Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 চাষীরা, হাহাকার কর, বিলাপ কর দ্রাক্ষাকুঞ্জের মজুরেরা, গম, যব ক্ষেতের সব ফসলই নষ্ট হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 কৃষকরা লজ্জিত হও, আঙ্গুর-ক্ষেতের পালকেরা গম ও যবের জন্য হাহাকার কর; কেননা ক্ষেতের শস্য নষ্ট হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 লজ্জিত হও, কৃষকগণ, হাহাকার কর, দ্রাক্ষাক্ষেত্রের পালকগণ, গোধূম ও যবের নিমিত্ত; কেননা ক্ষেত্রের শস্য নষ্ট হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ওহে চাষীরা তোমরা দুঃখ কর! দ্রাক্ষা ক্ষেত্রের চাষীরা হাহাকার কর! গম ও যবের জন্য কাঁদো! কারণ ক্ষেতের ফসল ধ্বংস হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তোমরা কৃষকরা, লজ্জিত হও এবং বিলাপ কর; আঙ্গুর ক্ষেত্রের কৃষক, গম ও যবের জন্য বিলাপ কর, কারণ ক্ষেত্রের ফসল নষ্ট হয়েছে৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 1:11
8 ক্রস রেফারেন্স  

বৃক্ষ রোপণের পরই যদি সেই চারা বৃদ্ধি পেতে থাকে, যদি প্রথম প্রভাতেই পুষ্পিত হয়, তাহলেও জেন, তাতে ফল কোনদিন ধরবে না। সেখানে থাকবে শুধু দুর্দৈব আর বিপর্যয়, থাকবে অকথ্য যন্ত্রণা যার কোন প্রতিকার নেই।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কেন এই দেশ বিধ্বস্ত, রুক্ষ মরুভূমির মত, যার জন্য এর মধ্য দিয়ে কেউ যাতায়াত করে না? কার এত জ্ঞান আছে যে বুঝবে এর মর্ম? কার কাছে তুমি ব্যাখ্যা করে বলেছ এ কথা, যে অপরের কাছে সব বলতে পারবে?


এই প্রত্যাশা নিরর্থক নয়, কারণ ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেছেন, সেই পবিত্র আত্মাই আমাদের হৃদয়কে ঐশ্বরিক প্রেমে প্লাবিত করেছেন।


এই জন্যেই সর্বাধিপতি প্রভু বলেনঃহাটে বাজারে সর্বত্র উঠবে কান্নার রোল, পথে পথে লোকে হায় হায় করবে, কান্নাকাটি করার জন্য লোকে চাষীমজুর ডেকে আনবে, বিলাপ করার জন্য ভাড়া করা হবে পেশাদার লোক।


শস্য বপন করতে দিও না ব্যাবিলনে,দিও না কাউকে ফসল কাটতে।শত্রুপক্ষের আক্রমণে এ দেশের প্রবাসী বিদেশীরা ভয়ে পালিয়ে যাবে স্বদেশে,আপন জনের কাছে।


হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি সে কথা ভবিষ্যদ্বাণীরূপে ঘোষণা কর। উচ্চৈঃস্বরে বল: মহাত্রাসের দিন এগিয়ে আসছে


যিহুদীয়া শোক করছে, তার নগর জনপদ মৃত্যুর কবলে অধিবাসীরা গভীর দুঃখে মাটিতে লুটিয়ে আছে, জেরুশালেম কাঁদছে সাহায্যের জন্যে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন