Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রূতের বিবরণ 1:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রায় দশ বৎসর পরে মহলোন এবং কিলীয়োনও মারা গেল। নয়মী স্বামীপুত্র হারিয়ে একা হয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পরে মহলোন ও কিলিয়োন এই দু’জনও ইন্তেকাল করলো, তাতে নয়মী পতিহীন ও উভয় পুত্রবিহীন হয়ে একাই রয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 নয়মীর দুই ছেলে মহলোন ও কিলিয়োনও মারা গেল। তাই নয়মী স্বামী ও দুই ছেলে হারিয়ে একা হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনও মরিয়া গেল, তাহাতে নয়মী পতিহীনা ও উভয়পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 মহলোন এবং কিলিয়োন মারা গেল। স্বামী আর পুত্রদের হারিয়ে নয়মী একাই পড়ে রইল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনই মরে গেল, তাতে নয়মী স্বামীহীন ও পুত্রহীন হয়ে অবশিষ্টা থাকল।

অধ্যায় দেখুন কপি




রূতের বিবরণ 1:5
9 ক্রস রেফারেন্স  

তাঁরা নগর দ্বারের কাছাকাছি গেছেন, এমন সময় দেখতে পেলেন একজন মৃত ব্যক্তিকে লোকেরা বাইরে বয়ে নিয়ে যাচ্ছে। বিধবা মায়ের একমাত্র পুত্র ছিল সে। নগরের অনেক লোক ভিড় করে সেই শোকাতুরা জননীর সঙ্গে সঙ্গে যাচ্ছিল।


তোমার নিজের পাপ তোমার দণ্ডবিধান করবে, আমার কাছ তেকে তোমার এই চলে যাওয়া দোষী সাব্যস্ত করবে তোমায়। আমাকে, তোমার প্রভু পরমেশ্বরকে, ত্যাগ করে যাওয়া, আমার প্রতি আর অনুরক্ত না থাকা –এ যে কত বড় ভুল—কত তিক্ত এ অবস্থা সেদিনই তুমি উপলব্ধি করবে মর্মে মর্মে। আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান ঈশ্বর, বললাম এ কথা।


তখন তুমি বলবে আপন মনে, আমি তো সর্বহারা, হারিয়েছি আমার সন্তানদের, কেউ নেই আর আমার। তবে কে এদের ধারণ করেছে আমার জন্য? আমি ছিলাম নির্বাসিত, বিতাড়িত, পরিত্যক্ত, একাকিনী, কোথা থেকে এই এই সন্তান দল?


এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।


এক সময় সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ হয়। ইফ্রাথা বংশীয় ইলীমেলক নামে এক ব্যক্তি যিহুদীয়া দেশের বেথলেহেমে বাস করতেন। তিনি তখন তাঁর স্ত্রী নয়মী আর তাঁদের দুই ছেলে মহলোন আর কিলীয়োনকে নিয়ে কিছুদিনের জন্য মোয়াব দেশে বাস করতে গেলেন।


তাঁর ছেলে দুটি অর্পা এবং রূথ নামে দুই মোয়াবী কন্যাকে বিবাহ করলেন।


কিছুকাল পরে নয়মী শুনলেন যে প্রভু পরমেশ্বরের আশীর্বাদে দেশে খাদ্য শস্যের প্রচুর ফলন হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন