Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 3:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তখন রূথ সেই শস্য ঝাড়াই করার জায়গায় গেল এবং তার শাশুড়ীর কথা মত কাজ করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে সে ঐ খামারে নেমে গিয়ে তার শাশুড়ী যা যা হুকুম করেছিল, সকল কিছুই করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তাই রূত খামারে নেমে গেল এবং তার শাশুড়ির কথামতো সবকিছু করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে সে ঐ খামারে নামিয়া গিয়া তাহার শাশুড়ী যাহা যাহা আদেশ করিয়াছিল, সমস্তই করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 শস্য মাড়াইয়ের জায়গায় রূৎ‌ চলে গেল। শাশুড়ী যা বলেছে সেই মতো সবই করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে সে ঐ খামারে নেমে গিয়ে তার শাশুড়ী যা যা আদেশ করেছিল, সমস্তই করল।

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 3:6
7 ক্রস রেফারেন্স  

বৎস, তোমরা পিতার উপদেশ শোন, অগ্রাহ্য করো না তোমার জননীর শিক্ষা।


যীশুর জননী তখন ভৃত্যদের বললেন, ইনি তোমাদের যা বলেন, তাই কর।


পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।


আমার আদেশ যদি পালন কর তাহলেই তোমরা হবে আমার সুহৃদ।


রূথ বলল, বেশ, আমি তাই করব।


খাওয়াদাওয়া সেরে বোয়স প্রফুল্ল মনে যবের স্তূপের উপরে শুয়ে পড়লেন। রূথ তখন সন্তর্পণে গিয়ে বোয়সের পায়ের চাদর তুলে পায়ের কাছে শুয়ে পড়ল।


মর্দখয়ের পরামর্শ অনুযায়ী ইষ্টের এ কথা গোপন করলেন যে তিনি একজন ইহুদী কন্যা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন