যোয়েল 2:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 যিহুদীয়ার প্রজাবৃন্দকে একত্র কর প্রবীণ নেতাদের ডাক ডাক আবাল–বৃদ্ধবণিতা—সবাইকে বাসর ছেড়ে বেরিয়ে আসুক বর, কন্যাও বেরিয়ে আসুক অন্তঃপুর থেকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 লোকদের একত্র কর, পবিত্র সমাজ নির্ধারণ কর, প্রাচীনদেরকে আহ্বান কর, বালক বালিকাদের ও দুগ্ধপোষ্য শিশুদেরকে একত্র কর; বর তার বাসগৃহ থেকে, কন্যা তার অন্তঃপুর থেকে বের হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 লোকেদের সমবেত করো, জনসমাজকে পবিত্র করো; প্রবীণদের এক স্থানে নিয়ে এসো, স্তন্যপায়ী শিশুদেরও এক স্থানে সমবেত করো। বর তার বাসগৃহ ও কনে তার নিবাস-কক্ষ ত্যাগ করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 প্রজা লোকদিগকে একত্র কর, পবিত্র সমাজ নিরূপণ কর, প্রাচীনগণকে আহ্বান কর, বালকবালিকাদিগকে ও দুগ্ধপোষ্য শিশুদিগকে একত্র কর; বর আপন বাসরগৃহ হইতে, কন্যা আপন অন্তঃপুর হইতে নির্গত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 লোকদের একত্র কর। বিশেষ সভা ডাক। বয়স্ক লোকদের একত্র কর। শিশু ও বাচ্চাদের একত্র কর। বর ও কনেরা তাদের শয্যা ঘর থেকে বেরিয়ে আসুক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 লোকেদের একত্র কর, পবিত্র সভা কর, প্রাচীনদের ডাক, শিশুদের একত্র কর এবং দুধ পান করা শিশুদের একত্র কর, বর নিজের বাড়ি থেকে এবং কন্যা নিজের ঘর থেকে বেরিয়ে আসুক৷ অধ্যায় দেখুন |