Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 3:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 কিছুদিন পরে নয়মী রূথকে বললেন, তোমার জন্য আমি একজন পাত্রের সন্ধান করব, তাহলে তোমার নিজের সংসার হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে তার শাশুড়ী নয়মী তাকে বললো, বৎসে, তোমার যাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করবো না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 একদিন রূতের শাশুড়ি নয়মী তাকে বলল, “বাছা আমার, আমি কি তোমার জন্য এমন একটি ঘর দেখব না যেখানে তোমার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তুমি পেতে পারবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে তাহার শাশুড়ী নয়মী তাহাকে কহিল, বৎসে, তোমার যাহাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এক দিন নয়মী রূতকে বলল, “ওগো মেয়ে, হয়তো তোমার জন্য আমার একটি বর এবং একটি সুন্দর বাড়ী খোঁজা উচিৎ‌। তোমার ভালই হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পরে তার শাশুড়ী নয়মী তাকে বলল, “বৎসে, তোমার যাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করব না?

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 3:1
10 ক্রস রেফারেন্স  

তাঁর ইচ্ছায় তোমরা আবার বিয়ে করে নতুনভাবে সংসার পাত। নয়মী তাদের বিদায় চুম্বন দিলেন। পুত্রবধূরা কাঁদতে কাঁদতে


কিন্তু কোন ব্যক্তি যদি তার আত্মীয়-স্বজনদের, বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তার খ্রীষ্টবিশ্বাস ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীদের চেয়েও মন্দ। বিধবা প্রসঙ্গ


আমি চাই অল্পবয়সী বিধবারা বরং বিবাহ করে ঘর-সংসার করুক, জননী হোক, যাতে নিন্দুকরা খুঁত ধরতে না পারে।


স্বহস্তের শ্রম-ফল তুমি ভোগ করবে, সুখী হবে তুমি, মঙ্গল হবে তোমার।


কেউ যদি মনে করে, সে তার বাগদত্তা বধূর প্রতি সঙ্গত আচরণ করতে পারছে না, যদি তার কামনা প্রবল হয় এবং সে সম্পর্কে কিছু করার প্রয়োজনীয়তা বোধ করে, তাহলে সে তার বিবাহের ইচ্ছা পূর্ণ করুক। তাতে কোন পাপ হবে না।


তাঁর যে সমস্ত বিধি নির্দেশ আজ আমি তোমাদের জ্ঞাত করলাম তা তোমরা পালন করবে তাহলে তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ বংশধরদের কল্যাণ হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের চিরতরে দান করেছেন সেই দেশে তোমরা দীর্ঘকাল বাস করতে পারবে।


আপনার অবস্থা যখন ভাল হবে তখন দয়া করে ফারাও-এর কাছে আমার কথা উল্লেখ করবেন এবং এই কারাগার থেকে আমাকে মুক্ত করবেন।


তাই যতদিন যব আর গম কাটার কাজ চলল ততদিন রূথ তাদের সঙ্গেই শস্য সংগ্রহ করল এবং শাশুড়ীর সঙ্গেই বসবাস করতে লাগল।


মনে রেখ, যে বোয়সের ক্ষেতে মেয়েদের সঙ্গে তুমি কাজ করছ সেই বোয়স আমাদের আত্মীয়। এখন শোন, আজ সন্ধ্যায় সে যব ঝাড়াই করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন