Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 3:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসুক, একত্র হোক বিচার ভূমিতে। (হে প্রভু, তোমার সেনাদলও সমাবেশকর সেখানে)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 হে চারদিকের জাতিরা, তোমরা সকলে ত্বরা কর, এসো, জমায়েত হও; হে মাবুদ, তুমিও সেখানে তোমার বীরদেরকে নামিয়ে দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো এবং ওই জায়গায় সমবেত হও। হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে ত্বরা কর, আইস, একত্র হও; হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 হে চারি দিকের জাতিগণ, তোমরা তাড়াতাড়ি এস এবং এখানে এসে জড়ো হও! হে প্রভু তোমার বলবান সৈন্যদের আনো!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তোমাদের কাছাকাছি সমস্ত জাতি, তাড়াতাড়ি, তোমাদের নিজেদের একসঙ্গে জড়ো কর৷ হে সদাপ্রভু, তুমি তোমার যোদ্ধাদের সেখানে নামিয়ে দাও৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 3:11
14 ক্রস রেফারেন্স  

আমি স্বয়ং আমার বলদৃপ্ত অসমসাহসী বীর সেনানীদের এই ধর্মযুদ্ধের ডাক দিয়েছি, তারা আমার ক্রোধকে কার্যে পরিণত করবে।


দেখ, সেইদিন আসছে যে দিন আমি সর্বজাতিকে আমার সামনে উপস্থিত করব, তাদের বিরুদ্ধে উচ্চারিত হবে আমার অভিযোগ। তাদের উপরে বর্ষিত হবে আমার রোষানল, আমার কোপের আগুনে দগ্ধ হবে সমস্ত পৃথিবী–এই সিদ্ধান্তে আমি অটল।


বিশুদ্ধ শুভ্র ক্ষৌম বসন পরিহিত স্বর্গীয় সেনাবাহিনী শ্বেত অশ্বে আরোহণ করে তাঁর অনুসরণ করে।


অপরপক্ষে তোমরা যারা নির্যাতিত হচ্ছ, তাদের তিনি আমাদের সঙ্গেই মুক্তি দেবেন যেদিন প্রভু যীশু স্বর্গ থেকে তাঁর পরাক্রান্ত দূতবাহিনীসহ জ্বলন্ত অগ্নিশিখার মাঝে আবির্ভূত হবেন।


ওরা প্রভু পরমেশ্বরকে জানে না, তাঁর পরিকল্পনা ওদের বোধগম্য নয়। বস্তুতঃ তিনিই তাদের শস্যের আঁটির মতসংগ্রহ করেছেন খামারে।


তখন সর্বজাতিকে বিচারের জন্য আমার প্রজাবৃন্দ তথা আমার একান্ত আপনজন ইসরায়েলীদের উপর তারা যে অন্যায় করেছে, তার বিচার করব। কারণ তারা আমার প্রিয়পাত্র ইসরায়েলীদের ছত্রভঙ্গ করে নানা দেশে নানা জাতির মাঝে ছড়িয়ে দিয়েছে, খণ্ড বিখণ্ড করেছে ইসরায়েলকে।


প্রভু পরমেশ্বরের এক দূত আসিরীয়দের শিবিরে গিয়ে 185,000 সৈন্যকে হত্যা করলেন। পরের দিন ভোরবেলায় দেখা গেল, তারা সকলে মরে পড়ে আছে!


লেবাননের ঘন অরণ্যের বৃক্ষরাজি যেমন কুঠারাঘাতে কেটে ফেলার সময় তার সাথে পতিত হয় মূল্যবান সীডার বৃক্ষরাজিও, সেইভাবে তিনি তাদেরও উচ্ছেদ করবেন।


হে মহাশক্তিধর দূতবৃন্দ তোমরা, যারা তাঁর বাক্য শ্রবণ কর, ও পালন কর তাঁর নির্দেশ, তোমরা তাঁর মহিমা কীর্তন কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন