শলোমন তাঁর পিতা দাউদের প্রচলিত বিধি নিয়ম অনুসারে পুরোহিতদের এবং যারা পুরোহিতদের ক্রিয়াকর্মে সাহায্য করত ও মন্দিরে গান গাইত, সেই লেবীয়দের নিত্যনৈমিত্তিক কর্তব্যকর্মে শৃঙ্খলা বিধান করেছিলেন। ঈশ্বরভক্ত দাউদের আদেশ অনুসারে তিনি মন্দিরের প্রহরীদেরও শ্রেণীবিন্যাস করে প্রতিটি তোরণে প্রতিদিনের পাহারার কাজে নিযুক্ত করেছিলেন।
ইসরায়েলের পরমেশ্বর প্রভুর নির্দেশ অনুসারে এঁদের পূর্বপুরুষ হারোণ মন্দিরের যে সমস্ত দায়িত্ব ও কর্তব্য নিরূপণ করেছিলেন, তারই ভিত্তিতে এঁদের কর্তব্য নির্ধারিত হয়েছিল এবং তালিকাভুক্ত করা হয়েছিল।
পুরোহিত ও লেবীয়দের পালাক্রমে বিশেষ বিশেষ কাজের যে সমস্ত দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল, রাজা হিষ্কিয় সেই নির্ধারিত ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন। হোমবলি, স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করা, মন্দিরের উপাসনার কাজে অংশ গ্রহণ করা, মন্দিরের বিভিন্ন অংশে প্রশংসা ও কৃতজ্ঞতা নিবেদন করা ছিল তাঁদের কর্তব্যের অংশ।
যিহুদীয়া দেশের রাজা হেরোদের রাজত্বকালে পুরোহিত অবিয়ের সেবক দলে সখরিয় নামে একজন পুরোহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম ছিল ইলিশাবেত। ইনিও ছিলেন পুরোহিত-বংশের কন্যা।
হারোণকুলের যে সমস্ত পুরোহিত নগরগুলিতে বা নগর-সন্নিহিত চারণভূমিতে বাস করতেন, সেই পুরোহিত পরিবারের সমস্ত পুরুষ এবং লেবী গোষ্ঠীর তালিকায় যাঁদের নাম আছে তাঁদের সকলকে সমভাবে খাদ্য বিতরণ করার জন্য ভারপ্রাপ্ত লোক নিযুক্ত করা হয়েছিল।
ইসরায়েলরাজ যারবিয়াম এবং তাঁর উত্তরাধিকারীরা তাঁদের প্রভু পরমেশ্বরের পুরোহিতরূপে পরিচর্যার কাজ করতে না দেওয়ায় লেবীয়রা তাঁদের পশুচারণক্ষেত্র ও অন্যান্য ভূ-সম্পত্তি পরিত্যাগ করে যিহুদীয়াও জেরুশালেমে চলে এলেন।
কিন্তু বেদীমূলে ও পর্দার অভ্যন্তরে পুরোহিতরূপে তোমাদের করণীয় যা কিছু আছে, তা শুধু তুমি ও তোমার পুত্রেরাই করবে। এ দায়িত্ব তোমাদের। এই পৌরোহিত্যের অধিকার আমি তোমাদের উপহার স্বরূপ দিয়েছি। অনধিকারী কোন লোক এই কাজ করতে গেলে তার মৃত্যুদণ্ড হবে।