Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 9:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 খ্রীষ্টাশ্রিত আমি পৌল সত্য বলছি, পবিত্র আত্মার প্রেরণায় আমার বিবেকের উপলব্ধিও এই যে, আমি মিথ্যা বলছি না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমি মসীহের সঙ্গে যুক্ত হয়ে সত্যি বলছি, মিথ্যা বলছি না, আমার বিবেকও পাক-রূহের দ্বারা নিশ্চিত করছে যে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 খ্রীষ্টে আমি সত্যি কথাই বলছি—মিথ্যা বলছি না, পবিত্র আত্মায় আমার বিবেক তা সমর্থন করছে যে—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমি খ্রীষ্টে সত্য কহিতেছি, মিথ্যা কহিতেছি না, আমার সংবেদও পবিত্র আত্মাতে আমার পক্ষে সাক্ষ্য দিতেছে যে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 আমি খ্রীষ্টেতে আছি এবং সত্যি বলছি। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত আমার বিবেকও বলছে যে আমি মিথ্যা বলছি না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমি খ্রীষ্টে সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, পবিত্র আত্মাতে আমার বিবেক এই সাক্ষ্য দিচ্ছে যে,

অধ্যায় দেখুন কপি




রোমীয় 9:1
16 ক্রস রেফারেন্স  

ঠিক এই কথাটা ঘোষণা করার জন্যই আমাকে প্রেরিত শিষ্যরূপে নিয়োগ করা হয়েছে। একথা মিথ্যা নয়, সর্বাংশে সত্য। আমি নিযুক্ত হয়এছি যাতে অন্যান্য জাতির মানুষকে প্রকৃত সত্যের স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিতে পারি এবং তাদের মনে বিশ্বাস জন্মাতে পারি।


সমস্ত অন্তর দিয়ে তাঁর পুত্র সম্বন্ধে সুসমাচার প্রচার করে আমি ঈশ্বরের সেবা করি। আমি যে আমার প্রার্থনায় অবিরত তেআমাদের স্মরণ করে থাকি এ বিষয়ে ঈশ্বরই আমার সাক্ষী।


তোমাদের কাছে যা আমি লিখছি, ঈশ্বর সাক্ষী, তার রপ্রতিটি কথাই সত্য।


ঈশ্বর জানেন, তোমাদের দেখতে আমার কত ইচ্ছা, খ্রীষ্ট যীশুর হৃদয় যেমন সকলের জন্য স্নেহে বিগলিত তেমনি আমার হৃদয়।


আমার হৃদয়ে বিরাজিত খ্রীষ্টের সত্য অনুসারে একথা বলছি, আখায়া প্রদেশেরর কোন অঞ্চলে আমার এই গর্ব কেউ খর্ব করতে পারবে না।


আমাদের অন্তরে ঈশ্বরের আত্মাও এই বিশ্বাস উৎপন্ন করেন যে আমরা ঈশ্বরের সন্তান।


এই আদেশ দেবার অর্থ হল, এমন ভালবাসার জাগরণ ঘটানো যা অনাবিল হৃদয়, নিষ্কলুষ বিবেক এবং অকপট বিশ্বাস থেকে উৎসারিত হয়।


তোমরা জান আমরা কখনও তোষামোদ করে কথাবার্তা বলিনি কিম্বা স্বার্থসিদ্ধির ছদ্ম অভিপ্রায়ও আমাদের ছিল না, ঈশ্বরই তার সাক্ষী।


তোমার হয়তো মনে করছ যে আমরা এ যাবৎ তোমাদের কাছে শুধু নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলেছি কিন্তু না, তা নয়। ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টভক্তরূপে আমরা কথা বলছি। বন্ধুগণ, তেআমাদের গড়ে তোলাই আমাদের একমাত্র উদ্দেশ্য।


একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও একথা সমর্থন করে যে আমরা জগতে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ঈশ্বরের কথা মনে রেখে সরল ও আন্তরিক ব্যবহার করেছি। ঈশ্বরের অনুগ্রহেই আমরা পরিচালিত, জাগতিক জ্ঞানবুদ্ধিতে নয়।


ঈশ্বর, যীশু খ্রীষ্ট এবং মনোনীত দূতদেরর সামনে আমি তোমাকে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছি। তুমি অবশ্যই পালন করবে। তুমি পূর্বধারণা নিয়ে কারও বিচার করবে না। সব বিষয়ে নিরপেক্ষ থাকবে।


প্রভু যীশুর পিতা চিরধন্য ঈশ্বর জানেন, আমি মিথ্যা কিছুই বলছি না।


আমি ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করে বলছি যে তোমাদের অব্যাহতি দেওয়ার জন্যই আমি এখনও করিন্থে যাইনি।


তাদের আচরণের প্রকাশ যে বিধানের নির্দেশ তাদের হৃদয় ফলকে উৎকীর্ণ হয়েছে। তাদের বিবেকই তার সাক্ষী, কারণ এই বিবেকই তাদের পক্ষে কিম্বা বিপক্ষে সেইদিন সাক্ষ্য দেবে,


আমি অন্তরে গভীর দুঃখ ও নিরন্তর যন্ত্রণা অনুভব করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন