রূতের বিবরণ 2:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)21 তারপর রূথ বলল, সব চেয়ে ভাল কথা এই যে, তিনি বলেছেন, যতদিন পর্যন্ত তাঁর শ্রমিকদের শস্য কাটা শেষ না হয় ততদিন তাদের সঙ্গে আমিও শস্যের শীষ সংগ্রহ করতে পারব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর মোয়াবীয়া রূত বললো, তিনি আমাকে এও বললেন, আমার সমস্ত ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার ভৃত্যদের সঙ্গে সঙ্গে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 পরে মোয়াবীয় রূত বলল, “তিনি আমাকে আরও বললেন, তুমি আমার দাসদের সঙ্গে থেকো যতক্ষণ না তারা শস্য জমা করার কাজ শেষ করছে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর মোয়াবীয়া রূৎ কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাটা সাঙ্গ না হওয়া পর্য্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 রূৎ বলল, “বোয়স আমাকে ফিরে আসতে বলেছে। বলেছে কাজ করে যেতে। বোয়স বলেছে ফসল কাটার কাজ শেষ হওয়া অবধি আমি যেন তার ভৃত্যদের সঙ্গে ভাল ভাবে কাজকর্ম করি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আর মোয়াবীয়া রূত বলল, “তিনি আমাকে এটাও বললেন, আমার সমস্ত ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাক।” অধ্যায় দেখুন |