Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 তোমাদের সঙ্গে সাক্ষাতের জন্য আমি খুবই ইচ্ছুক, কারণ তোমাদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের আত্মিক আশীর্বাদের অংশীদার করে নিতে চাই,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 কেননা আমি তোমাদের দেখবার আকাঙ্খা করছি, যেন তোমাদেরকে এমন কোন রূহানিক বর দিই, যা তোমাদেরকে শক্তিশালী করে তোলে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে আছি, যেন আমি তোমাদের কাছে কোনো আত্মিক বরদান প্রদান করে তোমাদের শক্তিশালী করে তুলতে পারি—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 কেননা আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন তোমাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করি, যাহাতে তোমরা স্থিরীকৃত হও;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি তোমাদের দেখার জন্য বড়ই উৎসুক। তোমাদের শক্তিশালী করে তোলার জন্য আমি সকলকে কিছু আত্মিক বর দিতে চাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 কারণ আমি তোমাদের দেখার জন্য ইচ্ছা করছি, যেন আমি তোমাদের এমন কোন আত্মিক অনুগ্রহ দিতে পারি যাতে তোমরা মজবুত হতে পার;

অধ্যায় দেখুন কপি




রোমীয় 1:11
32 ক্রস রেফারেন্স  

সেইজন্য এ সব কথা বারবার তোমাদের স্মরণ করিয়ে দিতে আমি ইতস্ততঃ করি না। যদিও এ সবই তোমরা জান এবং যে সত্য তোমরা জেনেছ সেই সত্যেই তোমরা এখন সংস্থিত।


ঈশ্বরের মহিমা প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে চিরায়ত হোক। তিনিই পরম প্রাজ্ঞ। যীশু খ্রীষ্টের যে সুসমাচার আমি ঘোষণা করেছি, সেই অনুযায়ী তিনিই তোমাদের দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম। এই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব, যা বহুযুগ ধরে অব্যক্ত ছিল, তা এখন অভিব্যক্ত হয়েছে। সনাতন ঈশ্বরের নির্দেশেই তা সর্বজাতির কাছে প্রকাশিত হয়েছে যেন তারাও তা বিশ্বাস করে ঈশ্বরের অনুগত হয়। প্রবক্তা নবীরা শাস্ত্রে এ সম্পর্কেই ভবিষ্যদ্বাণী করেছেন। সেই ঈশ্বরের মহিমা যুগে যুগে উদ্ভাসিত হোক। আমেন।


কিন্তু প্রভু নির্ভরযোগ্য, তিনিই তোমাদের প্রতিষ্ঠিত করবেন ও মন্দের প্রভাব থেকে রক্ষা করবেন।


আমি নিশ্চিত জানি, আমি খ্রীষ্টের আশীর্বাদের পূর্ণ সম্ভার নিয়েই তোমাদের কাছে যাব।


সীলকে আমি বিশ্বস্ত ভ্রাতা বলে মনে করি, তাকে দিয়ে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত পত্রটি আমি লিখলাম। আমি তোমাদের উৎসাহ দিতে চাই এবং এই সাক্ষ্য দিচ্ছি যে এই-ই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ লাভের প্রকৃত পন্থা। তোমরা এই পথেই স্থির থাক।


যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।


তিনি তোমাদের হৃদয়ে প্রেরণা দান করুন এবং সর্বপ্রকার শুভকর্মে ও কথায় তোমাদের সুপ্রতিষ্ঠা করুন।


পৌল যখন তাদের উপরে হস্তার্পণ করলেন, পবিত্র আত্মা এসে তাদের উপর অধিষ্ঠান করলেন। তারা তখন বিভিন্ন ভাষায় কথা বলতে লাগল এবং ভবিষ্যদ্বাণী করতে লাগল।


এর ফলে মণ্ডলীর বিশ্বাস দৃঢ় হতে লাগল এবং সভ্যসংখ্যাও দিনে দিনে বাড়তে লাগল।


পরের দিন ভোরবেলায় লোকেরা তেকোযার কাছে বনভূমিতে চলে গেল। যাত্রার প্রাক্কালে রাজা যিহোশাফট তাদের উদ্দেশে এই কথাগুলি বললেনঃ যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর ভরসা রাখ, তাহলে তোমরা অটল ও অবিচল থাকবে। তাঁর ভক্ত নবীদের কথা বিশ্বাস করেব, তাহলে তোমরা সফল হবে।


প্রভু যীশু যখন তাঁর ভক্ত প্রজাবৃন্দ সহ আবির্ভূত হবেন তখন যেন ঈশ্বর যিনি আমাদের পিতা, তাঁর সম্মুখে তোমাদের হৃদয় পবিত্র নিষ্কলঙ্ক অবস্থায় স্থিরপ্রতিষ্ঠ থাকে।


তিমথীকে পাঠাব তোমাদের কাছে। তিনি আমাদের ভ্রাতা এবং সহকর্মী। আমাদের মতই খ্রীষ্টের সুসমাচার প্রচার করে ঈশ্বরের সেবা করেন। তিনি তোমাদের বিশ্বাসে প্রতিষ্ঠিত এবং উৎসাহিত করবেন,


সুতরাং প্রিয় বন্ধুগণ, তোমরাই আমার আনন্দ, আমার গৌরব! তোমাদের দেখার জন্য আমার মন উদ্‌গ্রীব। তোমরা প্রভুর আদর্শে অবিচল থাক।


কারণ তিনি তোমাদের সকলকে দেখার জন্য কাতর, তাঁর অসুখের কথা তোমরা শুনেছ বলে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন।


ঈশ্বর জানেন, তোমাদের দেখতে আমার কত ইচ্ছা, খ্রীষ্ট যীশুর হৃদয় যেমন সকলের জন্য স্নেহে বিগলিত তেমনি আমার হৃদয়।


তোমাদের প্রতি ঈশ্বরের অপার অনুগ্রহের পরিচয় পেয়ে তারা তোমাদের জন্য প্রার্থনা করবে এবং তোমাদের দেখার জন্য উৎসুক হবে।


খ্রীষ্টের মাঝে ঈশ্বর তোমাদের এবং আমাদের প্রতিষ্ঠির করেছেন। তিনিই আমাদের অভিষিক্ত করেছেন,


যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে আমি আনন্দের সঙ্গে তোমাদের কাছে যাব এবং কিছুদিন তোমাদের সঙ্গে অবকাশ উপভোগ করব।


কিন্তু এখন এ অঞ্চলে আমার কাজ শেষ হয়েছে। বহু বছর ধরে তোমাদের কাছে যাবার প্রবল বাসনা আমার ছিল,


এই সমস্ত ঘটনার পর পৌল ম্যাসিডন ও আখায়া পরিদর্শন করে জেরুশালেমে যাওয়া স্থির করলেন। তিনি বললেন, সেখান থেকে আমি রোমেও যাব।


মৃত অমনোনের জন্য দাউদের শোকের আবেগ কমে এলে পুত্র অবশালোমের জন্য তাঁর মন আকুল হয়ে উঠল।


নানা ধরণের বিচিত্র মতবাদের দ্বারা বিভ্রান্ত হয়ো না। ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের মনের পুষ্টি হয়, কোন খাদ্যবস্তুর দ্বারা নয়। প্রকৃতপক্ষে খাদ্য-অখাদ্যের বিচার করে কেউ কোনদিন উপকৃত হয়নি।


কারণ আমরা যে যীশুর কথা প্রচার করেছি তিনি ছাড়া অন্য কোন যীশুর কথা কেউ যদি এসে প্রচার করে, কিম্বা যে আত্মা তোমরা পেয়েছ তাছাড়া অন্য কোন আত্মার কথা বলে অথবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তাছাড়া অন্য কোন সুসমাচার প্রচার করে, তোমরা তো দেখি বেশ ভালভাবেই তাকে মেনে নাও।


এই সময় দেশের জন্য দাউদের খুব মন খারাপ করাতে তিনি বললেন, যদি কেউ বেথলেহেমের তোরণদ্বারের পাশের কুয়ো থেকে জল এনে আমায় খাওয়াত-তাহলে কি ভালই না হত।


তোমার পৈতৃক নিবাসে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে তুমি চলে এসেছ, কিন্তু আমার বিগ্রহগুলি তুমি চুরি করে আনলে কেন?


যেন তোমরা ও আমি উভয় পক্ষই, পারস্পরিক বিশ্বাসের সাহচর্যে নতুনভাবে উদ্দীপিত হই।


এই বিশ্বাসেই আমি মনে করেছিলাম যে প্রথমে আমি তোমাদের কাছে যাব যেন তোমরা দু'বার আনন্দলাভ করতে পার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন