রূতের বিবরণ 4:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 তখন বোয়স রূথকে তাঁর স্ত্রীরূপে ঘরে নিয়ে গেলেন। প্রভু পরমেশ্বরের আশীর্বাদে সে একটি পুত্র সন্তানের জননী হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে বোয়স রূৎকে বিয়ে করলে তিনি তাঁর স্ত্রী হলেন এবং বোয়স তাঁর কাছে গমন করলে তিনি মাবুদের কাছ থেকে গর্ভধারণের শক্তি পেয়ে পুত্র প্রসব করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাই বোয়স রূতকে গ্রহণ করলেন এবং সে তাঁর স্ত্রী হল। এরপর বোয়স তার কাছে গেলে, সদাপ্রভু রূতকে গর্ভধারণ করার শক্তি দিলেন এবং সে এক ছেলের জন্ম দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে বোয়স রূৎকে বিবাহ করিলে তিনি তাঁহার স্ত্রী হইলেন, এবং বোয়স তাঁহার কাছে গমন করিলে তিনি সদাপ্রভু হইতে গর্ভধারণশক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বোয়স রূতকে বিয়ে করলো। প্রভুর আশীর্বাদে রূৎ গর্ভবতী হল। সে একটি পুত্রের জন্ম দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 পরে বোয়স রূতকে বিয়ে করলে তিনি তাঁর স্ত্রী হলেন এবং বোয়স তাঁর কাছে গেলে তিনি সদাপ্রভু থেকে গর্ভধারণশক্তি পেয়ে ছেলে প্রসব করলেন। অধ্যায় দেখুন |