লেবীয় পুস্তক 1:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 তখন হারোণ বংশের পুরোহিতেরা বেদীর উপরে কাঠ সাজিয়ে আগুণ জ্বালাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 পরে ইমাম হারুনের পুত্ররা কোরবানগাহ্র উপরে আগুন রাখবে ও আগুনের উপরে কাঠ সাজাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এরপর হারোণের পুত্র যাজকেরা বেদিতে অগ্নি সংযোগ করবে ও আগুনের মধ্যে কাঠ দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে হারোণ যাজকের পুত্রগণ বেদির উপরে অগ্নি রাখিবে, ও অগ্নির উপরে কাষ্ঠ সাজাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 হারোণের পুত্ররা অর্থাৎ যাজকরা অবশ্যই বেদীতে আগুন জ্বালবে এবং তারপর আগুনের ওপর কাঠ চাপাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 পরে হারোণ যাজকের ছেলেরা বেদির ওপরে আগুন রাখবে ও আগুনের ওপরে কাঠ সাজাবে। অধ্যায় দেখুন |