Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লেবীয় পুস্তক 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সম্মিলনশিবির থেকে প্রভু পরমেশ্বর মোশিকে ডেকে বললেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 মাবুদ জমায়েত-তাঁবু থেকে মূসাকে ডেকে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভু মোশিকে ডাকলেন ও সমাগম তাঁবু থেকে তাঁর সঙ্গে কথা বললেন। তিনি বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম-তাম্বু হইতে এই কথা কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু ঈশ্বর মোশিকে ডাকলেন এবং সমাগম তাঁবু থেকে তার সঙ্গে কথা বললেন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভু মোশিকে ডেকে সমাগম তাঁবু থেকে এই কথা বললেন,

অধ্যায় দেখুন কপি




লেবীয় পুস্তক 1:1
19 ক্রস রেফারেন্স  

মোশি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ের চূড়া থেকে প্রভু পরমেশ্বর তাঁকে ডেকে বলেলন, যাকোবের বংশধর ইসরায়েলীদের তুমি এই কথা বলবে:


আমি সেখানে তোমাকে দর্শন দেব। উপরে স্থাপিত দশ অনুশাসন সংবলিত সন্দুকের আবরণের সঙ্গে সংলগ্ন দুই করূব মূর্তির মাঝখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলব এবং ইসরায়েলীদের প্রতি আমার সকল নির্দেশ তোমাকে জানিয়ে দেব।


সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরুষানুক্রমে প্রতিদিন তোমরা এই হোম-বলি উৎসর্গ করবে। এখানেই আমি তোমাকে দর্শন দেব এবং তোমার সঙ্গে কথা বলব।


মোশির মাধ্যমে প্রদত্ত হয়েছিল শাস্ত্রীয় বিধান কিন্তু যীশু খ্রীষ্টের মাধ্যমে বিতরিত হল অনুগ্রহ ও সত্য।


মোশি যখন প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার জন্য সম্মিলন শিবিরের ভিতরে যেতেন, তখন তিনি চুক্তি সিন্দুকের আবরণের উপরে স্থাপিত করূবমূর্তিদ্বয়ের মধ্যবর্তী স্থান থেকে প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর শুনতে পেতেন। প্রভু পরমেশ্বর সেখান থেকে তাঁর সঙ্গে বাক্যালাপ করতেন।


এই ভাবে সম্মিলন শিবির নির্মাণের সমস্ত কাজ সম্পন্ন হল। মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশে অনুযায়ী ইসরায়েলীরা সব কাজ করল।


মোশি শিবিরটি সঙ্গে নিয়ে যেতেন এবং ইসরায়েলীদের ছাউনির বাইরে কিছুটা দূরে সেটি স্থাপন করতেন। তিনি এই শিবিরের নাম দিয়েছিলেন সম্মিলন শিবির। প্রভু পরমেশ্বরের কাছে কারও কিছু নিবেদন করার প্রয়োজন হলে সে ছাউনির বাইরে সম্মিলন শিবিরে যেত।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি পাহাড়ের উপর আমার কাছে উঠে এস এবং এখানেই থাক। আমি তোমাকে আমার বিধান ও নির্দেশ সংবলিত প্রস্তরফলকগুলি দেব। জনসাধারণের শিক্ষার জন্য আমি এইগুলি লিপিবদ্ধ করেছি।


প্রভু পরমেশ্বর যে দিন সিনাই প্রান্তরে ইসরায়েলীদের তাঁর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করার নির্দেশ দিলেন, সেই দিনই তিনি সিনাই পর্বতে মোশিকে এই সমস্ত বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।


তারপর তিনি হোমবলিও বিধিমত উৎসর্গ করলেন।


এই দৃশ্য দেখার জন্য মোশিকে কাছে এগিয়ে আসতে দেখে প্রভু পরমেশ্বর ঝোপের মধ্যে থেকে তাঁকে ডাকলেন, মোশি! মোশি! মোশি উত্তর দিলেন, আজ্ঞে, এই যে আমি।


সম্মিলন শিবিরের দ্বারে হোম বেদী স্থাপন করে তার উপরে হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন।


মিশর থেকে ইসরায়েলীরা মুক্ত হয়ে বেরিয়ে আসার পর দ্বিতীয় মাসের প্রথম দিন প্রভু পরমেশ্বর সিনাই প্রান্তরে সম্মিলন শিবিরে মোশিকে বললেন,


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা অক্ষোদিত পাথরের বেদী নির্মাণ করবে এবং তার উপরে তাঁর উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে।


তখন তিনি সেই বেদীতে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করার পর সুরা উৎসর্গ করলেন। তারপর স্বস্ত্যয়ন বলির মেষের রক্ত বেদীর উপরে ছিটিয়ে দিলেন।


তারা সত্তরটি বৃষ, একশো মেষ এবং দুশো মেষশাবক আনল প্রভু পরমেশ্বরের কাছে হোমবলির জন্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন