Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 খ্রীষ্টই বিধানের পূর্ণতা দান করেছেন তাই যারা তাঁকে বিশ্বাস করে তারাই ধার্মিক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কেননা মসীহ্‌ই শরীয়তের পরিণাম যেন তাঁর উপর যারা ঈমান আনে তাদের প্রত্যেককে ধার্মিক বলে গ্রহণ করা যায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 খ্রীষ্টই হচ্ছেন বিধানের পূর্ণতা, যেন যারা বিশ্বাস করে তাদের সকলে ধার্মিক বলে গণ্য হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কেননা ধার্ম্মিকতার নিমিত্ত, প্রত্যেক বিশ্বাসীর পক্ষে, খ্রীষ্টই ব্যবস্থার পরিণাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 খ্রীষ্টের আগমনে বিধি-ব্যবস্থার যুগ শেষ হয়েছে। এখন যাঁরা তাঁকে বিশ্বাস করে তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ ধার্মিকতার জন্য প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রীষ্টই আইনের পূর্ণতা।

অধ্যায় দেখুন কপি




রোমীয় 10:4
18 ক্রস রেফারেন্স  

বিধানে আমাদের পথ দেখিয়ে খ্রীষ্টের কাছে নিয়ে এসেছে যেন আমরা বিশ্বাসের বলে ধার্মিক গণ্য হই।


মোশির মাধ্যমে প্রদত্ত হয়েছিল শাস্ত্রীয় বিধান কিন্তু যীশু খ্রীষ্টের মাধ্যমে বিতরিত হল অনুগ্রহ ও সত্য।


দুঃখ-যন্ত্রণাময় এই জীবনের পর তিনি আবার লাভ করবেন আনন্দ, দেখবেন, সার্থক হয়েছে তাঁর এ যন্ত্রণাভোগ। আমার একনিষ্ঠ দাস, যাঁর প্রতি আমি পরম প্রীত তিনি বহুমানবের পাপের বোঝা তুলে নেবেন নিজের কাঁধে, তাঁরই মুখ চেয়ে আমি ক্ষমা করব সকলকে।


কারণ এইভাবে যারা শুচিশুদ্ধ হয় একবার মাত্র বলি উৎসর্গের দ্বারা তিনি তাদের চিরতরে সিদ্ধি দান করেছেন।


এ সবই আসন্ন ঘটনার পূর্বাভাস মাত্র, বস্তুত খ্রীষ্টই হচ্ছেন পূর্ণ সত্য।


তাঁর মাঝেই তোমরা পূর্ণতা লাভ করেছ। তিনিই বিশ্বজগতের সবর্ক্ষমতা ও আধিপত্যের শীর্ষে।


তাঁর সহায়তায় তোমরা খ্রীষ্ট যীশুতে স্থিতিলাভ করেছ। খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা। তাঁর কাছ থেকে আমরা লাভ করি ন্যায়পরণতা, পবিত্রতা ও পরিত্রাণ।


ঈশ্বরের সেই ধার্মিকতা খ্রীষ্টের প্রতি বিশ্বাসের মধ্য দিয়েই নির্বিশেষে সকল বিশ্বাসী ভক্তের জন্যই দেওয়া হয়েছে।


কিন্তু যীশু তাঁকে বললেন, এখন এ রকম হওয়াই সঙ্গত। কারণ এভাবেই ঈশ্বরের বিধান আমাদের পালন করতে হবে। যোহন তখন সম্মত হলেন।


যেন তিনি সেই বিধানের অধীন লোকদের উদ্ধার করতে পারেন এবং আমরা ঈশ্বরের সন্তান হতে পারি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন