাধ্যমে পিতার মহিমা প্রকাশিত।


তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি, আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।


প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও, জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।


এই কথা থেকে রাজা হিষ্কিয় বুঝলেন যে, তাঁর জীবনকালে রাজ্যে শান্তি ও নিরাপত্তা অব্যাহত থাকবে। তাই তিনি বললেন, আপনার মুখনিঃসৃত প্রভু পরমেশ্বরের এই বার্তা শুভ।


আমি মিশরীদের ক্রোধে এমন উন্মত্ত করে তুলব যে তারা তাদের পিছনে ছুটে যাবে, আর তখন আমি ফারাও ও তার রথী ও অশ্বারোহী সৈন্যদের ধ্বংস করব। এতে লোকে জানবে আমার মহিমা।


হারোণ ও তার পুত্রদের তুমি অভিষেক করে আমার পৌরোহিত্যের কাজের জন্য উৎসর্গ করবে।


তিনি কোরহ্ এবং তাঁর দলের লোকদের বললেন, কাল সকালেই প্রভু পরমেশ্বর জানিয়ে দেবেন কে তাঁর লোক, কেই বা পবিত্র এবং কাকে তিনি নিজের সান্নিধ্যে যেতে দেবেন। তিনি যাকে মনোনীত করবেন, সে-ই তাঁর কাছে যাবে।


তাঁর প্রজাদের শক্তিবৃদ্ধি করেছেন তিনি, তাঁর ভক্তবৃন্দের এবং ইসরায়েল কুলের যারা তাঁর অনুগত প্রজা, তিনি তাদের গৌরবস্বরূপ। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!


প্রবল ঝড়ের বেগে সারা দেশ তোলপাড় করে তুমি আমার প্রজা ইসরায়েলীদের আক্রমণ করবে। নিরূপিত সময় উপস্থিত হলে জাতিবৃন্দের কাছে আমার স্বরূপ প্রকাশ করার জন্যই আমি তোমাকে আমার দেশ আক্রমণ করতে পাঠাব। আমার পবিত্রতা প্রমাণ করার জন্যই আমি তোমার মাধ্যমে কাজ করব।


আর উত্তরমুখী ঘরটাতে বেদীর সেবায়েতরা থাকবে। সমস্ত পুরোহিতই হবে সাদোকের বংশধর। লেবী গোষ্ঠীর মধ্যে শুধু তারাই হবে প্রভু পরমেশ্বরের সামনে গিয়ে তাঁর সেবা করার অধিকারী।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি নীচে গিয়ে হারোণকে সঙ্গে করে নিয়ে এস। কিন্তু যাজক কিংবা সাধারণ লোক, কেউ যেন সীমানা লঙ্ঘন করে প্রভু পরমেশ্বরের সান্নিধ্যে উঠে না আসে তাহলে আমি তাদের ধ্বংস করব।


আর আঘাত করো না আমায় জর্জরিত আমি তোমার প্রহারে।


শাশ্বত তোমার সকল অনুশাসন হে প্রভু পরমেশ্বর, পবিত্রতা তোমার ভবনের শোভা, যুগে যুগে চিরকাল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন