Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তোমাদের পুত্রকন্যাদের আমি যিহুদীয়ার লোকদের কাছে বিক্রী করব, আর তারা তাদের বিক্রী করবে বহুদূরবর্তী শিবা দেশের মানুষের কাছে—প্রভু বলেছেন এ কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর তোমাদের পুত্রকন্যাদেরও এহুদার সন্তানদের হাতে বিক্রি করবো, তারা তাদের দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রি করবে, কেননা এই কথা মাবুদ বলেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর তোমাদের পুত্রকন্যাগণকেও যিহূদার সন্তানদের হস্তে বিক্রয় করিব, তাহারা তাহাদিগকে দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রয় করিবে, কেননা ইহা সদাপ্রভু বলিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আমি তোমাদের সন্তানদের যিহূদার লোকদের কাছে বিক্রি করব এবং তারা বহু দূরের শিবায়ীয় লোকদের কাছে তাদের বিক্রি করবে।” প্রভু এই কথাগুলি বলেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আমি তোমাদের ছেলে মেয়েদের যিহূদার লোকেদের হাত দিয়ে বিক্রি করব এবং তারা দূরের শিবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে৷ কারণ সদাপ্রভু এই কথা বলেন৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 3:8
12 ক্রস রেফারেন্স  

যারা উৎপীড়ন করেছে তোমায় সন্তানেরা তাদের আসবে তোমার কাছে শ্রদ্ধায় নতশিরে। যারা একদিন ঘৃণায় তাচ্ছিল্য করেছে তোমায় তারা এসে বন্দনা করবে চরণ তোমার। ‘প্রভু পরমেশ্বরের নগরী’ নামে, ‘ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বরের নগরী সিয়োন’ এই নামে তারা পরিচয় দেবে তোমার।


এমন সময় একদল বেদুইন এসে আমাদের আক্রমণ করে সমস্ত পশুপাল লুঠ করে নিয়ে গেল। তারা আপনার দাসদের হত্যা করেছে। আমিই শুধু বেঁচে গেছি। আপনাকে এই সংবাদ জানাচ্ছি।


ফলে ইসরায়েলীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধাগ্নি প্রজ্বলিত হল এবং তিনি তাদের লুঠেরাদের হাতে সমর্পণ করলেন। তারা তাদের উপর হামলা করতে লাগল। তাদের চারপাশের শত্রুদের কাছে তিনি তাদের বিকিয়ে দিলেন। ফলে তারা আর শত্রুদের সামনে দাঁড়াতে পারত না।


মরুপ্রদেশ থেকে আনা হয়েছে একদল উল্লাসে উচ্ছৃঙ্খল জনতা। সেখানে শোনা যাচ্ছে তাদেরই প্রমত্ত কোলাহল। তারা ঐ নারীদের হাতে পরিয়ে দিচ্ছে কঙ্কন, মাথায় তুলে দিচ্ছে শোভাময় মুকুট।


আমার জন্য শেবা থেকে আনা ধূপ, দূর দেশ থেকে আনা সুগন্ধি মশলায় আমাকে খুশী করা যাবে না। আমি ওদের উপহার গ্রহণ করব না, তুষ্ট হব না ওদের বলিদানে।


দেবোরা বললেন, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব, তবে এই অভিযানে তোমার কোন সুখ্যাতি হবে না, কারণ প্রভু একজন নারীর হাতে সিসেরাকে সমর্পণ করবেন। দেবোরা তখন বারাকের সঙ্গে কেদেশ-এ চলে গেলেন।


তার ফলে তিনি তাদের কনানী নৃপতি যাবীনের হাতে তুলে দিলেন। যাবীনের রাজধানী ছিল হাৎ-সোরে। তাঁর সেনাপতি ছিলেন সিসেরা। তিনি বাস করতেন হারোশেৎ-হাগোয়িমে।


একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের, দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে? যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।


তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী, শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।


কিন্তু এখন যারা গ্রাস করবে তোমাদের, তারাও পাবে না অব্যাহতি। তোমাদের সব শত্রুদের নিয়ে যাওয়া হবে বন্দী করে। যারা তোমাদের নিপীড়ন করে, নিপীড়িত হবে তারা, যারা তোমাদের দ্রব্য লুণ্ঠন করে, তারাও হবে লুণ্ঠিত।


শেবা ও দেদানের লোকেরা, স্পেনের বণিকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, আক্রমণ ও লুঠতরাজ করার জন্যই কি তুমি সৈন্য সমাবেশ করেছ? তুমি কি সোনা-রূপো, পশুপাল ও ধনসম্পদের লোভে এখানে এসে হাজির হয়েছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন