Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 1:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পরে সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ঐ গোবৎসটি হনন করবে এবং হারোণ বংশের পুরোহিতেরা সেই বলির রক্ত সম্মিলন শিবিরের দ্বারে প্রতিষ্ঠিত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পরে সে মাবুদের সম্মুখে সেই ষাঁড় জবেহ্‌ করবে। হারুনের পুত্র ইমামেরা তার রক্ত নিয়ে জমায়েত-তাঁবুর দরজার কাছে স্থাপিত কোরবানগাহ্‌র উপরে সেই রক্ত চারদিকে ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 পরে সদাপ্রভুর সামনে সে এঁড়ে বাছুরটি বধ করবে এবং এরপরে হারোণের পুত্র যাজকেরা রক্ত নেবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারের চারপাশে বেদির সর্বত্র রক্ত ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে, ও হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকটে আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “প্রভুর সামনেই সে সেই এঁড়ে বাছুরটিকে হনন করবে। তারপর হারোণের পুত্ররা, অর্থাৎ‌ যাজকরা সমাগম তাঁবুতে ঢোকার মুখে অবস্থিত বেদীর কাছে অবশ্যই সেই রক্ত আনবে এবং বেদীর ওপরে ও চারপাশে তা ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পরে সে সদাপ্রভুর সামনে সেই ষাঁড়টি হত্যা করবে, যাজকেরা অর্থাৎ হারোণের ছেলেরা তার রক্ত কাছে আনবে এবং সমাগম তাঁবুর প্রবেশ দরজায় অবস্থিত বেদির ওপরে সেই রক্ত চারিদিকে ছিঁটাবে।

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 1:5
25 ক্রস রেফারেন্স  

আর সম্মিলন শিবিরের দ্বারে সেটির মাথায় হাত রেখে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিত তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।


সেটিকে সে বেদীর উত্তর দিকে নিয়ে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হনন করবে আর হারোণ বংশের যাজকেরা তার রক্ত বেদীর গায়ে চারদিকে সিঞ্চন করবে।


সে বলির পশু মাথায় হাত রেখে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিতদের একজন সেই বলির রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।


পিতা ঈশ্বরের পূর্বপরিকল্পনা অনুযায়ী যীশু খ্রীষ্টের অনুগত এবং তাঁর রক্তে সিঞ্চিত হওযার জন্য পবিত্র আত্মা তোমাদের শুচিশুদ্ধ করেছেন। করুণা ও শান্তিতে পূর্ণ হোক তোমাদের জীবন।


ঈশ্বরের সঙ্গে নতুন সন্ধিচুক্তি স্থাপনের মধ্যস্থরূপে যীশুর সিঞ্চিত রক্তের সম্মুখীন হয়েছে যা হেবলের রক্তের চেয়ে উৎকৃষ্ট এবং কল্যাণকর বাণী ঘোষণায় সরব।


মেষশাবক ও ছাগবৎস বলিদানের পর লেবীয়রা সেগুলির চামড়া ছাড়াতে লাগলেন এবং পুরোহিতেরা সেই নিহত পশুর রক্ত বেদীতে ছিটাতে লাগলেন।


ছাগটির মাথায় হাত রেখে সে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। হারোণ বংশীয় পুরোহিতদের একজন তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।


তুমি সেটিকে বলি দিয়ে তার রক্ত কিছুটা নিয়ে বেদীর গায়ে ছিটিয়ে দেবে।


প্রত্যেক পুরোহিত প্রতিদিন উপাসনায় ব্যাপৃত হয় এবং একই ধরণের বলি বার বার উৎসর্গ করে যা কখনও পাপের বন্ধন তেকে মুক্ত করতে পারে না।


কি উপচার নিয়ে আমরা উপস্থিত হব প্রভু পরমেশ্বরের সম্মুখে? ঊর্ধ্বে আসীন ঈশ্বরের সাক্ষাতে করব প্রণিপাত? আমরা কি হোমবলির জন্য এক বৎসর বয়সের গোবৎসের পাল নিয়ে তাঁর সম্মুখে উপস্থিত হব?


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


কিন্তু এবার বহুজাতি তাঁকে দেখে স্তম্ভিত হবে, নৃপতিবৃন্দ বিস্ময়ে হবে বাক্যহারা। তারা দেখবে এমন দৃশ্য যার কথা কেউ বলে নি কোনদিন, উপলব্ধি করবে এমন কিছু যা কখনও শোনে নি তারা


কিন্তু গরু ভেড়া কিংবা ছাগলের প্রথম গর্ভজাত শাবককে তুমি পণের বিনিময়ে মুক্তি দেবে না, সেগুলি শুচি। তুমি তাদের রক্ত বেদীর উপরে ছিটিয়ে দেবে এবং তাদের মেদ প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যরূপে হোমানলে আহুতি দেবে।


পরে সে জনতার প্রায়শ্চিত্তের জন্য নির্দিষ্ট ছাগটি হনন করে তার রক্ত পর্দার পিছন দিকে নিয়ে গিয়ে গোবৎসের রক্ত যে ভাবে ছিটিয়ে দিয়েছিল, সেইভাবে ছাগটির রক্তও আবরণের সম্মুখে সাতবার ছিটিয়ে দেবে।


যাজক সেটির মাথা মুচড়ে বেদীর আগুনে আহুতি দেবে এবং রক্ত বেদীর পাশে নিংড়ে ঝরিয়ে দেবে।


সম্মিলন শিবিরের সম্মুখে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তুমি বৃষটি বলি দেবে।


সে ঐ প্রায়শ্চিত্ত বলির মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।


প্রায়শ্চিত্ত স্বরূপ সেই বলির মাথায় হাত রেখে সে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।


কারণ জীবের প্রাণ রক্তের মধ্যে নিহিত এবং আমি তোমাদের প্রায়শ্চিত্তের জন্য তা বেদীর উপরে সিঞ্চন করার নির্দেশ দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ থাকার জন্যই তা প্রায়শ্চিত্ত করতে পারে।


শিশুটির বয়স তখন খুবই কম ছিল। বৃষ বলিদানের পর তাঁরা শিশুটিকে এলির কাছে নিয়ে গেলেন।


সর্বাধিপতি প্রভু আমাকে বললেন, হে মানবসন্তান, শোন আমি যা বলি। বেদী তৈরী হয়ে গেলে, তার উপরে হোমবলি আহুতি দিয়ে এবং বলির পশুর রক্ত তার উপরে ছিটিয়ে বেদীটি উৎসর্গ করতে হবে।


সম্মিলন শিবিরের প্রবেশদ্বারের সম্মুখে তুমি হোম বেদী স্থাপন করবে,


তারপর পুরোহিত সেই রক্তের কিছুটা নিয়ে সম্মিলন শিবিরের মধ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্থাপিত ধূপ বেদীর শৃঙ্গে লেপন করবে। গোবৎসটির অবশিষ্ট রক্ত নিয়ে সে সম্মিলন শিবিরের দ্বারে হোম বেদীর মূলে সেচন করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন