Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 পথুয়েলের পুত্র যোয়েলের কাছে প্রভু পরমেশ্বরের দৈববাণী হল। সেই বাণী নবী যোয়েল ঘোষণা করলেনঃ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পথূয়েলের পুত্র যোয়েলের কাছে মাবুদের এই কালাম নাজেল হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পথূয়েলের পুত্র যোয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 পথূয়েলের পুত্র যোয়েলের কাছে প্রভুর এই বার্তা:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পথূয়েলের ছেলে, যোয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হলো৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 1:1
5 ক্রস রেফারেন্স  

এ হল সেই ঘটনা, নবী যোযেল যার কথা বলেছিলেনঃ


আমনের পুত্র যিহুদীয়ার রাজা যোশিয়ের রাজত্বকালের ত্রয়োদশ বৎসরে প্রভু পরমেশ্বর যিরমিয়ের সঙ্গে কথা বলেছিলেন।


কারণ ঐশীবাণী কখনও কোন মানুষের কল্পনা অনুযায়ী উচ্চারিত হয়নি। পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরাই ঈশ্বরের বাণী ঘোষণা করেছেন।


উষিয়, যোথাম, আহস ও হিষ্কিয়—যিহুদীয়ার এই নৃপতিবৃন্দের ও যোয়াশের পুত্র ইসরায়েলরাজ যারবিয়অমের আমলে বেরির পুত্র হোশেয়ের কাছে প্রভুর এই বাণী উচ্চারিত হলঃ


ব্যাবিলনের কিবার নদী তীরে প্রভু পরমেশ্বর আমার সাথে কথা বললেন এবং আমি অনুভব করলাম তাঁর পরমাশক্তি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন