Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 3:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 দেখ, সেদিন যখন আমি যিহুদীয়া ও জেরুশালেমের হৃতগৌরব পুনরুদ্ধার করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 কারণ দেখ, সেই কালে ও সেই সময়ে যখন আমি এহুদা ও জেরুশালেমের বন্দীদশা ফিরাব,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “সেইসব দিনে ও সেই সময়ে, যখন আমি যিহূদা ও জেরুশালেমের বন্দিদশা ফিরাব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 কারণ দেখ, সেই কালে ও সেই সময়ে যখন আমি যিহূদা ও যিরূশালেমের বন্দিদশা ফিরাইব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “সেই সময় আমি যিহূদা ও জেরুশালেমের লোকদের বন্দী দশা হতে ফিরিয়ে আনব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 দেখ, সেই দিন ও সেইদিনের যখন আমি যিহূদা এবং যিরূশালেমের বন্দীদের ফিরিয়ে আনব,

অধ্যায় দেখুন কপি




যোয়েল 3:1
23 ক্রস রেফারেন্স  

কারণ আমার প্রজা ইসরায়েল ও যিহুদীয়াকে পুনরুদ্ধার করার সময় আসন্ন। তাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম, সেই দেশে আমি আবার তাদের ফিরিয়ে আনব, তারা আবার তাদের নিজেদের স্থান অধিকার করবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


সর্বাধিপতি প্রভু বলেন, কিন্তু এবার যাকোবের বংশধর, ইসরায়েলী প্রজাদের প্রতি আমি কৃপা করব, আবার তাদের শ্রীবৃদ্ধি করব। আমার পবিত্র নামের মর্যাদা অক্ষুন্ন রাখব।


সেদিন আমি আমার প্রজা ইসরায়েলীদের বন্দিত্ব মোচন করব, তারা তাদের বিধ্বস্ত জনপদগুলি পুনর্গঠন করে সেখানে বসতি করবে, তারা দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে দ্রাক্ষারসপান করবে,


হ্যাঁ, আমি বলছি তোমরা আমাকে পাবে। আমি যেখানে যেখানে তোমাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, প্রতিটি দেশ ও প্রতিটি স্থান থেকে আমি তোমাদের দেশে ফিরিয়ে আনব, যেখান থেকে তোমাদের আমি নির্বাসনে পাঠিয়েছিলাম। তোমাদের আমি তোমাদেরই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


হে প্রভু পরমেশ্বর, তুমি প্রসন্ন ছিলে তোমার এ দেশের প্রতি, যাকোবের বন্দিত্ব মোচন করে তুমি তাকে ফিরিয়ে এনেছিলে।


তাহলে তিনি তোমাদের দুর্দশার অবসান ঘটাবেন ও তোমাদের প্রতি করুণা প্রদর্শন করবেন। যে সব জাতির মধ্যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করেছিলেন তাদের মধ্যে থেকে তিনি আবার তোমাদের সংগ্রহ করবেন।


প্রভু পরমেশ্বর বলেন, আমি আমার প্রজাদের পুনঃপ্রতিষ্ঠিত করব তাদের আপন দেশে, আর করুণা বর্ষণ করব প্রতিটি পরিবারের উপর। পুনর্গঠিত হবে জেরুশালেম, রাজপ্রাসাদের সংস্কার হবে নতুন করে।


তার পরিবর্তে তারা এই বলে শপথ নেবে, যে ঈশ্বর তাদের উত্তর দেশ থেকে এবং যে সমস্ত দেশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত দেশ থেকে আবার ফিরিয়ে এনেছেন, সেই জাগ্রত ঈশ্বরের দিব্য’। আমি তাদের সেই আপন দেশে ফিরিয়ে আনব, যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


সিয়োন থেকেই আসুক নেমে ইসরায়েলের পরিত্রাণ। প্রভু পরমেশ্বর যখন আপন প্রজাদের সৌভাগ্যের করবেন সূচনা, তখন উল্লসিত হবে যাকোব, ইসরায়েল হবে আনন্দিত।


প্রভু পরমেশ্বর জেরুশালেমকে বললেন, কন্যাসহ সদোম ও শমরিয়াকে আমি আবার সমৃদ্ধিশালী করব। অবশ্য তোমাকেও পুনরুদ্ধার করে তোমার শ্রীবৃদ্ধি আমি করব।


সেদিন আমি দাসদাসীদের উপরেও বর্ষণ করব আমার আত্মা।


সেই মূল্যবান বস্ত্র পরিহিত দূত আরও বললেন, সেই সময়ে তোমার স্বজাতির রক্ষক দূত মীখায়েল আসবেন। সেই সময় কঠিন সঙ্কটের সময়। জগতের নানা জাতির অভ্যুত্থানের সময় থেকে সেই দিন পর্যন্ত এমন ভয়াবহ সময় কখনও উপস্থিত হয়নি। সে সময়ে তোমার স্বজাতির মধ্যে যাদের নাম ঈশ্বরের পুস্তকে লেখা আছে তারা মুক্তি পাবে।


কিন্তু মোশি তাঁকে বললেন, তুমি কি আমার স্বার্থে ওদের ঈর্ষা করছ? অামি চাই প্রভু পরমেশ্বরের সব প্রজাই নবী হোক, প্রভু যেন তাঁর আত্মা তাদের সকলের উপরেই অর্পণ করেন।


তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি।


হায়, তোমরা যদি একবার আমার অনুযোগে কান দিতে আমি তোমাদেরদান করতাম সুপরামর্শ, জানাতাম আমার সুচিন্তিত মতামত।


তৃষ্ণার দেশে আমি জল দান করব প্রবাহিত করব স্রোতধারা বিশুদ্ধ ভূমিতে। তোমাদের সন্তানদের উপরে আমি সেচন করব আমার আত্মা, বষর্ণ করব আমার আশীর্বাদ তোমাদের বংশধরদের উপরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন