Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 11:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তাহলে আমার প্রশ্ন, পদস্খলনের ফলে কি তাদের অধঃপতন ঘটেছে? না, তা নয়। বরং তাদের বিচ্যুতির ফলে অন্যান্য জাতির পক্ষে পরিত্রাণ লাভের পথ সুগম হয়েছে যেন ইসরায়েলীরা ঈর্ষান্বিত হয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তবে আমি বলি, তারা কি পতনের জন্য হোঁচট খেয়েছে? নিশ্চয় তা নয়; বরং তাদের পতনে অ-ইহুদীদের কাছে নাজাত উপস্থিত হয়েছে, যেন তাদের অন্তর্জ্বালা জন্মে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমি আবার জিজ্ঞাসা করি, তারা কি এজন্যই হোঁচট খেয়েছে, যেন পতিত হয় ও আর কখনও উঠে দাঁড়াতে না পারে? আদৌ তা নয়! বরং, তাদের অপরাধের কারণেই অইহুদিরা পরিত্রাণ লাভ করেছে, যেন ইস্রায়েলীরা ঈর্ষাকাতর হয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তবে আমি বলি, তাহারা কি পতনের নিমিত্ত উছোট খাইয়াছে? তাহা দূরে থাকুক; বরং তাহাদের পতনে পরজাতীয়দের কাছে পরিত্রাণ উপস্থিত, যেন তাহাদের অন্তর্জ্বালা জন্মে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি বলি ইহুদীরা হোঁচট খেয়েছিল। সেই হোঁচট খেয়ে তারা কি ধ্বংস হয়ে গিয়েছিল? না। বরং তাদের ভুলের জন্যই অইহুদীরা পরিত্রাণ পেয়েছে। এটা ইহুদীদের ঈর্ষাতুর করে তোলার জন্য ঘটেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তারপরে আমি জিজ্ঞাসা করলাম, ইহূদিরা কি বিনাশের জন্য হোঁচট পেয়েছে? এটা কখনও নয়। বরং তাদের পতনে অইহূদিদের কাছে মুক্তি উপস্থিত, যেন তাদের ভেতরে হিংসা জন্মে।

অধ্যায় দেখুন কপি




রোমীয় 11:11
14 ক্রস রেফারেন্স  

সেইভাবে ইসরায়েলীরা এখন অবাধ্য হয়েছে। সুতরাং তেআমরা করুণা লাভ করেছ বলে তারাও একদিন করুণা লাভ করবে।


তাদের পতনের ফলে যদি জগত সমৃদ্ধ হয়, তাদের পতনের ফলে যদি অন্যান্য জাতি বরলাভ করে, তাহলে তারা সবাই নিখুঁত হলে জগত আরও কত অধিক লাভবান হত।


আবার আমি জিজ্ঞাসা করি, ইসরায়েল কি তার মর্ম বোঝেনি? মোশিই তা সর্বপ্রথমে এ কথা বলেছেন, “তাই যারা কোন জাতি হওয়ার যোগ্য নয়সেই জাতির লোকদের দ্বারাআমিও এদের ঈর্ষার উদ্রেক করব,মূর্খ এক জাতির দ্বারা এদের ক্রোধকরব প্রজ্বলিত।”


হয়তো এর দ্বারা আমার স্বজাতির কিছু লোককে ঈর্ষান্বিত করে তুলে তাদের মধ্যে অন্তত কয়েকজনকে উদ্ধার করতে পারব।


তারা যখন তাঁকে বাধা দিল এবং কটুকথা বলল, তিনি নিজের পরণের কাপড় ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের রক্তের জন তোমরাই দায়ী হবে। আমার বিবেকের কাছে আমি নির্দোষ। এখন থেকে আমি অইহুদী জাতিসমূহের কাছে যাব।


তোমাদের কাছে সর্বাধিপতি প্রভুর প্রশ্নঃ তোমরা কি ভাবো যে একজন পাপাচারীর মৃত্যুতে আমি আনন্দিত হই? না, তাকে আমি বরং অনুতপ্ত হয়ে জীবনলাভ করতে দেখতে চাই।


তাই আমার জিজ্ঞাসা, ঈশ্বর কি তাঁর প্রজাদের পরিত্যাগ করেছেন? কখনও না। আমি নিজেও ইসরায়েলী, অব্রাহামের বংশধর, বিন্যামীনের কুলে আমার জন্ম।


আমি কিন্তু তোমাদের কারও মৃত্যু চাই না। তোমরা পাপের পথ থেকে ফিরে এস এবং বাঁচো।


পৌল আর বারনাবাস সমাজভবন থেকে বেরিয়ে আসবার সময় সেখানে উপস্থিত সকলে তাঁদের কাছে আবেদন জানাল যেন পরবর্তী সাব্বাথ দিনে তাদের কাছে তাঁরা এ বিষয়ে আবার বলেন।


তাদের বল যে, আমি সদাজাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি ধ্রুব সত্য এ কথাও যে, পাপীর মৃত্যুতে আমার আনন্দ নেই। বরং আমি চাই তারা পাপ পরিত্যাগ করুক এবং বাঁচুক। হে ইসরায়েল, মন্দপথ পরিহার কর। কেন তোমরা মরবে?


তিনি এসে এই চাষীদের ধ্বংস করবেন এবং দ্রাক্ষাকুঞ্জটি অন্য চাষীদের কাছে বিলি করে দেবেন। তারা উপাখ্যানটি সুনে বলল, ঈশ্বর করুন, এমন যেন না হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন