Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 2:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 লক্ষ্যপথে এগিয়ে চলে তারা পরস্পরের গায়ে ছোঁয়া পর্যন্ত লাগে না। অস্ত্র তাদের কোন ক্ষতি করতে পারে না, কিছুই পারে না তাদের গতিরোধ করতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তারা এক জন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই নিজ নিজ পথে অগ্রসর হয় এবং তলোয়ারের উপরে পড়লেও আহত হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তারা একে অন্যের উপরে চাপাচাপি করে পড়ে না, প্রত্যেকেই সোজা চলাপথে অগ্রসর হয়। প্রতিরোধ ব্যবস্থা তারা ভেদ করে, কেউই তার লাইন ভেঙে ফেলে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাহারা এক জন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয়, এবং শূলাগ্রের উপরে পড়িলেও ভগ্নপঙ্‌ক্তি হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তারা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করে না। প্রত্যেক সৈন্য তার নিজের পথে চলে। এমনকি যদি একজন সৈন্য আহত হয়ে পড়ে অন্যরা ঠিক ভাবেই কুচকাওয়াজ করে চলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তারা একে অন্যের উপর চাপাচাপি করে না; প্রত্যেকে নিজের সারিতে সারিবদ্ধ হয়ে এগিয়ে যায়৷ তারা প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়লেও তারা সারিবদ্ধ থাকে৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 2:8
11 ক্রস রেফারেন্স  

তিনি সঙ্কট থেকে মানুষকে উদ্ধার করেন, তরবারির মুখ থেকে তার জীবন রক্ষা করেন।


রাজা নগর-প্রাকারের ভাঙ্গা জায়গাগুলি মেরামত করিয়ে প্রাচীরকে আরও দৃঢ়, মজবুত ও সুরক্ষিত করলেন, প্রাচীরের উপরে আরও মিনার তৈরী করালেন এবং বাইরের দিকে আর একটি দেওয়াল নির্মাণ করলেন। প্রাচীন জেরুশালেমের পূর্ব দিকের দুর্গগুলিকে সংস্কার করিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করলেন। সেই সঙ্গে তিনি প্রচুর ঢাল বর্শা তৈরী করালেন।


তোমার রূপমাধুরী যেন আনারকলির নন্দনবন আনারের অতুল সম্ভারে ছন্দময়ী। সুরভিত হেনা, জাফরাণ আর


কিন্তু যখন তারা তাঁর নির্দেশ অমান্য করে, তখন তরবারির দ্বারা নিহত হয় তারা, মৃত্যু হয় তাদের অজ্ঞ অবস্থায়।


আমি আমার ভ্রাতৃগণ বা আমার লোকেরা বা প্রহরীরা যারা আমার সঙ্গে ছিল—আমরা কেউই পোশাক খুলতাম না, প্রত্যেকে সর্বদা অস্ত্রধারণ করে থাকতাম।


যারা উপকরণ বা মালমশলা বয়ে নিয়ে যাচ্ছিল তারা এক হাতে কাজ করছিল, অন্য হাতে অস্ত্র ধারণ করেছিল।


রাজাকে রক্ষা করার জন্য খোলা তরবারি হাতে লোকদের তিনি মন্দিরের চারিদিকে মোতায়েন করলেন।


তাদের কারো ক্লান্তি আসে না, হোঁচট‌্ খায় না কেউ। কারো চোখে তন্দ্রা নামে না, ঘুমিয়ে পড়ে না কেউ। শিথিল হয় না কারো কটি বন্ধনী, ছিন্ন হয় না কারো পাদুকার বন্ধন।


যোদ্ধার মত তারা আক্রমণ করে রণনিপুণ সেনানীর মত অবলীলায় তারা প্রাচীর পার হয়ে যায়, নির্দিষ্ট পথ ধরে চলে তাদের শৃঙ্খলাবদ্ধ অভিযান। তারা দিক পরিবর্তন করে না,


তারা নগরের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাচীরের উপর দিয়ে দৌড়ায় চোরের মত জানালা দিয়ে ঘরে ঢোকে।


পঙ্গপালের কোন রাজা নেই তবুও তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন