Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 2:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 নয়মী উচ্চ কন্ঠে বললেন, ঈশ্বর বোয়সকে আশীর্বাদ করুন। ঈশ্বর সদাজাগ্রত। তিনি জীবিত মৃত সকলের প্রতি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন। বোয়স আমাদের নিকটতম আত্মীয়দের মধ্যে একজন। আমাদের দেখাশোনা করার দায়িত্ব তাঁরও রয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তাতে নয়মী তাঁর পুত্রবধূকে বললো, তিনি সেই মাবুদের দোয়া লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নি। নয়মী আরও বললো, সেই ব্যক্তি আমাদের নিকট সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের এক জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তখন নয়মী রূতকে বলল, “ধন্য সদাপ্রভু যিনি তাঁর দয়া জীবিত ও মৃতদের উপর দেখিয়েছেন।” নয়মী রূতকে আরও বলল, “সে আমাদের পরিবারের এক নিকট আত্মীয় এবং আমাদের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তাহাতে নয়মী আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীর্ব্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। নয়মী আরও কহিল, সেই ব্যক্তি আমাদের নিকট-সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্ত্তা জ্ঞাতিদের মধ্যে এক জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 নয়মী পুত্রবধূকে বলল, “প্রভু তাঁর মঙ্গল করুন। কি জীবিত, কি মৃত সকলের প্রতিই তাঁর দয়ার শেষ নেই।” তারপর সে রূতকে বলল, “বোয়স আমাদের আত্মীয়দের একজন। বোয়স আমাদের রক্ষাকর্তা।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তাতে নয়মী নিজের ছেলের স্ত্রীকে বলল, “তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেননি।” নয়মী আরও বলল, “সেই ব্যক্তি আমাদের কাছের আত্মীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের মধ্যে এক জন।”

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 2:20
15 ক্রস রেফারেন্স  

তখন তিনি তাদের লোক মারফৎ বলে পাঠালেন, তোমাদের রাজার সমাধি দান করে তাঁর প্রতি তোমরা যে আনুগত্য দেখিয়েছ সেজন্য প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন।


বন্ধু নিয়তই তার ভালবাসার পরিচয় দেয়, বিপদের অংশীদার হওয়াই ভাইয়ের কর্তব্য।


তোমাদের কোন ভাই যদি দারিদ্র্যের জন্য তার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে তবে তার নিকটতম আত্মীয়, উদ্ধার করার দায়িত্ব যার উপর ন্যস্ত, সে তার হয়ে সেই বিক্রীত সম্পত্তি পুনরুদ্ধার করবে।


প্রভু আমাকে পরম আনন্দ দিয়েছেন। এতদিন পরে আমার সম্পর্কে তোমাদের আগ্রহ আবার প্রকাশ পেয়েছে। আগ্রহ তোমাদের ছিল, কিন্তু কিছু করার সুযোগ ছিল না।


কারণ আমি জানি আমার একজন মুক্তিকর্তা আছেন। তিনিই অবশেষে আমার উদ্ধারের জন্য আমার পাশে দাঁড়াবেন, আমারই পক্ষ সমর্থন করবেন।


একদিন দাউদ জানতে চাইলেন, শৌলের বংশের আর কি কেউ বেঁচে আছে? যদি থাকে যোনাথনের মুখ চেয়ে তার জন্য আমি কিছু করতে চাই।


স্ত্রীলোকেরা নয়মীকে বলল, প্রভু পরমেশ্বরের প্রশংসা হোক। তিনি তোমার তত্ত্বাবধানের জন্য একটি পৌত্র দিয়েছেন। সে ইসরায়েল জাতির মধ্যে খ্যাতি লাভ করুক।


লোকটি বললেন, এ ক্ষেত্রে আমি ঐ জমি কিনবার অধিকার ত্যাগ করছি কারণ তাহলে ঐ জমির উপর আমার বংশের অধিকার থাকবে না। তুমিই বরং কিনে নাও, আমি কিনব না।


তারপর রূথ বলল, সব চেয়ে ভাল কথা এই যে, তিনি বলেছেন, যতদিন পর্যন্ত তাঁর শ্রমিকদের শস্য কাটা শেষ না হয় ততদিন তাদের সঙ্গে আমিও শস্যের শীষ সংগ্রহ করতে পারব।


এ কথা ঠিক যে আমি তোমাদের একজন নিকট আত্নীয় আর তোমার প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু আর একজন আছেন যিনি আমার চেয়ে তোমাদের আরও নিকট আত্মীয়।


আমি মনে করি এ বিষয় আপনার জানা দরকার। যদি আপনি ওটা কিনতে চান তাহলে এখানে যাঁরা বসে আছেন তাঁদের সামনে আপনি কিনে নিন। আর যদি কিনতে না চান তাহলে বলুন, কারণ ঐ জমি কেনার অধিকার প্রথমে আপনার তারপর আমার। লোকটি বললেন, আমি ঐ জমি কিনব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন