Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 7:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 একসময় বিধানহীন অবস্থায় আমিও সম্পূর্ণ জীবিত ছিলাম। কিন্তু বিধানের নির্দেশ যখন এল, পাপ তখন সজীব হল, আর আমার হল মৃত্যু।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর আমি এক সময়ে শরীয়ত ছাড়া জীবিত ছিলাম, কিন্তু সেই হুকুম আসলে পর গুনাহ্‌ জীবিত হয়ে উঠলো, আর আমি মরলাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এক সময় আমি বিধান ছাড়াই জীবিত ছিলাম, কিন্তু দশাজ্ঞা আসার পরে পাপ জীবিত হয়ে উঠল, আর আমার মৃত্যু হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর আমি এক সময়ে ব্যবস্থা ব্যতিরেকে জীবিত ছিলাম, কিন্তু আজ্ঞা আসিলে পাপ জীবিত হইয়া উঠিল, আর আমি মরিলাম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এক সময় আমি বিধি-ব্যবস্থা ছাড়াই বেঁচে ছিলাম; কিন্তু যখন বিধি-ব্যবস্থা এল তখন আমার মধ্যে পাপ বাস করতে শুরু করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আমি একদিন আইন ছাড়াই বেঁচে ছিলাম, কিন্তু যখন আদেশ আসলো পাপ আবার জীবিত হয়ে উঠল এবং আমি মরলাম।

অধ্যায় দেখুন কপি




রোমীয় 7:9
22 ক্রস রেফারেন্স  

যারা বিধান নির্দেশিত কর্ম দ্বারা ঈশ্বরকে তুষ্ট করতে চায় তাদের উপর নেমে আসবে অভিশাপ। শাস্ত্রে আছে “বিধানগ্রন্থে লিখিত সমস্ত নির্দেশ যে পালন করে না, সে হবে অভিশপ্ত।”


কারণ জৈব প্রবৃত্তিতে আসক্ত মানুষ হল ঈশ্বরের শত্রু। ঈশ্বরের বিধানের অধান সে হয় না, হতে পারে না।


বিধানের বিধিতেই আমার মৃত্যু হল এবং এই বিধিই আমাকে তার বন্ধন থেকে মুক্তি দিল যেন ঈশ্বরের জন্য জীবনধারণ করি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশার্পিত হয়েছি।


মোশি লিখে গেছেনঃ বিধান পালনের মাধ্যমে যে ধার্মিকতা অর্জন করতে চায় সে বিধানের দ্বারাই বাঁচবে।


কেননা বিধানের নির্দেশের সুযোগ নিয়ে পাপ আমাকে প্রলুব্ধ করল এবং তার দ্বারাই আমার মৃত্যু হল।


কিন্তু যে বিধান আমাদের আবদ্ধ করে রেখেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা এখন মৃত। ফলে আমরা তার হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। এখন আমরা লিখিত বিধানের দাসত্ব করছি না, কিন্তু পবিত্র আত্মায় নবায়িত জীবন লাভ করে ঈশ্বরের সেবা করছি।


ভাইয়েরা আমার, অনুরূপভাবে খ্রীষ্টের দেহের সঙ্গে সংযুক্ত হয়ে বিধানগতভাবে তোমরাও মৃত। যিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এখন তোমরা তাঁরই অধিকারভুক্ত হয়েছ যেন তোমরা ঈশ্বরের উদ্দেশে সফন জীবন যাপন করতে পার।


তিনি বললেন, এ সব আজ্ঞা তো আমি ছোটবেলা থেকেই পালন করে আসছি।


কিন্তু সে তার বাবাকে বলল, ‘দেখুন, কতদিন ধরে আমি আপনার সেবা করছি, কোন দিন আপনার আদেশ অমান্য করিনি। তবু আপনি আমাকে আমার বন্ধুদের সঙ্গে মিলে আনন্দ করার জন্য একটা ছাগলছানাও দেননি।


যুবকটি বলল, আমি তো এ সব আজ্ঞাই পালন করে আসছি। এখন আমার আর কী করণীয় আছে?


সীমাহীন বিপদজালে আমি বেষ্টিত, আমার পাপরাশি আমায় করেছে নিমজ্জিত, আমার দৃষ্টি করেছে আচ্ছন্ন। আমার মস্তকের কেশরাশির চেয়েও সেগুলি সংখ্যায় অধিক, বিভ্রান্ত আজ আমার চিত্ত।


কিন্তু পাপ বিধানের সেই নির্দেশের সুযোগ নিয়ে আমার অন্তরে সর্বপ্রকার লালসার সঞ্চার করল। বিধানের অবর্তমানে পাপ মৃতকল্প।


বিধানের নির্দেশে জীবনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেই নির্দেশই হল আমার মৃত্যুর কারম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন