Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 3:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 জিজ্ঞাসা করলেন, কে তুমি! রূথ বললেন, আমি আপনার দাসী রূথ। আপনি আমাদের নিকট আত্মীয়, তাই আপনারই দায়িত্ব আমাদের দেখাশোনা করা। আপনি অনুগ্রহ করে আমাকে বিবাহ করুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে জবাবে বললো, আমি আপনার বাঁদী রূৎ; আপনার এই বাঁদীর উপরে আপনি আপনার পাখা মেলে ধরুন, কারণ আপনি মুক্তিকর্তা জ্ঞাতি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 বোয়স তাকে জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” সে উত্তর দিল, “আমি আপনার দাসী রূত, আপনার দাসীর উপর আপনার চাদর ঢেকে দিন। কারণ আপনি আমাদের পরিবারের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? সে উত্তর করিল, আমি আপনার দাসী রূৎ; আপনার এই দাসীর উপরে আপনি নিজ পক্ষ বিস্তার করুন, কারণ আপনি মুক্তিকর্ত্তা জ্ঞাতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 বোয়স জিজ্ঞাসা করল, “কে তুমি?” নারী বলল, “আমি রূৎ‌, আপনার দাসী। আপনার চাদর আমার গায়ে বিছিয়ে দিন। আপনি আমার রক্ষাকর্তা।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তখন তিনি জিজ্ঞাসা করলেন, “তুমি কে গো?” সে উত্তর করল, “আমি আপনার দাসী রূত; আপনার এই দাসীর উপরে আপনি নিজের পোশাক আমার উপরে বিস্তার করুন, কারণ আপনি মুক্তিদাতা জ্ঞাতি।”

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 3:9
10 ক্রস রেফারেন্স  

আর একদিন আমি আবার সেখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম, তুমি বিবাহযোগ্যা হয়েছ। আমি আমার বসনে আবৃত করলাম তোমার বিবসনা দেহ বল্লরী। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। পরিণয়-ডোরে আবদ্ধ হলাম তোমার সঙ্গে। তুমি হলে আমার একান্ত আপন। —এ কথা বলেছেন সর্বাধিপতি প্রভু।


নয়মী উচ্চ কন্ঠে বললেন, ঈশ্বর বোয়সকে আশীর্বাদ করুন। ঈশ্বর সদাজাগ্রত। তিনি জীবিত মৃত সকলের প্রতি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন। বোয়স আমাদের নিকটতম আত্মীয়দের মধ্যে একজন। আমাদের দেখাশোনা করার দায়িত্ব তাঁরও রয়েছে।


এ কথা ঠিক যে আমি তোমাদের একজন নিকট আত্নীয় আর তোমার প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু আর একজন আছেন যিনি আমার চেয়ে তোমাদের আরও নিকট আত্মীয়।


যারা নিজেদের উচ্চ সম্মানে ভূষিত করে, তাদের অবনত করা হবে এবং যারা নিজেদের নত করে রাখে, তাদের উচ্চ সম্মানে ভূষিত করা হবে।


অবিগল মাটিতে উবুড় হয়ে দাউদের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, প্রভু, আপনার এই দাসী আপনার সেবার জন্য প্রস্তুত। আপনি আদেশ করলে আপনার দাসদেরও আমি পা ধোয়াতে পারি।


মাঝ রাতে হঠাৎ বোয়সের ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখলেন একজন স্ত্রীলোক তাঁর পায়ের কাছে শুয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে


তিনি বললেন, ঈশ্বর তোমারে আশীর্বাদ করুন। তুমি তোমার শাশুড়ির জন্য যা করেছ তার চেয়ে তুমি এখন যা করছ, তাতে তুমি পরিবারের প্রতি আরও বেশী আনুগত্য দেখিয়েছ। তুমি আরও তরুণ একজনকে বেছে নিতে পারতে সে ধনী হোক বা দরিদ্র হোক, কিন্তু তুমি তা করো নি।


আমি মনে করি এ বিষয় আপনার জানা দরকার। যদি আপনি ওটা কিনতে চান তাহলে এখানে যাঁরা বসে আছেন তাঁদের সামনে আপনি কিনে নিন। আর যদি কিনতে না চান তাহলে বলুন, কারণ ঐ জমি কেনার অধিকার প্রথমে আপনার তারপর আমার। লোকটি বললেন, আমি ঐ জমি কিনব।


লোকটি বললেন, এ ক্ষেত্রে আমি ঐ জমি কিনবার অধিকার ত্যাগ করছি কারণ তাহলে ঐ জমির উপর আমার বংশের অধিকার থাকবে না। তুমিই বরং কিনে নাও, আমি কিনব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন