Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 11:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 অপরপক্ষে যদি তারা অবিশ্বাস ত্যাগ করে বিশ্বাসী হয় তাহলে তাদের আবার স্বস্থানে জুড়ে দেওয়া হবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আবার ওরা যদি ওদের অবিশ্বাস ত্যাগ করে, তবে ওদেরকেও লাগানো যাবে, কারণ আল্লাহ্‌ ওদের আবার লাগাতে সমর্থ আছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 আবার, তারা যদি অবিশ্বাস ত্যাগ করে বিশ্বাসী হয় তাহলে তাদেরও কলমরূপে লাগানো হবে, কারণ ঈশ্বর পুনরায় তাদের কলমরূপে জুড়ে দিতে সমর্থ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আবার উহারা যদি আপনাদের অবিশ্বাসে না থাকে, তবে উহাদিগকেও লাগান যাইবে, কারণ ঈশ্বর উহাদিগকে আবার লাগাইতে সমর্থ আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 আর ইহুদীরা যদি ঈশ্বরের কাছে ফিরে আসে, তাঁকে বিশ্বাস করে তবে ঈশ্বর ইহুদীদের আবার গ্রহণ করবেন। তারা যেখানে ছিল ঈশ্বর তাদের সেখানে আবার জুড়ে দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 এবং আরও, যদি তারা নিজেদের অবিশ্বাসে না থাকে, তবে তাদের ফিরিয়ে গাছের সঙ্গে লাগান যাবে। কারণ ঈশ্বর আবার তাদেরকে আবার লাগাতে রাজি আছেন।

অধ্যায় দেখুন কপি




রোমীয় 11:23
6 ক্রস রেফারেন্স  

কিন্তু যখন কেউ প্রভুর দিকে মন ফেরায় তখন সেই আবরণ হয় অপসৃত।


সেদিন আমি দাউদ বংশ ও জেরুশালেমবাসীকে মিনতি জানাতে অনুপ্রাণিত করব, তাদের হৃদয়ে সঞ্চার করব করুণা। তখন তারা যাঁকে বিদ্ধ করেছে তাঁর কথা স্মরণ করে তাঁর জন্য শোকাকুল হবে। একমাত্র সন্তান কিম্বা প্রথম পুত্রের জন্য লোকে যেমন বিলাপ করে সেইভাবে তাঁর জন্য তারা বিলাপ করবে।


আমি তোমাদের বলছি, তোমরা যতদিন না বলবে, ‘ধন্য তিনি, প্রভুর নামে যাঁর আগমন’ ততদিন তোমরা আর আমার দর্শন পাবে না।


ভাল একটি জলপাই গাছের কিছু ডালপালা কেটে ফেলে সেখানে বুনো জলপাইয়ের ডাল জুড়ে দেওয়া বুনো জলপাইয়ের ডালের মত। এখন তোমরা ভাল গাছের মূলের সঙ্গে যুক্ত হয়েছ এবং তা থেকে প্রাণরস আহরণ করছ।


কারণ তাদের আবার জুড়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। যখন একটি বুনো জলপাই গাছের শাখাকে অস্বাভাবিকভাবে আসল গাছের সঙ্গে জুড়ে দেওয়া হল, তখন গাছের আসল শাখাগুলিকে তাদের নিজস্ব গাছের সঙ্গে জুড়ে দেওয়া কতই না সহজ।


সুতরাং আমরা বুঝতে পারছি যে অবিশ্বাসের জন্য তারা সেই আবাসভূমিতে প্রবেশ করতে পারল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন