Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 12:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 অন্ধকারে যা তোমরা বলেছ, তা আলোয় শোনা যাবে এবং একান্ত গোপন কক্ষে যা তোমরা ফিস ফিস করে বলেছ, তা বাড়ির ছাদের ওপর থেকে ঘোষিত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 অতএব তোমরা অন্ধকারে যা কিছু বলেছ, তা আলোতে শোনা যাবে; এবং বন্ধ ঘরে কানে কানে যা বলেছ, তা ছাদের উপর থেকে প্রচার করা হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 অন্ধকারে তোমরা যা উচ্চারণ করেছ তা প্রকাশ্য দিবালোকে শোনা যাবে। আর ভিতরের ঘরে যে কথা তুমি চুপিচুপি বলেছ, তা ছাদের উপর থেকে ঘোষণা করা হবে।

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

3 tai boli, tômra ãdhare jaha kichu boliacho, taha alôte ʃôna jaibe; ar bhitorkar ghore jaha kane kane boliacho, taha chader upor hoite procar kora jaibe.

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 অতএব তোমরা অন্ধকারে যাহা কিছু বলিয়াছ, তাহা আলোতে শুনা যাইবে; এবং অন্তরাগারে কাণে কাণে যাহা বলিয়াছ, তাহা ছাদের উপরে প্রচারিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তাই তোমরা অন্ধকারে যা বলছ তা আলোতে শোনা যাবে। তোমরা গোপন কক্ষে ফিস্-ফিস্ করে কানে কানে যা বলবে তা বাড়ির ছাদের ওপর থেকে ঘোষণা করা হবে।”

অধ্যায় দেখুন কপি




লূক 12:3
7 ক্রস রেফারেন্স  

অন্ধকারে আমি তোমাদের যা বলি আলোতে তোমরা তা প্রচার করো, নিভৃতে তোমরা যা শুনবে প্রকাশ্যে তা ঘোষণা করো।


আমি তোমাদের বলছি, লোকে যে অনর্থক কথা বলে বিচারের দিনে সেই প্রত্যেকটি কতার জন্য তাদের জবাবদিহি করতে হবে।


মনে মনেও নিন্দা করো না রাজার, শয়নকক্ষে নিভৃতে বসেও করো না ধনীর সমালোচনা, হয়ত বা কাক-পক্ষীতে তা শুনে ফেলবে আর প্রকাশ করে দেবে তার কাছে তোমার সমস্ত কথা।


যে ব্যক্তি বাড়ির ছাদের উপরে থাকবে সে যেন তার বাড়ি থেকে জিনিসপত্র নেবার জন্য নীচে না নামে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন