Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 2:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 প্রভু পরমেশ্বর আবার যিহুদীয়া দেশের প্রতি প্রসন্ন হলেন, প্রজাদের প্রতি মমতায় ভরে গেল তাঁর মন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তখন মাবুদ তাঁর দেশের জন্য উদ্যোগী হলেন ও তাঁর লোকদের প্রতি রহম করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তারপরে সদাপ্রভু তাঁর দেশের বিষয়ে উদ্যোগী হলেন এবং তাঁর প্রজাদের প্রতি দয়া করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তখন সদাপ্রভু আপন দেশের জন্য উদ্যোগী হইলেন, ও আপন প্রজাদের প্রতি দয়া করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তখন প্রভু তাঁর দেশের জন্য ঈর্ষাকাতর হবেন এবং তাঁর লোকদের দয়া করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তখন সদাপ্রভু তাঁর যিরুশালেম দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর লোকেদের প্রতি মমতা করবেন৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 2:18
19 ক্রস রেফারেন্স  

ইসরায়েল জাতিকে সাহায্য করার আমার একান্ত বাসনা। আমি তাদের গভীরভাবে ভালবাসি। তাই তাদের শত্রুদের উপর আমি ক্রুদ্ধ হয়েছি।


স্বর্গদূত আমাকে বললেন, তুমি ঘোষণা কর যে সর্বাধিপতি প্রভু বলেছেন, জেরুশালেম আমার পবিত্র নগরী, তাকে আমি গভীরভাবে ভালবাসি।


সন্তানের প্রতি পিতার যেন স্নেহ, সেই স্নেহে প্রভু পরমেশ্বর, অভিষিক্ত করেন তাঁর ভক্তজনকে।


দেখ, যাঁরা ধৈর্য ধরে সব কিছু সহ্য করেছেন আমরা তাঁদেরই ধন্য বলে থাকি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনেছ, শেষে প্রভু তাঁর জন্য কি করলেন তাও দেখেছ। প্রভু কত স্নেহশীল ও করুণাময়।


প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল।


হে মহিমাময় পবিত্র প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে তোমার আবাস থেকে দৃষ্টিপাত কর আমাদের প্রতি। কোথায় আজ আমাদের জন্য তোমার পরম করুণা? কোথায় তোমার সেই মহাশক্তি? কোথায় তোমার প্রেম ও দয়া? উপেক্ষা করো না আমাদের।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


তখন সে তার বাবার কাছে ফিরে এল। দূর থেকেই তাকে দেখতে পেয়ে তার বাবার মন মমতায় গলে গেল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন।


ইসরায়েল, তুমি আমার প্রিয়তম সন্তান, যাকে আমি সবার চেয়ে বেশী ভালবাসি। যখনই আমি তোমার বিরুদ্ধে বলি, তখনই স্নেহসিক্ত হয়ে ভাবি তোমার কথা আমার মন চলে যায় তোমার কাছে ভেবে স্থির করি আর হব না নির্দয়


জেরুশালেমকে বলেছেন প্রভু পরমেশ্বর বিদেশীরা আবার গড়ে দেবে তোমার প্রাচীর তাদের রাজন্যবর্গ পরিচর্যা করবে তোমার। ক্রুদ্ধ হয়ে আমি দণ্ড দিয়েছিলাম তোমায় কিন্তু এবার তুমি লাভ করবে আমার অনুগ্রহ ও করুণা।


প্রভু পরমেশ্বর করেছেন যুদ্ধযাত্রা পরাক্রান্ত বীর যোদ্ধার মত, যুদ্ধের জন্য তিনি প্রস্তুত, মহাযোদ্ধার মত উন্মাদনায় অস্থির, হুঙ্কার দিচ্ছেন তিনি মহাবিক্রমে, আস্ফালন করছেন শত্রুর বিরুদ্ধে।


কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী।


ইসরায়েলীরা তখন তাদের সমাজ থেকে বিজাতীয় দেব বিগ্রহগুলি দূর করে পরমেশ্বরের সেবা-আরাধনা করতে লাগল। ইসরায়েলীদের এই দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না।


হে জাতিবৃন্দ, জয়ধ্বনি কর তাঁর প্রজাদের সঙ্গে, কেননা নিজ সেবকদের রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করবেন তিনি, দণ্ড দেবেন তাঁর বিপক্ষদের। তাঁর প্রজাদের স্বদেশের জন্য করবেন প্রায়শ্চিত্ত সাধন।


প্রভু পরমেশ্বর প্রজাদের পক্ষে ন্যায়বিচার করবেন, নিজ সেবকদের প্রতি হবেন সদয়, কারণ তিনি দেখবেন, তাদের শক্তি নিঃশেষিত, বন্দী অথবা মুক্ত, কেউ আর অবশিষ্ট নেই।


অজানা দেবতাদের অনুগামী হয়ে তারা উদ্রেক করল তাঁর ঈর্ষা ঘৃণ্য আচরণের দ্বারা তাঁকে করল রুষ্ট।


জেরুশালেম ও সিয়োন পর্বতের রক্ষাপ্রাপ্ত অবশিষ্ট অধিবাসীরা সেখানে থাকবে। সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের চরম সিদ্ধান্তের ফলেই এই ঘটনা ঘটবে।


জেরুশালেম ও সিয়োন পর্বতে কিছু লোক অবশিষ্ট থাকবে। এই হল প্রভু পরমেশ্বরের স্থির সিদ্ধান্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন