Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যীশু খ্রীষ্টের সেবক,* প্রেরিত শিষ্যরূপে আহূত, ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য নিযুক্ত আমি পৌল এই পত্রখানি লিখছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমি পৌল, ঈসা মসীহের গোলাম, প্রেরিত হবার জন্য আহ্বান প্রাপ্ত এবং আল্লাহ্‌র ইঞ্জিলের জন্য পৃথক্‌কৃত—

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পৌল, খ্রীষ্ট যীশুর একজন ক্রীতদাস, প্রেরিতশিষ্যরূপে আহূত ও ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য নিযুক্ত—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পৌল, যীশু খ্রীষ্টের দাস, আহূত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথক্‌কৃত—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 যীশু খ্রীষ্টের দাস পৌলের কাছ থেকে ঈশ্বর আমাকে প্রেরিত হবার জন্য আহ্বান করেছেন। সমস্ত মানুষের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য আমাকে মনোনীত করা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পৌল, একজন যীশু খ্রীষ্টের দাস, প্রেরিত হবার জন্য ডাকা হয়েছে এবং ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য আলাদা ভাবে মনোনীত করেছেন,

অধ্যায় দেখুন কপি




রোমীয় 1:1
73 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভু তাঁকে বললেন, তুমি যাও, কারণ সে আমার মনোনীত পাত্র। সে অইহুদীদের কাছে, রাজন্যবর্গের কাছে ও ইসরায়েল জাতির কাছে আমার নাম প্রচার করবে।


ঈশ্বরদত্ত এই অধিকারবলে যীশুখ্রীষ্টের সেবকরূপে আমি সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করার জন্য নিযুক্ত হয়েছি যাতে তারাও পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয়ে ঈশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গিত হতে পারে।


ঈশ্বরের ইচ্ছানুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিত শিষ্য হওয়ার জন্য আহূত আমি পৌল এবং আমাদের ভ্রাতা সোন্থেনেস্ এই পত্র লিখছি।


কলোসী নগরের খ্রীষ্টাশ্রিত সকল ভক্তজন ও বিশ্বস্ত ভ্রাতৃবৃন্দ সমীপেষু: আমাদের পিতার ঈশ্বর তোমাদের মঙ্কল করুন, শান্তি দিন!


মাতৃজঠরে সৃষ্টির পূর্বে আমি তোমাকে মনোনীত করেছি। তোমার জন্মের আগেই জাতিবৃন্দের কাছে নবীর ভূমিকা গ্রহণের জন্য তোমাকে আমি অভিষিক্ত করেছি এবং পবিত্র করে নিযুক্ত করেছি।


ঈশ্বরের দাস এবং যীশু খ্রীষ্টের প্রেরিত-শিষ্য আমি পৌল, ঈশ্বরের মনোনীতদের কাছে এমন ধর্মসঙ্গত বিশ্বাস এবং সত্যজ্ঞান প্রচারের জন্য নির্বাচিত যার মূলে রয়েছে শাশ্বত জীবনের আশা। মিথ্যাভাষণ যাঁর স্বভাববিরুদ্ধ সেই ঈশ্বর আদিকালে আমাদের এই জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন


সমস্ত অন্তর দিয়ে তাঁর পুত্র সম্বন্ধে সুসমাচার প্রচার করে আমি ঈশ্বরের সেবা করি। আমি যে আমার প্রার্থনায় অবিরত তেআমাদের স্মরণ করে থাকি এ বিষয়ে ঈশ্বরই আমার সাক্ষী।


ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য আমি পৌল এবং ভ্রাতা তিমথী এই পত্র লিখছি। করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলীর এবং আখায়া প্রদেশের সকল ভক্তজন সমীপে আমাদের এই নিবেদন।


আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত-শিষ্য নই? আমাদের প্রভু যীশুকে কি আমি দেখি নি? আমিই কি প্রভুর অধীনে তোমাদের গড়ে তুলিনি?


এই সুসমাচারের জন্যই আমি প্রচারক, প্রেরিতশিষ্য এবং শিক্ষকরূপে নিযুক্ত হয়েছি


আমি পৌল, আমাদের পরিত্রাতা ঈশ্বর এবং আশা-ভরসা খ্রীষ্ট যীশুর আদেশ বলে যীশুর প্রেরিত শিষ্যরপে নিযুক্ত।


গালাতীয়ার সমস্ত মণ্ডলীর কাছে আমি প্রেরিত শিষ্য পৌল এবং আমার সঙ্গীরা এই পত্র লিখছি। কোন মানুষের সুপারিশে বা কোন মানুষের দ্বারা প্রেরিতশিষ্য পদে আমি নিযুক্ত হইনি। স্বয়ং যীশু খ্রীষ্ট এবং যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই পিতা ঈশ্বরই আমাকে নিযুক্ত করেছেন।


ঠিক এই কথাটা ঘোষণা করার জন্যই আমাকে প্রেরিত শিষ্যরূপে নিয়োগ করা হয়েছে। একথা মিথ্যা নয়, সর্বাংশে সত্য। আমি নিযুক্ত হয়এছি যাতে অন্যান্য জাতির মানুষকে প্রকৃত সত্যের স্বরূপ সম্বন্ধে শিক্ষা দিতে পারি এবং তাদের মনে বিশ্বাস জন্মাতে পারি।


তোমরা জান যে এর আগে যদিও ফিলিপীতে আমাদের অনেক দুঃখকষ্ট ও লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল, তবুও ঈশ্বরের সহায়তায় আমরা অনেক বাধাবিপত্তি সত্ত্বেও তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।


তাঁর দ্বারা আমরা ঐশী অনুগ্রহ পেয়েছি, তাঁর নামে প্রেরিত হয়েছি সর্বমানবেরর কাছে যেন তারার সকলেই বিশ্বাস করে তাঁর অনুগামী হয়।


ফিলিপী নিবাসী খ্রীষ্ট যীশুতে আশ্রিত সকল ভক্তজন এবং তাঁদের ধর্মপাল ও পরিচারকবর্গ সমীপে — খ্রীষ্ট যীশুরর সেবক পৌল ও তিমথী:


যীশু খ্রীষ্টের প্রকাশিত বাক্য। প্রভু পরমেশ্বর স্বয়ং এই বাক্য প্রকাশ করলেন যেন, অনতিবিলম্বে যা অবশ্যই ঘটবে সেই সমস্ত বিষয় তিনি তাঁর সেবকদের অবহিত করতে পারেন। খ্রীষ্ট স্বর্গ‍দূত পাঠিয়ে তাঁর সেবক যোহনের কাছে সেই সমস্ত বিষয় ব্যক্ত করেছেন।


যারা ঈশ্বরের আহূত, তাঁর প্রীতিভাজন এবং যীশু খ্রীষ্টেরর জন্য সংরক্ষিত, তাদের সমীপে আমি যীশু খ্রীষ্টের সেবক যাকোবের ভ্রাতা যিহুদা তোমাদের এই পত্র লিখছি।


ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের ধার্মিকতার গুণে যারার আমাদের ধর্মবিশ্বাসের অধিকারী হয়েছ তোমাদের সকলের কাছে আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের সেবক ও প্রেরিতশিষ্য এই পত্র লিখছি।


ইসরায়েলীদের দ্বাদশ গোষ্ঠীর প্রবাসীজন সমীপে —ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টেরর দাস যাকোবেরর প্রীতি সম্ভাষণ।


পৌরোহিত্যের এই পদমর্যাদা কেউ নিজে থেকে গ্রহণ করতে পারে না, কিন্তু হারোণের মত তিনি ঈশ্বরের আহ্বানে এই পদে নিযুক্ত হন।


সকল কণ্ঠ যীশু খ্রীষ্টকে ‘প্রভু’ বলে ঘোষণা করে পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে।


তিনিই ঈশ্বরভক্তদের সেবাকর্মে দক্ষ করে তোলার জন্য এবং খ্রীষ্টের দেহরূপী মণ্ডলীকে সংগঠিত করার জন্য কযেকজনকে প্রেরিতশিষ্যরূপে, কয়েকজনকে নবীরূপে, কিছু লোককে সংঘপাল ও শিক্ষাগুরুরূপে মনোনীত করেছেন,


তোমরা, যারা সত্যের বাণী, পরিত্রাণের সুসমাচার শুনেছ ও বিশ্বাস করেছ, তোমরাও সেই খ্রীষ্টেরই মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ।


আমি নির্বোধের মত আচরণ করেছি, তোমরাই আমাকে এরকম করতে বাধ্য করেছ। কারণ তোমাদের উচিত ছিল আমার সুখ্যাতি করা। যদিও আমি নগণ্য তবুও সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে নিকৃষ্ট নই।


আমি মনে করি, সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে আমি নিকৃষ্ট নই।


আমরা আত্মপ্রচার করি না, খ্রীষ্ট যীশুকেই ‘প্রভু’ বলে প্রচার এবং যীশুর জন্য নিজেদের পরিচয় দিই তোমাদের দাস বলে।


সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি কারণ এ হল ঈশ্বরের সেই শক্তি, যা সমস্ত ভক্তকে উদ্ধার করে। প্রথমে ইহুদী পরে অড়্যান্য সমস্ত জাতি এর দ্বারা উদ্ধার পায়।


তিনি আমাকে বললেন, ‘চলে যাও, কারণ আমি তোমাকে অনেক দূরে, অইহুদীদের কাছে পাঠাব।’


আমি মাটিতে পড়ে গেলাম আর শুনলাম, একটি কণ্ঠস্বর আমাকে বলছে, ‘পৌল, কেন তুমি আমাকে নির্যাতন করছ?’


আমার নিজের বিচারে আমার জীবন নগণ্য। প্রভু যীশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি ও সেবাব্রত গ্রহণ করেছি তা যদি পালন ও উদ্‌যাপন করতে পারি তাহলেই আমার কর্তব্য সুসম্পন্ন হবে।


কিন্তু তিনি আমাকে বললেন, “ক্ষান্ত হও, আমি তোমার এবং তোমার নবী ভ্রাতাদের সহকর্মী সেবকমাত্র। যারা এই গ্রন্থের নির্দেশসমূহ পালন করে আমি তাদেরও সহকর্মী সেবক। তুমি প্রভু পরমেশ্বরেরই আরাধনা কর।”


ঈশ্বরের কাছ থেকে যে দায়িত্ব আমি গ্রহণ করেছি তা পালনের জন্যই আমি সেই মণ্ডলীর সেবক হয়েছি যেন তোমাদের মঙ্গলের জন্য ঈশ্বরের বাণী সম্পূর্ণভাবে প্রচার করতে পারি।


ইফিসাসের ভক্ত ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী পুণ্যশ্লোক মণ্ডলী সমীপেষু — আমি পৌল, ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত ও খ্রীষ্ট যীশুর প্রেরিত শিষ্য এই পত্র লিখছি।


ঈশ্বরের মহিমা প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে চিরায়ত হোক। তিনিই পরম প্রাজ্ঞ। যীশু খ্রীষ্টের যে সুসমাচার আমি ঘোষণা করেছি, সেই অনুযায়ী তিনিই তোমাদের দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম। এই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব, যা বহুযুগ ধরে অব্যক্ত ছিল, তা এখন অভিব্যক্ত হয়েছে। সনাতন ঈশ্বরের নির্দেশেই তা সর্বজাতির কাছে প্রকাশিত হয়েছে যেন তারাও তা বিশ্বাস করে ঈশ্বরের অনুগত হয়। প্রবক্তা নবীরা শাস্ত্রে এ সম্পর্কেই ভবিষ্যদ্বাণী করেছেন। সেই ঈশ্বরের মহিমা যুগে যুগে উদ্ভাসিত হোক। আমেন।


এইসব লোকদের এড়িয়ে চল, কারণ তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সেবা করে না, নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টায় লিপ্ত থাকে এবং স্তুতিবাদ ও তোষামোদে তারা সরল ব্যক্তিদের মন ভুলায়।


আমি নিশ্চিত জানি, আমি খ্রীষ্টের আশীর্বাদের পূর্ণ সম্ভার নিয়েই তোমাদের কাছে যাব।


তোমরা যারা ইহুদী নও, আমি তোমাদেরই বলছি, আমি তোমাদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরিত। এই সেবাব্রতের জন্য আমি গর্ব অনুভব করি।


আমি যে ঈশ্বরের দাস, যাঁর আরাধনা আমি করি, সেই ঈশ্বরের দূত গত রাত্রে আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন,


আগ্রিপ্প পৌলকে বললেন, আত্মপক্ষ সমর্থন করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হল। পৌল তখন হাত সামনে মেলে ধরে আত্মপক্ষ সমর্থনে বলতে আরম্ভ করলেনঃ


তখন শৌল, যিনি পৌল নামেও পরিচিত, পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে সোজাসুজি যাদুকরের দিকে চেয়ে


এখন থেকে আমি আর তোমাদের দাস বলব না। কারণ কোন দাস জানে না তার মনিব কি করেন।


যে আমার সেবক হতে চায় তাকে হতে হবে আমার অনুগামী। তাহলে আমি যেখানে থাকব আমার সেবকও সেইখানেই থাকবে। যে আমার সেবক হবে তাকে আমার পিতা সম্মানিত করবেন।


শোন আমার কথা হে সুদূরের জাতিবৃন্দ, শোন তোমরা বসতি যাদের বহুদূরে! প্রভু পরমেশ্বর আমার জন্মের পূর্বেই মনোনীত করেছেন আমাকে, করেছেন নিয়োগ আমায় তাঁর দাসের পদে।


এঁর জ্যেষ্ঠ পুত্র অম্রম ছিলেন মোশি ও হারোণের পিতা। (হারোণ ও তাঁর বংশধরদের মন্দিরের পবিত্র আসবাবপত্র রক্ষা, পরমেশ্বরের উপাসনায় ধূপ জ্বালানো, প্রভুর পরিচর্যা ও লোকদের প্রভুর নামে আশীর্বাদ করার কাজে চিরতরে নিযুক্ত করা হয়েছিল।


এই সময় প্রভু পরমেশ্বর চুক্তি সিন্দুকটি বহন করা, তাঁর পরিচর্যা করা এবং প্রভু পরমেশ্বরের নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য লেবির বংশধরদের পৃথক করে নিযুক্ত করলেন। আজ পর্যন্ত তারা সেই কাজই করে চলেছে।


এর পরে তিনি আমাকে বললেন, “এই সমস্ত কথা বিশ্বাসযোগ্য ও সত্য।” যে সব ঘটনা অচিরে অবশ্যই ঘটবে তা তাঁর সেবকদের কাছে ব্যক্ত করার জন্য প্রভু পরমেশ্বর তাঁর দূতকে পাঠিয়েছেন। তিনিই নবীদের অনুপ্রাণিত করেন।


বস্তুতঃ এই রকম একজন প্রধান পুরোহিতই আমাদের পক্ষে উপযুক্ত। যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক, পাপীদের চেয়ে ভিন্ন এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত।


আমরা মাটিতে পড়ে গেলাম। আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর হিব্রুভাষায় আমাকে বলছে, ‘শৌল, শৌল, কেন তুমি আমাকে নির্যাতন করছ? অঙ্কুশের মুখে মুষ্ট্যাঘাত করলে তুমিই আহত হবে।’


সেনানায়ক তাঁকে অনুমতি দিলে তিনি সিঁড়ির ধাপের উপরে দাঁড়িয়ে জনতার দিকে হাত তুলে ইসারা করলেন। স্তব্ধতা নেমে এলে তিনি হিব্রু ভাষায় বলতে আরম্ভ করলেনঃ


মনে রেখো আমার কথা, ‘দাস তার মনিবের চেয়ে বড় নয়।’ তারা যদি আমাকে নির্যাতন করেত পারে তাহলে তোমাদেরও নির্যাতন করবে। যদি তারা আমার কথা শুনত তাহলে তোমাদের কথাও শুনত।


যোহন কারাগারে বন্দী হওয়অর পর যীশু গালীল প্রদেশে গিয়ে ঈশ্বরের এই সুসমাচার প্রচার করতে লাগলেন।:


খ্রীষ্টের সুসমাচার প্রচার করার জন্য আমি যখন ত্রোয়া বন্দরে গিয়েছিলাম তখন প্রভু সেখানে আমার সামনে প্রচারের একটি সুযোগ এনে দিয়েছিলাম,


আমি কোন অর্থ গ্রহণ না করে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছি, তোমাদের উন্নতির জন্য আমি নিজেকে অবনত করেছি, এতে কি আমার রকেআন অপরাধ হয়েছে?


তোমাদের প্রতি এই গভীর ভালবাসার জন্য তোমাদের কাছে কেবলমাত্র ঈশ্বরের সুসমাচার নয়, আমরা নিজেদেরও সানন্দে বিলিয়ে দিতে পারতাম, আমাদের কাছে তোমরা এতই প্রিয়।


বন্ধুগণ, আমাদের পরিশ্রম ও কষ্ট স্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে, তোমাদের কাছে সুসমাচার প্রচার করার সময় আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য আমরা দিনরাত পরিশ্রম করে জীবিকা অর্জন করেছি।


বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন